২০১৯ সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ
২০১৯ সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ হল সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের তৃতীয় সংস্করণ, যা দক্ষিণ এশীয়ার অনূর্ধ্ব-১৮ জাতীয় পুরুষ ফুটবল দলসমূহের জন্য সাফ কর্তৃক আয়োজিত একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা। প্রতিযোগিতাটি ২০১৯ সালের ২০ থেকে ২৯ সেপ্টেম্বর নেপালের রাজধানী কাঠমুণ্ডুতে অনুষ্ঠিত হয়।[১][২]
বিবরণ | |
---|---|
স্বাগতিক দেশ | নেপাল |
তারিখ | ২০ সেপ্টেম্বর – ২৯ সেপ্টেম্বর ২০১৯ |
দল | ৬ (১টি কনফেডারেশন থেকে) |
মাঠ | এপিএফ স্টেডিয়াম, কাঠমান্ডু |
চূড়ান্ত অবস্থান | |
চ্যাম্পিয়ন | ![]() |
রানার-আপ | ![]() |
তৃতীয় স্থান | ![]() |
পরিসংখ্যান | |
ম্যাচ | ১০ |
গোল সংখ্যা | ২৩ (ম্যাচ প্রতি ২.৩টি) |
দর্শক সংখ্যা | ৩,৯০০ (ম্যাচ প্রতি ৩৯০ জন) |
শীর্ষ গোলদাতা | ![]() ![]() ![]() (২ গোল করে) |
সেরা খেলোয়াড় | ![]() |
ফেয়ার প্লে পুরস্কার | ![]() |
নেপাল পূর্ববর্তী ২০১৫ এবং ২০১৭ সালের চ্যাম্পিয়ন হিসেবে প্রতিযোগিতায় অংশ নেয়।
খেলোয়াড়
সম্পাদনা১লা জানুয়ারি ২০০১ সালে বা তার পরে জন্মগ্রহণ করা খেলোয়াড়রা প্রতিযোগিতায় অংশ নেওয়ার যোগ্য বলে বিবেচিত হয়। প্রতিটি দলকে ন্যূনতম ১৮ জন খেলোয়াড় এবং সর্বোচ্চ ২৩ জন খেলোয়াড়ের একটি দল নিবন্ধ করতে হবে, যাদের মধ্যে ন্যূনতম তিনজনকে গোলরক্ষক থাকতে হবে।
অংশগ্রহনকারী দলসমূহ
সম্পাদনাপ্রতিযোগিতায় প্রতিদন্ধীতা করার জন্য পাকিস্তান তাদের প্রবেশিকা প্রেরণ করেছিল এবং তাদের গ্রুপ-এ স্থান দেওয়া হয়েছিল। কিন্তু পরে তাদের ফেডারেশনে কিছু অভ্যন্তরীণ সমস্যার কারণে তা প্রত্যাহার করে নেয়।[৩]
দল | সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে উপস্থিতি |
পূর্বের সেরা উপস্থাপন |
---|---|---|
বাংলাদেশ | ৩য় | রানার্স আপ (২০১৭) |
ভুটান | ৩য় | ৪র্থ (২০১৭) |
ভারত | ৩য় | রানার্স আপ (২০১৫) |
মালদ্বীপ | ৩য় | গ্রুপ পর্ব |
নেপাল (স্বাগতিক) | ৩য় | চ্যাম্পিয়ন (২০১৫, ২০১৭) |
শ্রীলঙ্কা | ১ম | – |
খেলা পরিচালনাকারী
সম্পাদনা
রেফারি
|
সহকারী রেফারি
|
গ্রুপ পর্ব
সম্পাদনা- সকল খেলা নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়।[৪]
- খেলাগুলো সেখানের স্থানীয় সময়(ইউটিসি+০৫:৪৫) অনুযায়ী শুরু হয়।
গ্রুপ টেবিলে রঙের চাবিকাঠি | |
---|---|
গ্রুপ বিজয়ী এবং রানার্সআপ সেমিফাইনালে উঠেছে |
গ্রুপ এ
সম্পাদনাঅব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | অবস্থা |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ভুটান | ২ | ১ | ১ | ০ | ৩ | ০ | +৩ | ৪ | নকআউট পর্বে উত্তীর্ণ |
