২০২৪ সংযুক্ত আরব আমিরাত ত্রিদেশীয় সিরিজ (রাউন্ড ২)

২০২৪ সংযুক্ত আরব আমিরাত ত্রিদেশীয় সিরিজ ছিল ২০২৪–২০২৬ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ ক্রিকেট টুর্নামেন্টের ২য় পর্ব যা ২০২৪ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়।[১] সিরিজটি ছিল কানাডা, সংযুক্ত আরব আমিরাতস্কটল্যান্ডের অংশগ্রহণে অনুষ্ঠিত একটি ত্রিদেশীয় সিরিজ।[২][৩] সিরিজটির ম্যাচসমূহ একদিনের আন্তর্জাতিক (ওডিআই) হিসেবে খেলা হয়।[৪]

সিরিজের সংযুক্ত আরব আমিরাত ও স্কটল্যান্ডের মধ্যে অনুষ্ঠিতব্য শেষ ম্যাচের আগে সংযুক্ত আরব আমিরাতে প্রবল ঝড়ের পূর্বাভাস দেখা যাওয়ায় ৮ মার্চ তারিখে শেষ ম্যাচটি স্থগিত করা হয়।[৫][৬]

লিগ ২-এর সিরিজটির পর স্কটল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের একটি দ্বিপাক্ষিক টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) সিরিজে অংশ নেয় সংযুক্ত আরব আমিরাত।[৭][৮] সিরিজে স্কটল্যান্ড ২–১ ব্যবধানে জয়ী হয়।[৯]

বিশ্বকাপ লিগ ২ সিরিজ সম্পাদনা

২০২৪ সংযুক্ত আরব আমিরাত ত্রিদেশীয় সিরিজ
২০২৪–২০২৬ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এর অংশ
তারিখ২৮ ফেব্রুয়ারি ২০২৪ – ৯ মার্চ ২০২৪
স্থানসংযুক্ত আরব আমিরাত
দলসমূহ
  কানাডা   সংযুক্ত আরব আমিরাত   স্কটল্যান্ড
অধিনায়কবৃন্দ
সাদ বিন জাফর মুহাম্মদ ওয়াসিম রিচার্ড বেরিংটন
সর্বাধিক রান
হর্ষ ঠাকর (২৩৪) আয়ান আফজাল খান (৯৫) জর্জ মানসি (১৪১)
সর্বাধিক উইকেট
ডিলন হেইলিগার (৯) আয়ান আফজাল খান (৫) ব্র্যাডলি কারি (৪)

দলীয় সদস্য সম্পাদনা

  কানাডা   সংযুক্ত আরব আমিরাত[১০]   স্কটল্যান্ড[১১]
  • সাদ বিন জাফর (অধি.)
  • অ্যারন জনসন
  • আম্মার খালিদ
  • ঈশ্বরজোত সিং সোহি
  • উদয় ভগবান
  • কলিম সানা
  • ডিলন হেইলিগার
  • দিলপ্রীত সিং বাজওয়া
  • নবনীত ধালিওয়াল
  • নিকোলাস কার্টন
  • নিখিল দত্ত
  • পরগত সিং
  • শ্রীমন্ত বিজয়রত্নে (উই.)
  • শ্রেয়াস মোভ্‌ভা (উই.)
  • হর্ষ ঠাকর

সিরিজ চলাকালে স্কটল্যান্ড দলে অলিভার হেয়ারসকে যোগ করা হয়।[১২]

সূচি সম্পাদনা

১ম একদিনের আন্তর্জাতিক সম্পাদনা

২৮ ফেব্রুয়ারি ২০২৪
১০:০০
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত  
১৯৪ (৪৭.৫ ওভার)
  কানাডা
১৯৮/৭ (৪৭.৪ ওভার)
মুহাম্মদ ওয়াসিম ৪৯ (৮২)
কলিম সানা ৪/৪২ (৮.৫ ওভার)
নিকোলাস কার্টন ৬৮* (৯০)
জহুর খান ৩/৩৭ (৯ ওভার)
কানাডা ৩ উইকেটে জয়ী
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই
আম্পায়ার: রবীন্দ্র বিমলসিরি (শ্রীলঙ্কা) ও শিজু স্যাম (সংযুক্ত আরব আমিরাত)
ম্যাচ সেরা খেলোয়াড়: নিকোলাস কার্টন (কানাডা)
  • কানাডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • তানিশ সুরি, মোহাম্মদ জুহাইব জুবায়ের, রাহুল চোপড়া (সংযুক্ত আরব আমিরাত) ও আম্মার খালিদ (কানাডা)-এর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়।

২য় একদিনের আন্তর্জাতিক সম্পাদনা

১ মার্চ ২০২৪
১০:০০
স্কোরকার্ড
স্কটল্যান্ড  
২১৫/৮ (৫০ ওভার)
  কানাডা
২২০/৩ (৪০.৩ ওভার)
জর্জ মানসি ৬৮ (১০১)
নিকোলাস কার্টন ২/২৬ (৭ ওভার)
পরগত সিং ৮৭* (৯৯)
ক্রিস গ্রিভস ১/৩১ (৬.৩ ওভার)
কানাডা ৭ উইকেটে জয়ী
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই
আম্পায়ার: আসিফ ইকবাল (সংযুক্ত আরব আমিরাত) ও শিজু স্যাম (সংযুক্ত আরব আমিরাত)
ম্যাচ সেরা খেলোয়াড়: পরগত সিং (কানাডা)
  • কানাডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অ্যান্ড্রু উমিদ, ব্র্যাডলি কারি ও স্কট কারি (স্কটল্যান্ড)-এর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়।

