.এলবি

লেবাননের কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন

.এলবি হল লেবাননের ইন্টারনেট কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন (সিসিটিএলডি)।

.এলবি
প্রস্তাবিত হয়েছে২৫ আগস্ট ১৯৯৩
টিএলডি ধরনকান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন
অবস্থাসক্রিয়
রেজিস্ট্রিলেবানিজ ডোমেইন রেজিষ্ট্রি
প্রস্তাবের উত্থাপকলেবানিজ ইন্টারনেট সেন্টার
উদ্দেশ্যে ব্যবহার লেবানন এর সাথে যুক্ত সত্বা
বর্তমান ব্যবহারলেবাননে জনপ্রিয়
নিবন্ধকৃত ডোমেইনসমূহ৪১৬৬ (২০১৭)[১]
নিবন্ধনের সীমাবদ্ধতাসঠিক নাম নিবন্ধিত হওয়ার জন্য নিবন্ধকদের অবশ্যই লেবানিজ ট্রেডমার্ক সার্টিফিকেট থাকতে হবে; প্রতিটি দ্বিতীয়-স্তরের সাবডোমেনের জন্য নির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে
কাঠামোদ্বিতীয় স্তরের পর তৃতীয় স্তরে নিবন্ধন প্রযোজ্য
নথিপত্রRegistration Policy
ওয়েবসাইটLebanese Domain Registry

অফিসিয়াল রেজিস্ট্রেশন নিয়ম অনুসারে, এই ডোমেইন নামে নিবন্ধিত হওয়ার জন্য একটি লেবানিজ ট্রেডমার্ক সার্টিফিকেট থাকা আবশ্যক এবং সেই ট্রেডমার্কের মালিককে অবশ্যই একজন লেবানিজ সত্তাধারী হতে হবে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "LB Domain Status - Latest"docs.google.com (ইংরেজি ভাষায়)। isoc.org.lb। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৮