২ | মালদ্বীপ | ২ | ০ | ২ | ০ | ১ | ১ | ০ | ২ | |
৩ | নেপাল | ২ | ০ | ১ | ১ | ১ | ৪ | −৩ | ১ |
গ্রুপ বি
সম্পাদনাঅব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | অবস্থা |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | বাংলাদেশ | ২ | ১ | ১ | ০ | ৩ | ০ | +৩ | ৪ | নকআউট পর্বে উত্তীর্ণ |
২ | ভারত | ২ | ১ | ১ | ০ | ৩ | ০ | +৩ | ৪ | |
৩ | শ্রীলঙ্কা | ২ | ০ | ০ | ২ | ০ | ৬ | −৬ | ০ |
বন্ধনী
সম্পাদনাসেমি-ফাইনাল | ফাইনাল | |||||
২৭ সেপ্টেম্বর – এপিএফ স্টেডিয়াম, কাঠমাণ্ডু | ||||||
ভুটান | ০ | |||||
২৯ সেপ্টেম্বর – এপিএফ স্টেডিয়াম, কাঠমাণ্ডু | ||||||
বাংলাদেশ | ৪ | |||||
বাংলাদেশ | ১ | |||||
২৭ সেপ্টেম্বর – এপিএফ স্টেডিয়াম, কাঠমাণ্ডু | ||||||
ভারত | ২ | |||||
ভারত | ৪ | |||||
মালদ্বীপ | ০ | |||||
তৃতীয় স্থান | ||||||
২৯ সেপ্টেম্বর – এপিএফ স্টেডিয়াম, কাঠমাণ্ডু | ||||||
ভুটান | ০ | |||||
মালদ্বীপ | ১ |
নকআউট পর্ব
সম্পাদনা- স্থানীয় সময় ইউটিসি+০৫:৪৫
সেমি-ফাইনাল
সম্পাদনাতৃতীয় স্থান নির্ধারণী
সম্পাদনাফাইনাল
সম্পাদনাগোলদাতা
সম্পাদনাএই প্রতিযোগিতায় ১০টি ম্যাচে ২৩টি গোল হয়েছে, যা ম্যাচ প্রতি গড়ে ২.৩টি গোল।
২টি গোল
১টি গোল
- ইয়েশি দর্জি
- কেলজাং জিগমে
- কর্ম সোনম
- মারাজ হোসেন অপি
- ফাহিম মোর্শেদ
- দিপক রায়
- ইয়াসিন আরাফাত
- অমন চেত্রী
- নিন্থইংনবা মিতেই
- নরেন্দের গাহলোত
- মনবীর সিং জুনিয়র
- বিক্রম প্রতাপ সিং
- রবি বাহাদুর রানা
- হাসান নাজিম
- ইব্রাহিম ইমরান
- মানিশ দাঙ্গি
১টি আত্মঘাতী গোল
বিজয়ী
সম্পাদনাতৃতীয় সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ ২০১৯ |
---|
ভারত প্রথম শিরোপা |
প্রচারাধিকার
সম্পাদনাদেশ | সম্প্রচারক |
---|---|
নেপাল (আয়োজন) | MYCUJOO.TV |
দক্ষিণ এশিয়ার দেশসমূহ | |
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশসমূহ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "SAFF Ordinary Congress 2019 held in Nepal"। South Asian Football Federation। ১৬ জুলাই ২০১৯। ১৪ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৯।
- ↑ "Bangladesh may host SAFF U15 Women's Championship 2019"। Bangladesh Football Federation। ১৩ জুলাই ২০১৯। ১৪ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৯।
- ↑ "PAKISTAN MAY MISS SAFF UNDER-18 MEN'S CHAMPIONSHIP"। Football Pakistan। ২৬ আগস্ট ২০১৯।
- ↑ "Nepal Groups With Bhutan, Maldives & Pakistan In SAFF U18 Championship"। Goal Nepal। ১০ আগস্ট ২০১৯। ১০ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০১৯।