২০১৫ সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ

সাফ অ-১৯ চ্যাম্পিয়নশপের ১ম আসর

২০১৫ সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ-এর প্রথম আসর। আসরটি ২০-২৯ আগস্ট পর্যন্ত নেপালে অনুষ্ঠিত হয়।[১] পাকিস্তান ও শ্রীলঙ্কা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নি।[২] উক্ত অঞ্চলের বাকি ছয়টি দলকে ২ টি গ্রুপে বিভক্ত করা হয়। ফাইনালে ভারতকে হারিয়ে নেপাল চ্যাম্পিয়ন হয়।

২০১৫ সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ
বিবরণ
স্বাগতিক দেশনেপাল নেপাল
তারিখ২০-২৯ আগস্ট ২০১৫
দল৬ (১টি কনফেডারেশন থেকে)
মাঠআনফা কমপ্লেক্স (ললিতপুরটি আয়োজক শহরে)
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়ননেপাল নেপাল (১ম শিরোপা)
রানার-আপভারত ভারত
তৃতীয় স্থানবাংলাদেশ বাংলাদেশ
পরিসংখ্যান
ম্যাচ
গোল সংখ্যা২৪ (ম্যাচ প্রতি ২.৬৭টি)
দর্শক সংখ্যা১২,৫০০ (ম্যাচ প্রতি ১,৩৮৯ জন)
শীর্ষ গোলদাতানেপাল বিমল মাগার (৩ গোল) নেপাল অঞ্জন বিস্টা (৩ গোল)

অংশগ্রহণকারী দল সম্পাদনা

মাঠ সম্পাদনা

ললিতপুর
আনফা কমপ্লেক্স
ধারণক্ষমতা: ৪,০০০[৩]

গ্রুপ পর্ব সম্পাদনা

  • সবগুলো খেলা নেপালের ললিতপুরে হয়।
  • খেলাগুলো সেখানের স্থানীয় সময় ইউটিসি+০৫:৪৫ অনুযায়ী শুরু হয়।

গ্রুপ এ সম্পাদনা

দল খেলা জয় ড্র হার পক্ষে গোল বিপক্ষে গোল গোল পার্থক্ পয়েন্ট যোগ্যতা
    নেপাল +৩ সেমি ফাইনালে উত্তীর্ণ
  বাংলাদেশ +১ সেমি ফাইনাল উত্তীর্ণ
  ভুটান −৪
    নেপাল৩–১  ভুটান
বিমল মাগার   ১০'২৯'৬২' প্রতিবেদন সোনম তোগবে   ১১'


  বাংলাদেশ১–২    নেপাল
রোহিত সরকার   ১১' প্রতিবেদন অঞ্জন বিস্টা   ১৮' (পে.)
টুটুল বাদশা   ৯০+৪' (অ.গো)

গ্রুপ বি সম্পাদনা

দল খেলা জয় ড্র হার পক্ষে গোল বিপক্ষে গোল গোল পার্থক্ পয়েন্ট যোগ্যতা
  ভারত +৫ সেমি ফাইনাল উত্তীর্ণ
  আফগানিস্তান সেমি ফাইনালে উত্তীর্ণ
  মালদ্বীপ −৫
  আফগানিস্তান৩-১  মালদ্বীপ
মাসুদ হাবীবী   ৪৫'
আলি আহমেদ মানসুরী   ৭১'
মোহাম্মদ আহমাদী   ৮২'
প্রতিবেদন হামধান আলি   ৮৫'
দর্শক সংখ্যা: ৫০০
রেফারি: কবিন ব্যাঞ্জানকর (নেপাল)


নকআউট পর্ব সম্পাদনা

বন্ধনী সম্পাদনা

 
সেমি-ফাইনালফাইনাল
 
      
 
২৭ আগস্ট – আনফা কমপ্লেক্স
 
 
    নেপাল
 
২৯ আগস্ট – আনফা কমপ্লেক্স
 
  আফগানিস্তান
 
    নেপাল১(৫)
 
২৭ আগস্ট – আনফা কমপ্লেক্স
 
  ভারত১(৪)
 
  বাংলাদেশ০(৩)
 
 
  ভারত০(৪)
 

সেমিফাইনাল সম্পাদনা

    নেপাল৩-২  আফগানিস্তান
অঞ্জন বিস্টা   ৩৪'৩৯' (পে.)
Sunil Bal   ৫৩'
প্রতিবেদন অনন্ত তামাং   ৫০' (অ.গো.)
মেহেদী রিয়াজী   ৭২'

ফাইনাল সম্পাদনা

    নেপাল১–১  ভারত
তেজ তামাং   ৩২' প্রতিবেদন শাহবাজ খান   ৮৫' (পে.)
পেনাল্টি
হেমন্ত থাপা মাগার  
Sunil Bal  
বিশ্বাস শ্রেষ্ঠা  
ডোনা থাপা  
অনন্ত তামাং  
৫–৪   মইনুদ্দীন খান
  হেইডেন ফার্নান্দেজ
  সার্থক গলুই
  ড্যানিয়েল লাললিম্পুইয়া
  শাহবাজ খান
দর্শক সংখ্যা: ৩০০০

বিজয়ী সম্পাদনা

 ২০১৫ সাফ অ-১৯ চ্যাম্পিয়নশিপ 
 
নেপাল
প্রথম শিরোপা

গোলদাতা সম্পাদনা

৩ গোল
  •   বিমল মাগার
  •   অঞ্জন বিস্টা
২ গোল
১ গোল
আত্মঘাতী গোল

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৮ 
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৭ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৮ 
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৮