অ্যালেক্সা ইন্টারনেট
অ্যালেক্সা ইন্টারনেট, ইনক্. আমাজন.কম অধীনস্থ একটি ক্যালিফোর্নিয়া-ভিত্তিক কোম্পানি যা বাণিজ্যিক ওয়েব ট্রাফিক তথ্য সরবরাহ করে থাকে। একটি স্বাধীন কোম্পানি হিসেবে ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হলেও, পরবর্তীতে ১৯৯৯ সালে আমাজন এটি অধিগ্রহণ করে নেয়।
![]() | |
২০১৪ সালে নেয়া অ্যালেক্সা.কম হোম পেজের স্ক্রিনশট | |
ব্যবসার প্রকার | আমাজন.কম-এর সর্বত মালিকানাধীন সহায়ক |
---|---|
সাইটের প্রকার | ওয়েব ট্রাফিক এবং র্যাঙ্কিং |
উপলব্ধ | ইংরেজি |
প্রতিষ্ঠা | ১৯৯৬[১] |
সদরদপ্তর | সান ফ্রান্সিস্কো, ক্যালিফোর্নিয়া, ইউ.এস. |
সভাপতি | অ্যান্ড্রু রাম[২] |
প্রধান ব্যক্তি | ডেভ শার্পসি (সহ-সভাপতি)[৩] |
শিল্প | ইন্টারনেট তথ্য সরবরাহকারী |
পণ্যসমূহ | অ্যালেক্সা ওয়েব সার্চ (বিরত ২০০৮) আলেক্সা টুলবার |
ধারক কোম্পানী | আমাজন.কম (অর্জিত ১৯৯৯) |
ওয়েবসাইট | www |
অ্যালেক্সা অবস্থান | ![]() |
নিবন্ধন | ঐচ্ছিক |
বর্তমান অবস্থা | সক্রিয় |
ইতিহাসসম্পাদনা
সাইটটি ১৯৯৬ সালে চালু করা হয়েছে। এই সাইটের মালিক হিসেবে ব্রুস জিলাট সুপরিচিত একজন সাইবারস্পেসম্যান।[৫]
ব্যবহারসম্পাদনা
ওয়েবসাইটের মালিক, হোস্টিং দেশ ইত্যাদি তথ্য ছাড়াও ওয়েবসাইটের ট্রাফিক সম্পর্কে ধারণা দেয় অ্যালেক্সা। এছাড়া বিশ্বের ওয়েবসাইটগুলোর মধ্যে কোনো ওয়েবসাইটের র্যাংকিং কত তা দেখায়। এসইও'র কাজে অ্যালেক্সা বহুল ব্যবহৃত হয়ে থাকে। ওয়েব বিশেষজ্ঞদের মতে, অ্যালেক্সা র্যাংকিং-এ যদি কোনো সাইট প্রথম ১,০০,০০০-এর মধ্যে না থাকে, তাহলে যে রিপোর্ট দেখায়, তা প্রকৃতপক্ষে ভুল হয়ে থাকে। অ্যালেক্সা র্যাংকিং যদিও বিশ্বনন্দিত, কিন্তু যারা অ্যালেক্সা টুলবার ব্যবহার করেন কেবল তাদের ভিজিটই অ্যালেক্সা গোনে, তাই অ্যালেক্সার তথ্য ১০০ ভাগ নিরপেক্ষ নয়।[৬]
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "About Alexa Internet"। এপ্রিল ২৯, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ৯, ২০০৯।
- ↑ "ব্যবস্থাপনা"। অ্যালেক্সা ইন্টারনেট। সংগ্রহের তারিখ এপ্রিল ২৯, ২০১৫।
- ↑ "Management"। অ্যালেক্সা ইন্টারনেট। সংগ্রহের তারিখ এপ্রিল ২৯, ২০১৫।
- ↑ "Alexa.com Site Info"। অ্যালেক্সা ইন্টারনেট। সংগ্রহের তারিখ এপ্রিল ২৯, ২০১৫।
- ↑ "ALEXA Internet Donates Archive of the World Wide Web To Library of Congress" (ইংরেজি ভাষায়)। আলেক্সা প্রেস রিলিজ। অক্টোবর ১৩, ১৯৯৮। অক্টোবর ১৩, ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ৯, ২০০৯।
- ↑ অ্যালেক্সা র্যাংক, টিউটোরিয়াল বিডি। সংগ্রহের তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০১২।
বহিঃসংযোগসম্পাদনা
উইকিউপাত্তে এ বিষয়ে একটি সম্পত্তি রয়েছে, P1661, Alexa rank-এর জন্য (ব্যবহার দেখুন) |
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
- Alexa's list of top 500 websites by web traffic
- Alexa list of top 1 million sites in January 2015 (CSV file)
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |