আত্ম-অস্বীকৃত যৌন অভিমুখিতা

(Ego-dystonic sexual orientation থেকে পুনর্নির্দেশিত)

আত্ম-অস্বীকৃত যৌন অভিমুখিতা হল একটি আত্ম-অস্বীকৃত মানসিক অসুস্থতা, যার দ্বারা বোঝায় এমন কোন যৌন অভিমুখিতা বা আকর্ষণের অধিকারী হওয়া যা ব্যক্তির আদর্শীকৃত আত্মপরিচয়ের সঙ্গে সাংঘর্ষিক, যা দুশ্চিন্তা ও অস্থিরতার উদ্রেক ঘটায় এবং যা যৌন অভিমুখিতা পরিবর্তনের আকাঙ্ক্ষা অথবা বর্তমান যৌন অভিমুখিতার সঙ্গে আরও স্বাচ্ছন্দ্য অনুভব করার আকাঙ্ক্ষা সৃষ্টি করে। এটি অভ্যন্তরীণ যৌন অভিমুখিতাকে নির্দেশ করে না, বরং নিজের ভেতরে অবস্থানকারী যৌন অভিমুখিতার সঙ্গে নিজের আকাঙ্ক্ষিতযৌন অভিমুখিতার দ্বন্দ্বের প্রতি নির্দেশ করে।

আত্ম-অস্বীকৃত যৌন অভিমুখিতা
বিশেষত্বমনোরোগ বিজ্ঞান, মনোবিজ্ঞান উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

শ্রেণিবিন্যাস সম্পাদনা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) আত্ম-অস্বীকৃত যৌন অভিমুখিতাকে in the ICD-10 তালিকায় যৌন বিকাশ ও অভিমুখিতার বৈকল্য হিসেবে অন্তর্ভুক্ত করেছে।

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা

শ্রেণীবিন্যাস