আরি প্রদেশ

(Ağrı Province থেকে পুনর্নির্দেশিত)

আরি তুরস্কের পূর্বসীমান্তে অবস্থিত একটি প্রদেশ[২] এই প্রদেশের পূর্বে ইরান, উত্তরে কার্স, উত্ত-পশ্চিমে এরযুরুম, দক্ষিণ-পশ্চিমে বিতলিস, দক্ষিণে ভান এবং উত্তর-পূর্বে ইদির প্রদেশ অবস্থিত। আরি প্রদেশের আয়তন ১১,৩৭৬ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ৫৭১,২৪৩। এই প্রদেশের রাজধানী আরি, সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা ১,৬৫০ মিটার।[৩]

আরি প্রদেশ
Ağrı
তুরস্কের প্রদেশ
রাষ্ট্রতুরস্ক
অঞ্চলপূর্ব আনাতোলিয়া
সরকার
 • নির্বাচনী জেলাআরি
আয়তন
 • সর্বমোট১১,৩৭৬ বর্গকিমি (৪,৩৯২ বর্গমাইল)
জনসংখ্যা [১]
 • সর্বমোট৫,৭১,২৪৩
 • জনঘনত্ব৫০/বর্গকিমি (১৩০/বর্গমাইল)
এলাকা কোড0৪৭২
যানবাহন নিবন্ধন০৪
জেলার মানচিত্র

ভৌগোলিক বৈশিষ্ট্য সম্পাদনা

আরি প্রদেশের নাম তুরস্কের সর্বোচ্চ পর্বত আরারাত পর্বতের নামে নামকরণ করা হয়েছে। এই প্রদেশ থেকে আরারাত পর্বতে আরোহণ করা যায়। এই পর্বতটি আর্মেনিয়া, ইরান, জর্জিয়া এবং আজারবাইজান থেকেও দেখা যায়। পর্বতটির নিকটবর্তী শহর হল দোয়ুবেয়াজিত।

আরি প্রদেশের ৪৬% পর্বতসমৃদ্ধ, ২৯% সমতল, ১৮% মালভূমি এবং ৭% তৃণভূমি। আরারাত পর্বত ছাড়াও এই প্রদেশে ৩০০০ মিটারের বেশি উচ্চতার অনেক পর্বত রয়েছে। এখানকার সমতল ভূমি অত্যন্ত উর্বর এবং তা পশু চারণের জন্য ব্যবহৃত হয়। আরি প্রদেশে তাপমাত্রা অত্যন্ত শীতল, এমনকি শীতকালে তাপমাত্রা -৫২ ডিগ্রী সেলসিয়াসের নিচে থাকে।

জেলা সম্পাদনা

আরি প্রদেশ নিম্নোক্ত জেলাসমূহ নিয়ে গঠিতঃ

  • আরি (প্রাদেশিক রাজধানী)
  • দিয়াদিন
  • দোয়ুবেয়াজিত
  • এলেশকির্ত
  • হামুর
  • পাটনোস
  • টাসলিচায়
  • তুতাক

তথ্যসূত্র সম্পাদনা

  1. টেমপ্লেট:Metadata Population Turkish province
  2. www.rudaw.net https://www.rudaw.net/kurmanci/kurdistan/251120192। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১২  |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)
  3. "Azerbaijani in agri"mengeserfm.tr.gg। সংগ্রহের তারিখ ১২ মে ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা