প্যাকেজ ম্যানেজার

এটি হলো এমন সব সফটওয়্যার সরঞ্জামের একটি সংগ্রহ যা কম্পিউটারের অপারেটিং সিস্টেমের জন্য সফটওয়
(Package manager থেকে পুনর্নির্দেশিত)

একটি প্যাকেজ ম্যানেজার বা প্যাকেজ ম্যানেজমেন্ট সিস্টেম হলো এমন সব সফটওয়্যার সরঞ্জামের একটি সংগ্রহ যা কম্পিউটারের অপারেটিং সিস্টেমের জন্য সফটওয়্যার ইন্সটল, হালনাগাদ, কনফিগার ও কম্পিউটার প্রোগ্রাম সরিয়ে ফেলার প্রক্রিয়াকে স্বয়ংক্রিয় করে।[]

পরিপূর্ণ প্যাকেজ ম্যানেজারের উদাহরণ সিন্যাপ্টিক

একটি প্যাকেজ ম্যানেজার প্যাকেজ, সফটওয়্যারের ডিস্ট্রিবিউশনগুলোর ও আর্কাইভ ফাইলের ডাটা নিয়ে কাজ করে। প্যাকেজ সমূহ মেটাডাটা ধারণ করে। সফটওয়্যারের নাম, এর উদ্দেশ্যের বর্ণনা, সংস্করণ-ক্রমিক নাম্বার, সফটওয়্যারটি সঠিকভাবে চলার জন্যে ডিপেন্ডেন্সিসমূহের তালিকা নিয়ে এই মেটাডাটা তৈরি হয়। ইন্সটলের পর মেটাডাটা একটি লোকাল প্যাকেজ ডেটাবেজে সংরক্ষিত হয়। প্যাকেজ ম্যানেজারগুলো অনুপস্থিত জরুরী প্যাকেজ ও প্যাকেজসমূহের দ্বন্দ্ব রোধ করতে প্যাকেজগুলোর ডিপেন্ডেন্সি ও সংস্করণ নাম্বারের একটি ডাটাবেস বজায় রাখে। তারা কাছাকাছি অবস্থিত সার্ভারগুলোর সফটওয়্যার রিপোজিটরি, বাইনারি রিপোজিটরি ম্যানেজার ও অ্যাপ স্টোরের সাথে কাজ করে।

ম্যানুয়াল ইন্সটল ও হালনাগাদের ঝামেলা কমাতে প্যাকেজ ম্যানেজার ডিজাইন করা হয়েছে। এগুলো বিশেষ করে বৃহত্তর ক্ষেত্রগুলিতে কাজে লাগতে পারে। যা গ্নু/লিনাক্স অথবা অন্যান্য ইউনিক্স-সদৃশ সিস্টেমগুলোর শত শত, এমনকি হাজার হাজার নিজস্ব সফটওয়্যার প্যাকেজ নিয়ে গঠিত।[]

বিস্তৃতি

সম্পাদনা

ডিপিকেজির মত প্যাকেজ ম্যানেজারসমূহ ১৯৯৪ সাল থেকেই ছিলো []

বাইনারি ভিত্তিক গ্নু/লিনাক্স ডিস্ট্রিবিউশনসমূহ সফটওয়্যার ব্যবস্থাপনার প্রাথমিক উপায় হিশেবে অনেক বেশি প্যাকেজ ম্যানেজারের উপর নির্ভরশীল। অ্যান্ড্রয়েড (লিনাক্স-ভিত্তিক), আইওএস, এবং উইন্ডোজ ফোন তারা অ্যাপ স্টোরে তাদের সফটওয়্যার বিক্রেতাদের উপর অনেক বেশি নির্ভর করে। তাদের প্রত্যাকেরই আছে আলাদা আলাদা প্যাকেজ ব্যবস্থাপনা পদ্ধতি।

অ্যাপ্লিকেশন-স্তরের নির্ভরতা পরিচালকগণ

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সংরক্ষানাগার কপি"। ১৭ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৯ 
  2. "সফটওয়্যার ডিস্ট্রিবিউশন"। ডেল। ৩ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৯ 
  3. "dpkg version 0.93.15 source code"। ২ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা