আইজিএন
(IGN থেকে পুনর্নির্দেশিত)
আইজিএন (ইংরেজিতে: IGN) একটি মার্কিন ওয়েবসাইট যা ভিডিও গেম, চলচ্চিত্র, সঙ্গীত ইত্যাদি বিষয়ক সংবাদ প্রকাশ করে। আইগিএন এন্টারটেইনমেন্ট এই ওয়েবসাইটটির স্বত্বাধিকারী কোম্পানি। এই কোম্পানিটি আইজিএন ছাড়াও আরও তিনটি ওয়েবসাইট পরিচালনা করে থাকে: গেমস্পাই, গেমস্ট্যাটস এবং আস্কম্যান।
ব্যবসার প্রকার | নিউস কর্পোরেশনের অঙ্গপ্রতিষ্ঠান[১] |
---|---|
উপলব্ধ | ইংরেজি |
প্রতিষ্ঠা | সেপ্টেম্বর ১৯৯৬ |
সদরদপ্তর | সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র |
মালিক | নিউস কর্পোরেশন |
প্রধান ব্যক্তি | মার্ক জাঙ (প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী) পিয়ার স্নেইডার (ভাইস প্রেসিডেন্ট) |
শিল্প | ভিডিও গেম |
ধারক কোম্পানী | নিউস কর্পোরেশন |
অধীনস্থ কোম্পানি | আস্কম্যান গেমস্পাই গেমস্ট্যাটস |
ওয়েবসাইট | IGN.com |
নিবন্ধন | বিনামূল্যে আইজিএন ইনসাইডার ফাউন্ডারস ক্লাব |
বর্তমান অবস্থা | সক্রিয় |
আইজিএন এর প্রধান ওয়েবসাইট কতকগুলো বিশেষ চ্যানেলের সমন্বয়ে গঠিত যেগুলোর প্রত্যেকটির একটি করে সাবডোমেইন রয়েছে। এসব চ্যানেল বিনোদনের বিভিন্ন মাধ্যম সম্পর্কিত খবরাখবর প্রকাশ করে। ভিডিও গেম সম্পর্কিত ওয়েবসাইটগুলো হল: পিসি গেমস, উইই, নিনটেন্ডো ডিএস, নিনটেন্ডো ডিএসআই, এক্সবক্স ৩৬০, প্লেস্টেশন ২, প্লেস্টেশন ৩, পিএসপি, এক্সবক্স লাইভ, ওয়্যারলেস্, রেট্রো, আইফোন গেমস।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "About - IGN Entertainment"। IGN Entertainment। ২০১০-০৮-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৮-১৯।