হাঞ্জা

(Hanja থেকে পুনর্নির্দেশিত)

হাঞ্জা (হাঙ্গুল্: 한자, হাঞ্জা: 漢字) কোরীয় ভাষার প্রাচীনকালে ব্যবহৃত ছবি-অক্ষর লিপি। হাঞ্জা ছবি-অক্ষর লিপি কোরীয় ভাষাতে হচ্ছে গৃহীত চীনা ছবি-অক্ষর লিপি। হাঙ্গুল্ হচ্ছে কোরীয় ভাষার বর্তমানের ব্যবহারিত বর্ণমালা লিপি। ১৮৯৪ সালে হাঙ্গুল্ হাঞ্জার উপরে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। ১৮৯৪ সাল থেকে হাঞ্জার ব্যবহার আনুষ্ঠানিকভাবে থেমে যায়।

হাঞ্জা
লিপির ধরন
ভাষাসমূহকোরীয় ভাষা
সম্পর্কিত লিপি
উদ্ভবের পদ্ধতি
ভগিনী পদ্ধতি
কাঞ্জি, ঐতিহ্যবাহী চীনা অক্ষর, সরলীকৃত চীনা অক্ষর, চ্যুনম্ লিপি
এই নিবন্ধে আধ্বব চিহ্ন রয়েছে। সঠিক রেন্ডারিং সমর্থন ছাড়া, আপনি হয়ত ইউনিকোড অক্ষরের বদলে জিজ্ঞাসা চিহ্ন, বাক্স বা অন্য কোনো চিহ্ন দেখবেন।
হাঞ্জা
হাঙ্গুল
হাঞ্জা
সংশোধিত রোমানীকরণHanja
ম্যাক্কিউন-রাইশাওয়াHancha