গাবতলী পশুর হাট

বাংলাদেশ স্থায়ী পশুর হাট

ঢাকা গাবতলী পশুর হাট রাজধানী ঢাকার সবচেয়ে বড় এবং একমাত্র স্থায়ী পশুর হাট।[][]

গাবতলী পশুর হাট
ঢাকা স্থায়ী পশুর বাজার
স্থানাঙ্ক: ২৩°৪৬′৫৬″ উত্তর ৯০°২০′১৫″ পূর্ব / ২৩.৭৮২২২° উত্তর ৯০.৩৩৭৫০° পূর্ব / 23.78222; 90.33750
দেশ বাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাঢাকা জেলা
শহুরঢাকা
ওয়েবসাইটhttps://gabtoligorurhat.com/
মানচিত্র
মানচিত্র

ইতিহাস

সম্পাদনা

ব্রিটিশ আমলে বর্তমান ঢাকার (জাহাঙ্গীর নগর) মোকিমাবাদ পরগনার জমিদার হাজী মুন্সি লাল মিয়া সাহেব ঢাকার মিরপুরের মাজার রোড এলাকাতে বসবাস করতেন। তিনি ছিলেন একজন সমাজ সেবক, ধার্মিক ও দানশীল ব্যক্তি। তিনি ১৯১৭ সালে মাজার রোডে দুধ মেহের দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন এবং সম-সাময়িক সময়েই এখানে হাট বসিয়েছিলেন।[] ১৯১৮ সালের দিকে মিরপুর গ্রামের পাশে গাবতলীতে পশুর হাট প্রতিষ্ঠা করেন।[] তখন এখানেই সপ্তাহে একদিন হাট বসতো এবং এই এলাকা সহ আশ-পাশের এলাকার লোকজন পায়ে হেঁটে, নৌকায় চড়ে হাটে এসে বেচাকেনা করতো। তখন এই হাটটি ছিল তুরাগ নদীর পাড়ে বর্তমান মাজার রোডে অবস্থিত। এই নদীকে কেন্দ্র করে নদীর পাড় ধরে একটু উঁচু এলাকাতে মানুষের বসবাস ছিল। আর তুরাগ নদীর পাড়ে এই হাটটি অবস্থিত হওয়ার কারণে দিন দিন এটি বেশ জম-জমাট হয়ে উঠতে শুরু করে। সে সময়ে এখানে জমিদারের একটি বাগান ছিল, আর এই বাগানে বিশাল-বিশাল আকারের আম,কাঁঠাল ও গাবগাছ ছিল। বিশেষ করে, হাটের ভেতরে ও হাটের পাশে বিশাল আকারের বিপুল সংখ্যক গাবগাছ থাকার কারণে এটি গাবতলীর হাট নামে পরিচিতি হয়।[] এটি হাটটি ১৯৭৩ সালে বাংলাদেশ সরকার জাতীয়করণ করেন।[]

অবস্থান

সম্পাদনা

গাবতলী পশুর হাট ৯নং ওয়ার্ড, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অবস্থিত।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "জমতে শুরু করেছে গাবতলী পশুর হাট"banglanews24.com। ২০২৩-০৬-২৪। ২০২৫-০৩-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১২-১৮ 
  2. "গাবতলীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট (দেখুন ছবিতে)"www.jugantor.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২৭ 
  3. "গাবতলী পশুর হাট: ১০৬ বছরে লাল মিয়া নায়েবের হাট"The Business Standard (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৬-২৭। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২৮ 
  4. আল, আমিন রাজু (২০২২-০৭-০৮)। "২৪ ঘণ্টা খোলা থাকে গাবতলী পশুর হাট"আজকের পত্রিকা। ২০২৫-০৩-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১২-১৮ 
  5. "ইতিহাস ঐতিহ্যে রাজধানী গাবতলীর 'পশুর হাট'"The Daily Sangram। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২৮