খুলনা টাইগার্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্রিকেট দল
(Khulna Royal Bengals থেকে পুনর্নির্দেশিত)

খুলনা টাইগার্স হলো একটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দল, যা একটি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগে খুলনা বিভাগের প্রতিনিধিত্ব করে। বর্তমানে ফ্র্যাঞ্চাইজিটি মাইন্ডট্রি লিমিটেডের মালিকানাধীন।

খুলনা টাইগার্স
কর্মীবৃন্দ
অধিনায়কবাংলাদেশ এনামুল হক বিজয়
কোচবাংলাদেশ তালহা জুবায়ের
মালিকমাইন্ডট্রি লিমিটেড
দলের তথ্য
শহরখুলনা, বাংলাদেশ
প্রতিষ্ঠা২০১২ (খুলনা রয়েল বেঙ্গলস হিসাবে)
২০১৬ (খুলনা টাইটান্স হিসাবে)
২০১৯ (খুলনা টাইগার্স হিসাবে)
স্বাগতিক মাঠশেখ আবু নাসের স্টেডিয়াম, খুলনা
ধারণক্ষমতা১৫,৬০০
ইতিহাস
বাংলাদেশ প্রিমিয়ার লিগ জয়
দাপ্তরিক ওয়েবসাইটwww.khulnatigers.net

ইতিহাস

খুলনা রয়েল বেঙ্গলস প্রথম দুই আসরে খেলেছিল। ২০১২ সালের ১০ জানুয়ারি তারিখে, ওরিওন গ্রুপ $১.১০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে নিলামে জয়লাভ করে এর মালিকানা পায়।[১]

বর্তমান দল

  • যেসব খেলোয়াড় আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তাদের গাঢ় করে দেখানো হয়েছে।
  •  *  রঙের অর্থ সেই খেলোয়াড় দলে নির্বাচনের জন্য বর্তমানে অনুপলব্ধ।
  •  *  রঙের অর্থ সেই খেলোয়াড় পুরো মৌসুমের জন্য দলে নির্বাচনের জন্য অনুপলব্ধ।

কর্মকর্তা ও সহযোগী কর্মী

তথ্যসূত্র

  1. "BPL to brand Bangladesh"। দ্য ডেইলি স্টার। 

বহিঃসংযোগ