২০১৪ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ তৃতীয় বিভাগ
২০১৪ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ তৃতীয় বিভাগ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল পরিচালিত ক্রিকেটের বিভাগীয় প্রতিযোগিতা। ২৩ থেকে ৩০ অক্টোবর, ২০১৪ তারিখ পর্যন্ত মালয়েশিয়ায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।[১] এ প্রতিযোগিতাটি আইসিসি বিশ্ব ক্রিকেট লিগের অংশ। এছাড়াও, ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতার বাছাইপর্বও এর অংশ। শীর্ষস্থানীয় দুই দল নেপাল ও উগান্ডা নামিবিয়ায় অনুষ্ঠিত ২০১৫ সালের আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ দ্বিতীয় বিভাগে খেলবে। অন্যদিকে সর্বনিম্নস্থানে অবস্থান করায় মার্কিন যুক্তরাষ্ট্র ও বারমুদা দল ২০১৬ সালের আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ চতুর্থ বিভাগে অবনমন ঘটে।
তারিখ | ২৩ অক্টোবর – ৩০ অক্টোবর ২০১৪ |
---|---|
তত্ত্বাবধায়ক | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল |
ক্রিকেটের ধরন | সীমিত ওভারের ক্রিকেট |
প্রতিযোগিতার ধরন | রাউন্ড-রবিন ও স্থান নির্ধারণী |
আয়োজক | মালয়েশিয়া |
বিজয়ী | নেপাল (২য় শিরোপা) |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৬ |
খেলার সংখ্যা | ২০ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | রজার মুকাসা |
সর্বাধিক রান সংগ্রহকারী | অর্জুন মুত্রেজা (২৮২) |
সর্বাধিক উইকেটধারী | বসন্ত রেগমি (১৪) |
মূলতঃ এ প্রতিযোগিতাটি উগান্ডায় আয়োজনের কথা ছিল। কিন্তু নিরাপত্তাজনিত কারণে মালয়েশিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরামর্শক্রমে আইসিসি মালয়েশিয়ায় স্থানান্তর করে।[২] বারমুদা ও মার্কিন যুক্তরাষ্ট্রের খেলোয়াড়গণ উগান্ডায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হলে খেলতে অপারগতা প্রকাশ করে।[৩][৪]
দলসমূহ
সম্পাদনাঅংশগ্রহণকারী দলসমূহের ফলাফলের উপর ভিত্তি করে বিশ্বকাপ বাছাইপর্ব, বিশ্ব ক্রিকেট লিগ তৃতীয় বিভাগ ও বিশ্ব ক্রিকেট লিগ চতুর্থ বিভাগ খেলবে।
অবনমনকারী দল | |
অপরিবর্তিত দল | |
উত্তরণ দল |
মাঠসমূহ
সম্পাদনাপ্রতিযোগিতায় নিম্নবর্ণিত তিনটি মাঠ ব্যবহার করা হয়।
গ্রুপ পর্ব
সম্পাদনাপয়েন্ট তালিকা
সম্পাদনাদল | খেলা | জয় | পরাজয় | টাই | এনআর | পয়েন্ট | এনআরআর | মর্যাদা |
---|---|---|---|---|---|---|---|---|
নেপাল | ৫ | ৪ | ১ | ০ | ০ | ৮ | +১.৯৮৫ | চূড়ান্ত খেলায় অবতীর্ণ হওয়ায় ২০১৫ দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ |
উগান্ডা | ৫ | ৪ | ১ | ০ | ০ | ৮ | +০.১৫২ | |
সিঙ্গাপুর | ৫ | ৩ | ২ | ০ | ০ | ৬ | -০.৩৫১ | তৃতীয় স্থান নির্ধারণী খেলায় অবতীর্ণ হওয়ায় ২০১৭ তৃতীয় বিভাগেই রয়ে যায়। |
মালয়েশিয়া | ৫ | ২ | ৩ | ০ | ০ | ৪ | +০.২০৪ | |
মার্কিন যুক্তরাষ্ট্র | ৫ | ১ | ৪ | ০ | ০ | ২ | +০.১৬৫ | পঞ্চম স্থান নির্ধারণী খেলায় অবতীর্ণ হওয়ায় ২০১৬ চতুর্থ বিভাগে অবনমন ঘটে |
বারমুডা | ৫ | ১ | ৪ | ০ | ০ | ২ | −২.১৩৪ |
চূড়ান্ত খেলা
সম্পাদনাব
|
||
- নেপাল টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Malaysia to host Pepsi ICC WCL Division 3"। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১৪।
- ↑ — (23 September 2014). "WCL Division 3 moved out of Uganda" – ESPNcricinfo. Retrieved 24 October 2014.
- ↑ "Bermuda's Cann refuses to travel to Uganda" – ESPNcricinfo. Retrieved 24 October 2014.
- ↑ Peter Della Penna (18 September 2014). "Eleven USA players unlikely to tour Uganda" – ESPNcricinfo. Retrieved 24 October 2014.
- ↑ http://www.espncricinfo.com/wcldiv3-2014/content/series/756219.html