এন্টোনি বিভোর

ইংরেজ সামরিক ঐতিহাসিক
(Antony Beevor থেকে পুনর্নির্দেশিত)

স্যার এন্টোনি জেমস বিভোর (Sir Antony James Beevor) (জন্ম ডিসেম্বর ১৪, ১৯৪৬) একজন ইংরেজ সামরিক ঐতিহাসিক।[] বিভোর কেনসিংটনে জন্মগ্রহণ করেন।   

Antony Beevor
Antony Beevor in Gothenburg in 2015
Antony Beevor in Gothenburg in 2015
জন্মAntony James Beevor
(1946-12-14) ১৪ ডিসেম্বর ১৯৪৬ (বয়স ৭৭)
পেশালেখক, ইতিহাসবিদ
ভাষাইংরেজি
জাতীয়তাব্রিটিশ
শিক্ষা প্রতিষ্ঠানWinchester College
Royal Military Academy Sandhurst
বিষয়Modern history
উল্লেখযোগ্য পুরস্কারSamuel Johnson Prize
দাম্পত্যসঙ্গীArtemis Cooper
সন্তানone son, one daughter
আত্মীয়John Julius Norwich, father-in-law
ওয়েবসাইট
www.antonybeevor.com

দুটি স্বতন্ত্র বিদ্যালয়ে অধ্যয়ন ছাড়াও তিনি ওয়রচেস্টারশ্যরে "অ্যাবারলি হল স্কুল"-এ পড়েন। তারপর হ্যাম্পশ্যর-এর উইনচেসটার কলেজে পড়াশোনা শেষে তিনি রয়েল "মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্ট"-এ অধ্যয়ন করেন। এখানে তিনি সামরিক ঐতিহাসিক জন কীগ্যান এর অধীনে পড়াশোনা করেন। ১৯৬৭ সালের ২৮ জুলাই তিনি ১১তম হুসার-এ কমিশনপ্রাপ্ত হন। বিভোর ইংল্যান্ড ও জার্মানিতে চাকরি করেন এবং ২৮ জানুয়ারি ১৯৬৯ খ্রি. তারিখে লেফটেন্যান্ট পদে পদোন্নতি লাভ করেন। ১৯৭০ খ্রিস্টাব্দের ৫ অগাস্ট তারিখে তিনি তাঁর কমিশন থেকে পদত্যাগ করেন।

সাম্প্রতিককালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিষয়ক দুটি বই লিখে তিনি খ্যাতি লাভ করেছেন। স্তালিনগ্রাদের যুদ্ধ নিয়ে রচিত প্রথম বইটি বেশ কয়েকটি সাহিত্য পুরস্কার জয় করে। দ্বিতীয় বইটি রুশ সেনাবাহিনীর বার্লিন বিজয়ের বিবরণ।

এ দুটি বই ছাড়াও তিনি অন্যান্য ইতিহাসকর্ম ও উপন্যাস লিখেছেন।

আরোও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Biography – Antony Beevor" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১২