প্যারাগুয়েতে ইসলাম

(Islam in Paraguay থেকে পুনর্নির্দেশিত)

প্যারাগুয়ে ইসলামের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে মুসলিম জনসংখ্যা প্রায় ১০০০ জন যা মোট জনসংখ্যার ০.০২ শতাংশ। বেশিরভাগ মুসলমান সিরিয়া, লেবাননফিলিস্তিন থেকে আগত অভিবাসীদের বংশধর। প্যারাগুয়ের বৃহত্তম ইসলামী সংগঠন হলো সেন্ট্রো বেনাফিকো কালচারাল ইসলিমিকো আসুনসিওন, যার প্রধান ফওজি মোহাম্মদ ওমাইরি। এই সম্প্রদায়টি রাজধানী আসুনসিওন এবং এর আশেপাশে নিবিষ্ট।[১]

তথ্যসূত্র

সম্পাদনা