এরাতো

(Erato থেকে পুনর্নির্দেশিত)

গ্রিক পুরাণে, এরাতো /ˈɛrət/ (প্রাচীন গ্রিকἘρατώ) ছিল ভালবাসার কবিতা, গানের কথা ও বিবাহের গানের মিউজ। শাব্দিক অর্থ ‘কামনীয়’ বা ’আকাঙ্খিত’।

এরাতোর রোমান মূর্তি, খ্রিষ্টীয় দ্বিতীয় শতাব্দীতে তৈরি।

বিকাশ সম্পাদনা

হেসিয়ডের থিওগোনি বইয়ে অন্যান্য মিউজদের সাথে এরাতোর নাম উল্লিখিত হয়েছে। স্ত্রাবো উল্লেখ করেন রাডিন নামে একটি হারানো কবিতার শুরুতেও তাকে আহ্বান করা হয়েছিল।[১] প্লেটোর ফেডরুস-এও এরাতোকে প্রেমের সাথে সম্পৃক্ত হিসেবে দেখানো হয়।[২] খ্রিষ্টপূর্ব তৃতীয় শতাব্দীতে অ্যাপোলোনিউস লিখেন মিউজগণ কোন নির্দিষ্ট কবিতার সাথে জড়িত ছিলেন না, যেমনটা পরবর্তীকালে দেখানো হয়।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. In Geography 8.3.20; Strabo's attribution of the poem to Stesichorus was refuted by H. J. Rose, "Stesichoros and the Rhadine-Fragment", The Classical Quarterly 26.2 (April 1932), pp. 88–92.
  2. Phaedrus, 259.
  3. হান্টার, রিচার্ড, সম্পাদক। Jason and the Golden Fleece (Oxford: Clarendon Press, 1993), p. 66 note.