কন্নড় ভাষা

দক্ষিণ ভারতের একটি ভাষা
(Kannada language থেকে পুনর্নির্দেশিত)

কন্নড় ভাষা (ಕನ್ನಡ, কন্নড্অ, উচ্চারিত [kɐnːɐɖɐ]) বা কানাড়ি ভাষা ভারতের ২২টি তফসিলি ভাষার একটি। এটি কর্ণাটক রাজ্যের সরকারি ভাষা এবং এই রাজ্যের প্রায় সাড়ে তিন কোটি লোক এই ভাষায় কথা বলেন। এছাড়াও এটি অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুমহারাষ্ট্রে প্রচলিত। মাতৃভাষী ও দ্বিতীয় ভাষাভাষীর সংখ্যা মিলিয়ে কন্নড়ভাষীর সংখ্যা প্রায় ৪ কোটি ৩৭ লক্ষ।[]

কন্নড়
ಕನ್ನಡ
দেশোদ্ভবকর্ণাটক, ভারত
মাতৃভাষী
৫ কোটি
সরকারি অবস্থা
সরকারি ভাষা
কর্ণাটক, ভারত
নিয়ন্ত্রক সংস্থাকর্ণাটক সরকার ও বিভিন্ন অ্যাকাডেমি
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-১kn
আইএসও ৬৩৯-২kan
আইএসও ৬৩৯-৩kan

কন্নড়ের আদিতম শিলালিপি ৪৫০ খ্রিস্টাব্দের, আর এতে সাহিত্য রচনা শুরু হয় ৮৫০ খ্রিষ্টাব্দ নাগাদ। কন্নড়ের প্রাথমিক উন্নতি তামিলতেলুগু ভাষার সাথে তুলনীয়। পরবর্তী শতাব্দীগুলোতে কন্নড় সংস্কৃত ভাষার শব্দভাণ্ডার ও সাহিত্যিক ধারার প্রভাবাধীন হয়।

কন্নড় ভাষার মৌখিক ও লিখিত রূপের মধ্যে যথেষ্ট বৈসাদৃশ্য আছে। কথ্য কন্নড়ের অনেকগুলি আঞ্চলিক উপভাষা আছে, কিন্তু এর লিখিত রূপ প্রায় সবজায়গাতেই একই রকম। চলিত কন্নড়ের তিনটি উপভাষা সামাজিক শ্রেনীভিত্তিক: ব্রাহ্মণ, অ-ব্রাহ্মণ, এবং অস্পৃশ্য।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Kannada language"। www.britannica.com। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০১৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা