আমু দরিয়া
উজবেকিস্তানের নদী
(Amu Darya থেকে পুনর্নির্দেশিত)
আমু দরিয়া, [আমুদরিয়া (তাজিক: Амударё - আমুদরিয়ো; ফার্সি: آمودریا - Âmudaryâ; উজবেক: Amudaryo] মধ্য এশিয়ার দীর্ঘতম নদী। দরিয়া শব্দের অর্থ বড় জলাশয়, সাগর বা নদী। আমু দারিয়া, আমু বা আমো নদী নামেও পরিচিত, এবং ঐতিহাসিকভাবে ল্যাটিন নাম ওক্সাস(Oxus) নামে পরিচিত। উখশ ও পঞ্জ নদীর সম্মিলিত স্রোতধারায় তাজিকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে তিগোভায়া বালাকা প্রকৃতিক রিজার্ভে এটি গঠিত হয় এবং সেখান থেকে উত্তর-পশ্চিম মুখী প্রবাহিত হয়ে আরল সাগরের দক্ষিণদিকে পতিত হয়। প্রাচীনকালে নদীটিকে বৃহত্তর ইরান ও তুয়ারান সীমানা বলে গণ্য করা হতো।
আমু দরিয়া | |
---|---|
দেশ | আফগানিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান |
অববাহিকার বৈশিষ্ট্য | |
মোহনা | আরল সাগর |
প্রাকৃতিক বৈশিষ্ট্য | |
দৈর্ঘ্য | 2,400 km (1,500 mi) |
![]() |
ভৌগলিক অবস্থান— বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |