জেমস আর্ল জোন্স

মার্কিন অভিনেতা
(James Earl Jones থেকে পুনর্নির্দেশিত)

জেমস আর্ল জোন্স (ইংরেজি: James Earl Jones; জন্ম: ১৭ জানুয়ারি ১৯৩১) হলেন একজন মার্কিন অভিনেতা। ষাট বছরের অধিক সময় ধরে তিনি অভিনয় করছেন এবং তাকে "মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রখ্যাত ও বৈচিত্রময় অভিনয়শিল্পীদের একজন"[১] এবং "যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম সেরা অভিনয়শিল্পী" হিসেবে আখ্যায়িত করা হয়।[২] ১৯৫৭ সালে ব্রডওয়ে মঞ্চে অভিষেকের পর থেকে তিনি একাধিক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। দ্য গ্রেট হোয়াইট হোপ মঞ্চনাটকে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে টনি পুরস্কার অর্জন করেন এবং এর চলচ্চিত্ররূপে (১৯৭০) অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারসেরা নাট্য চলচ্চিত্র অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন। জোন্স তিনটি এমি পুরস্কার অর্জন করেন, তন্মধ্যে ১৯৯০ সালে একই বছরে দুটি পুরস্কার পান। এছাড়া তিনি স্টার ওয়ার্স চলচ্চিত্র ধারাবাহিকে ডার্থ ভেডার ও ডিজনির দ্য লায়ন কিং-এ মুফাসা চরিত্রের জন্য প্রসিদ্ধি অর্জন করেন।

জেমস আর্ল জোন্স
James Earl Jones
২০০১ সালে বাল্টিমোরে জোন্স
জন্ম(১৯৩১-০১-১৭)১৭ জানুয়ারি ১৯৩১
মাতৃশিক্ষায়তনমিশিগান স্কুল অব মিউজিক, থিয়েটার অ্যান্ড ড্রামা বিশ্ববিদ্যালয়
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৪৮-বর্তমান
দাম্পত্য সঙ্গীজুলিয়েন মারি
(বি. ১৯৬৮; বিচ্ছেদ. ১৯৭২)

সেসিলিয়া হার্ট
(বি. ১৯৮২; মৃ. ২০১৬)
সন্তান
পিতা-মাতারবার্ট আর্ল জোন্স (পিতা)
রুথ কনেলি (মাতা)

প্রারম্ভিক জীবন সম্পাদনা

 
জেমসের পিতা রবার্ট আর্ল জোন্স ল্যাংস্টন হিউজের ডোন্ট ইউ ওয়ান্ট টু বি ফ্রি? (1938) নাটকের প্রচারণামূলক চিত্র

জেমস আর্ল জোন্স ১৯৩১ সালের ১৭ই জানুয়ারি মিসিসিপি অঙ্গরাজ্যের আর্কাবাটলা শহরে জন্মগ্রহণ করেন।[৩] তার মাতা রুথ (বিবাহপূর্ব কনেলি; ১৯১১-১৯৮৬) একজন শিক্ষিকা ও গৃহপরিচারিকা ছিলেন এবং পিতা রবার্ট আর্ল জোন্স (১৯২০-২০০৬) একজন মুষ্টিযোদ্ধা, খানসামা ও গাড়ি চালক ছিলেন। জেমসের জন্মের কিছুদিন পর তার পিতা তাদের পরিবার ছেড়ে চলে যান এবং পরবর্তীকালে নিউ ইয়র্ক ও হলিউডে মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা হিসেবে কাজ করেন।[৩][৪] ১৯৫০-এর দশকে জেমস ও তার পিতার মধ্যে পুনরায় সুসম্পর্ক স্থাপনের পূর্ব পর্যন্ত তাদের সাক্ষাৎ হয়নি। এক সাক্ষাৎকারে তিনি জানান যে তার পিতামাতা দুজনেই মিশ্র আফ্রিকান-মার্কিন, আইরিশ ও স্থানীয় আমেরিকান বংশোদ্ভূত।[৫][৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. মার্ক্স, রেবেকা ফ্লিন্ট। "James Earl Jones"অলমুভি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৯ 
  2. স্পার্লিং, নিকোল; কিং, সুজান (১২ নভেম্বর ২০১১)। "Oprah shines, Ratner controversy fades at honorary Oscars gala"লস অ্যাঞ্জেলেস টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৯ 
  3. "James Earl Jones Biography (1931–)"। ফিল্ম রেফারেন্স। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২১ 
  4. ব্যান্ডলার, মাইকেল জে. (মার্চ ২০০৮)। "This is James Earl Jones"এনডাব্লিউএ ওয়ার্ল্ড ট্রাভেলার। নর্থওয়েস্ট এয়ারলাইন্স। মার্চ ২০, ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২১ 
  5. লেভেস্ক, কার্ল (আগস্ট ১, ২০০২)। "Unconventional wisdom: James Earl Jones speaks out"অ্যাসোসিয়েশন ম্যানেজমেন্ট। দ্য গেল গ্রুপ। নভেম্বর ১৮, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২১ 
  6. ডেভিস, ডরথি (ফেব্রুয়ারি ২০০৫)। "Speaking with James Earl Jones"এডুকেশন আপডেট। অক্টোবর ২০, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২১ 

বহিঃসংযোগ সম্পাদনা