৯ পদাতিক ডিভিশন (বাংলাদেশ)

৯ পদাতিক ডিভিশন হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। এটা ঢাকা জেলার সাভারে অবস্থিত। এটা বাংলাদেশ সেনাবাহিনীর সর্বপ্রথম পদাতিক ডিভিশন। এই ডিভিশনটি বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ একটি দল যা দেশটির রাজধানী শহর ঢাকার নিরাপত্তা বিধানে নিয়োজিত।

৯ পদাতিক ডিভিশন
সক্রিয়নভেম্বর ১৯৭৫ - বর্তমান
দেশ বাংলাদেশ
আনুগত্য বাংলাদেশ
শাখা বাংলাদেশ সেনাবাহিনী
ধরনডিভিশন
গ্যারিসন/সদরদপ্তরসাভার সেনানিবাস
কমান্ডার
বর্তমান
কমান্ডার
মেজর জেনারেল মোঃ মইন খান
উল্লেখযোগ্য
কমান্ডার
মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী
মেজর জেনারেল মীর শওকত আলী

ইতিহাস

সম্পাদনা

৯ পদাতিক ডিভিশন বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম ডিভিশন হিসেবে ১৯৭৫ সালের নভেম্বরে যাত্রা শুরু করে।[] ৯ পদাতিক ডিভিশন মেজর জেনারেল মীর শওকত আলীর নেতৃত্বে ঢাকার শেরে-বাংলা নগর এলাকায় এটার প্রধান কার্যালয় নিয়ে প্রতিষ্ঠিত হয়। শুরুতে এই ডিভিশনের অধীনে ৭৭ পদাতিক ব্রিগেড, ৮১ পদাতিক ব্রিগেড এবং ২৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পরিচালিত হত। ঐসময়ে, ৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ১৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ৭৭ পদাতিক ব্রিগেডের সাথে ছিল এবং ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ১১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ২৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে ৮১ পদাতিক ব্রিগেড গঠন করা হয়েছিল। ২২ মার্চ ১৯৭৬ সালে ৯ আর্টিলারি ব্রিগেড সমেত এই ডিভিশনটি তার সাংগঠনিক কাঠামো পূর্ণাঙ্গ করে।

১৯৮৪ সালের ৩১ মে, এর স্থায়ী প্রধান কার্যালয় সাভার সেনানিবাসে স্থানান্তর করা হয়। ১ সেপ্টেম্বর ১৯৮৪-তে, এই ডিভিশনের অধীনে ৩০৯ পদাতিক ব্রিগেড প্রতিষ্ঠা করা হয় এবং ১৯৯২ সালের ৩০ জুন ৭১ পদাতিক ব্রিগেড এটার সাথে যুক্ত করা হয়। ঐসময়ে, সাভার সেনানিবাস, ঘাটাইল সেনানিবাস এবং ময়মনসিংহ সেনানিবাস ৯ পদাতিক ডিভিশনের আওতায় ছিল তবে ১লা জুন ১৯৯২ সালে ঘাটাইল এবং ময়মনসিংহ সেনানিবাসকে, ৩০৯ পদাতিক ব্রিগেড এবং ৭৭ পদাতিক ব্রিগেডের সাথে তৎকালীন নবগঠিত ১৯ পদাতিক ডিভিশনের সাথে যুক্ত করা হয়।

পদ্মা সেতুর নির্মাণকাজের সময় নিরাপত্তা ও সহায়তা প্রদানের লক্ষে ২০ সেপ্টেম্বর ২০১৩-এ ৯৯ কম্পোজিট ব্রিগেডকে সংযুক্ত করে ৫৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ৩৪ বাংলাদেশ পদাতিক রেজিমেন্ট এবং ২০ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন গঠন করা হয়।[]

এই ডিভিশনের অধীনে দুটি পদাতিক ব্রিগেড নিযুক্ত, একটি আর্টিলারি ব্রিগেড এবং একটি কম্পোজিট ব্রিগেড নিযুক্ত। মেজর জেনারেল মোঃ মইন খান[] হলেন এই ডিভিশনের বর্তমান জিওসি।[]

যুদ্ধা সৈনিক

  • রেজিমেন্ট আর্টিলারি
    • ৯ আর্টিলারি ব্রিগেড
  • পদাতিক:
    • ৭১ পদাতিক ব্রিগেড
    • ৮১ পদাতিক ব্রিগেড

কমব্যাট সাপোর্ট

  • সামরিক প্রকৌশলী
    • ২০ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন

তথ্যসূত্র

সম্পাদনা
  1. এক জেনারেলের নীরব সাক্ষ্য - মেজর জেনারেল (অব.) মইনুল হোসেন চৌধুরী। মাওলা ব্রাদার্স। ২০০০। পৃষ্ঠা ৯৭। আইএসবিএন 9844101751 
  2. "PM inaugurates new composite brigade for Padma bridge"ঢাকা ট্রিবিউন। ২০১৩-০৯-২০। ২০১৭-০২-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০২-১৮ 
  3. Editor (২০২১-০৭-০৭)। "৯ম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হকের সঙ্গে নারায়ণগঞ্জের ডিসি-এসপির মতবিনিময়"Bdfinancialnews24.com - দেশ ও অর্থনীতি। সংগ্রহের তারিখ ২০২১-১২-০৭ 
  4. "Changes in top army positions"। দ্য ডেইলি স্টার। ২০১৭-০২-১৭। ২০১৭-০২-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০২-১৭