দারফুর

(Darfur থেকে পুনর্নির্দেশিত)

দারফুর (ইংরেজি: Darfur ,আরবি: دار فور dār fūr) হচ্ছে সুদানের একটি অঞ্চল। কয়েকশ বছর ধরে এখানে সুলতানাতের শাসন বিদ্যমান। অঞ্চলটি তিনটি স্বায়ত্বশাসিত প্রদেশ নিয়ে গঠিত। এই তিনটি প্রদেশ হচ্ছে: পশ্চিম দারফুর, দক্ষিণ দারফুর, এবং উত্তর দারফুর; এবং এগুলো ট্রাঞ্জিশনাল দারফুর রিজিওনাল অথরিটি দ্বারা নিয়ন্ত্রিত হয়। ২০০৩ সাল থেকে যুদ্ধের কারণে অঞ্চলটিতে চরম মানবিক বিপর্যয় বিদ্যমান।

সুদানের তিনটি প্রদেশ নিয়ে গঠিত দারফুর

ভূগোল সম্পাদনা

 
ডার্বিয়ার ক্রেটার; দারফুরের মারাহ পর্বতমালার সবচেয়ে উঁচু চূড়া

৪,৯৩,১৮০ বর্গ কিলোমিটার অঞ্চল নিয়ে দারফুর গঠিত,[১] যা প্রায় ফ্রান্সের সমান।[২][৩][৪] অঞ্চলটি মূলত মারাহ পর্বতমালা (জাবেল মারাহ) সংশ্লিষ্ট অনুর্বর মালভূমি। দারফুরের মধ্যভাগে একটি আগ্নেয়গিরি চূড়া বিদ্যমান, যার উচ্চতা হচ্ছে ৩,০৪২ মিটার (৯,৯৮০ ফুট)।[৫] এই অঞ্চলের প্রধান শহরগুলো হচ্ছে আল ফাসির, নায়ালা, এবং জেনেইনা

সরকার পদ্ধতি সম্পাদনা

এই অঞ্চলটি তিনটি ফেডারাল প্রদেশ নিয়ে গঠিত। দারফুর চুক্তির মাধ্যমে ট্রাঞ্জিশনাল দারফুর রিজিওনাল অথরিটি (TDRA) এই অঞ্চলটি শাসন করে।[৬] বর্তমানে টিডিআরএ-এর চেয়াম্যান হচ্ছেন মিনিনি মিনাওয়ি।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Sudan's Geography, GlobalDreamers.org"। ৫ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০০৯ 
  2. "Darfur : A complex ethnic reality with a long history - International Herald Tribune"। ১৮ মার্চ ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০০৯ 
  3. "Congressional Reps Give Update on Troubled Darfur Region of Sudan - PBS News, 2005-02-17"। ২০০৮-১২-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-১১-০৭ 
  4. Quick guide: Darfur - BBC News, 2006-09-06
  5. Africa Ultra-Prominences, PeakList.org
  6. "Sudan Tribune"। ৪ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০০৯ 

বহিঃসংযোগ সম্পাদনা

  • Eyes on Darfur (অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল)