২০০৫-এর কাশ্মীর ভূমিকম্প

দক্ষিণ এশিয়ায় হওয়া একটি ভূমিকম্প
(2005 Kashmir earthquake থেকে পুনর্নির্দেশিত)

কাশ্মির ভূমিকম্প ২০০৫ হচ্ছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে এবং পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের মুজাফফরাবাদ শহরে সংঘটিত একটি ভূমিকম্প। ২০০৫ সালের ৮ অক্টোবর পাকিস্তানের স্থানীয় সময় ৮টা ৫২ মিনিট ও ৩৭ সেকেন্ডে (গ্রিনিচ মান সময়: ০৩:৫২:৩৭) ভূমিকম্পটি সংঘটিত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিলো ৭.৬, যা ১৯০৬ সালে সান ফ্রান্সিসকো, ও ২০০১ সালে গুজরাটে সংঘটিত প্রলয়ংকারী ভূমিকম্পের সমান। এ বছরের ৮ নভেম্বর পর্যন্ত সরকারি হিসাব অনুসারে এ ভূমিকম্পে মৃতের সংখ্যা প্রায় ৭৯,০০০, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে মৃতের সংখ্যা আরো প্রায় ১,৪০০, এবং আফগানিস্তানে ৪ জন। এছাড়া হতাহতের ঘটনা ছাড়াও এই ভূমিকম্পের ফলে বিশাল পরিমাণ অবকাঠামো ধ্বংসপ্রাপ্ত হয়। 1935 সালের কোয়েটা ভূমিকম্পকে অতিক্রম করে এটি দক্ষিণ এশিয়ায় আঘাত হানার সবচেয়ে মারাত্মক ভূমিকম্প বলে বিবেচিত হয়। [১]

কাশ্মির ভূমিকম্প ২০০৫
তারিখ ৮ অক্টোবর, ২০০৫
মাত্রা ৭.৬ Mw
ভূ-গভীরতা ১০ কিলোমিটার
উপকেন্দ্রের অবস্থান মুজাফফরাবাদ, এজেকে
দেশ/
আক্রান্ত অঞ্চল
 পাকিস্তান
 ভারত
 আফগানিস্তান
হতাহতের
পরিমাণ
মৃতের সংখ্যা ৭৪,৫০০+ (মৃতের সংখ্যানুযায়ী সর্বকালের ১৪তম বৃহৎ ভূমিকম্প)
আহতের সংখ্যা ১,০৬,০০০+

তথ্যসূত্র সম্পাদনা

  1. "The great Quetta tragedy"DAWN Newspaper। ২৫ অক্টোবর ২০০৮। 

বহিঃসংযোগ সম্পাদনা