৯নং ওয়ার্ড, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি প্রশাসনিক এলাকা
ওয়ার্ড নং ৯ হল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি প্রশাসনিক ওয়ার্ড ও নির্বাচনী এলাকা, যা অঞ্চল-৪ এর অন্তর্গত। এটি প্রাক্তন ঢাকা সিটি কর্পোরেশনর ৯ নং ওয়ার্ড ছিল। ওয়ার্ড নং ৯ ঢাকা মহানগরের দারুস সালাম থানায় অবস্থিত। এবং ওয়ার্ডটি বাংলাদেশ জাতীয় সংসদের ঢাকা-১৪ আসনের অন্তর্গত। এ ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর হলেন মুজিব সারোয়ার মাসুম।
বিবরণ
সম্পাদনাওয়ার্ড নং ৯ ঢাকা মহানগরের গোলারটেক, ছোট দয়িাবাড়ী, বড় দয়িাবাড়ী, জহুরাবাদ, আনন্দনগর, কোটবাড়ী, চারআনী পাড়া, বারআনীপাড়া, বাগবাড়ী, হরিরামপূর, কড় বাজার, জাহানাবাদ, ঋশিপাড়া, র্বধন বাড়ী, গাবতলী বাস টার্মিনাল, গাবতলী পশুর হাট, সুইপার কলোনী, গাবতলী (আমিন বাজার) পাইকারী কাঁচা বাজার এলাকা নিয়ে গঠিত। এর আয়তন ১.৬১ বর্গকিলোমিটার।
ইতিহাস
সম্পাদনাকাউন্সিলর
সম্পাদনানির্বাচন | কাউন্সিলর | রাজনৈতিক দল | সূত্র | |
---|---|---|---|---|
২০১৫ | ||||
২০২০ | মুজিব সারোয়ার মাসুম | [১] |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বাংলাদেশ গেজেট (মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচিত ঘোষিত প্রার্থীগণের তালিকা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন)" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিস। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০২০।