৩য় একদিনের আন্তর্জাতিক সম্পাদনা

৩ মার্চ ২০২৪
১০:০০
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত  
১৩২ (৪৫ ওভার)
  স্কটল্যান্ড
১৩৭/২ (২৩.৪ ওভার)
আয়ান আফজাল খান ৪৫* (৭০)
ব্র্যাডলি কারি ৩/২১ (৯ ওভার)
চার্লি টিয়ার ৫৪* (৬৮)
বাসিল বিন আব্দুল হামিদ ১/১৫ (২ ওভার)
স্কটল্যান্ড ৮ উইকেটে জয়ী
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই
আম্পায়ার: আসিফ ইকবাল (সংযুক্ত আরব আমিরাত) ও রবীন্দ্র বিমলসিরি (শ্রীলঙ্কা)
ম্যাচ সেরা খেলোয়াড়: ব্র্যাডলি কারি (স্কটল্যান্ড)
  • স্কটল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • চার্লি টিয়ার (স্কটল্যান্ড)-এর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়।

৪র্থ একদিনের আন্তর্জাতিক সম্পাদনা

৫ মার্চ ২০২৪
১০:০০
স্কোরকার্ড
কানাডা  
২৪১/৬ (৪৯.৪ ওভার)
  সংযুক্ত আরব আমিরাত
২২৮/৮ (৪৬ ওভার)
হর্ষ ঠাকর ১১১* (১১৩)
আয়ান আফজাল খান ২/৩৭ (১০ ওভার)
বৃত্য অরবিন্দ ৫১* (৮৩)
ডিলন হেইলিগার ৪/৪৭ (১০ ওভার)
কানাডা ৮ রানে জয়ী (ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন)
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই
আম্পায়ার: রবীন্দ্র বিমলসিরি (শ্রীলঙ্কা) ও শিজু স্যাম (সংযুক্ত আরব আমিরাত)
ম্যাচ সেরা খেলোয়াড়: হর্ষ ঠাকর (কানাডা)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি প্রথম ইনিংসে ৪৯.৪ ওভারে ও দ্বিতীয় ইনিংসে ৪৬ ওভারে খেলা হয়।
  • বৃষ্টির কারণে সংযুক্ত আরব আমিরাতের লক্ষ্য ৪৬ ওভারে ২৩৭ নির্ধারণ করা হয়।
  • হর্ষ ঠাকর (কানাডা) একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[১৩]

৫ম একদিনের আন্তর্জাতিক সম্পাদনা

৭ মার্চ ২০২৪
১০:০০
স্কোরকার্ড
স্কটল্যান্ড  
১৯৭ (৪৭.৩ ওভার)
  কানাডা
২০০/৫ (৪৫.৩ ওভার)
জর্জ মানসি ৩৬ (৪৭)
হর্ষ ঠাকর ৩/৪১ (১০ ওভার)
হর্ষ ঠাকর ১০৫* (১৫০)
ব্র্যাড হুইল ২/৫১ (৯ ওভার)
কানাডা ৫ উইকেটে জয়ী
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই
আম্পায়ার: আসিফ ইকবাল (সংযুক্ত আরব আমিরাত) ও শিজু স্যাম (সংযুক্ত আরব আমিরাত)
ম্যাচ সেরা খেলোয়াড়: হর্ষ ঠাকর (কানাডা)
  • কানাডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৬ষ্ঠ একদিনের আন্তর্জাতিক সম্পাদনা

৯ মার্চ ২০২৪
১০:০০
স্কোরকার্ড
  • ঝড়ের পূর্বাভাসের কারণে ম্যাচটি স্থগিত করা হয়।[১৪]

দ্বিপাক্ষিক সিরিজ সম্পাদনা

২০২৩–২৪ স্কটল্যান্ড পুরুষ ক্রিকেট দলের সংযুক্ত আরব আমিরাত সফর
     
  সংযুক্ত আরব আমিরাত স্কটল্যান্ড
তারিখ ১১ মার্চ ২০২৪ – ১৪ মার্চ ২০২৪
অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম রিচার্ড বেরিংটন[টীকা ১]
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে স্কটল্যান্ড ২–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান মুহাম্মদ ওয়াসিম (৭৫) জর্জ মানসি (১২২)
সর্বাধিক উইকেট জুনায়েদ সিদ্দিকি (৮) জ্যাক জারভিস (৭)

দলীয় সদস্য সম্পাদনা

  সংযুক্ত আরব আমিরাত[১৫]   স্কটল্যান্ড[১৬]

টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ সম্পাদনা

১ম টোয়েন্টি২০ আন্তর্জাতিক সম্পাদনা

১১ মার্চ ২০২৪
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
স্কটল্যান্ড  
১৪৭/৮ (২০ ওভার)
  সংযুক্ত আরব আমিরাত
১৪৯/২ (১৭.৪ ওভার)
মুহাম্মদ ওয়াসিম ৬৮* (৪৩)
জ্যাক জারভিস ১/৩৩ (৪ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ৮ উইকেটে জয়ী
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই
আম্পায়ার: আকবর আলি (সংযুক্ত আরব আমিরাত) ও শিজু স্যাম (সংযুক্ত আরব আমিরাত)
ম্যাচ সেরা খেলোয়াড়: জুনায়েদ সিদ্দিকি (সংযুক্ত আরব আমিরাত)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • মোহাম্মদ জুহাইব জুবায়ের, রাহুল চোপড়া, হজরত লোকমান (সংযুক্ত আরব আমিরাত) ও জ্যাক জারভিস (স্কটল্যান্ড)-এর টোয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়।

২য় টোয়েন্টি২০ আন্তর্জাতিক সম্পাদনা

১৩ মার্চ ২০২৪
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত  
১২১/৮ (২০ ওভার)
  স্কটল্যান্ড
১১২/৯ (২০ ওভার)
আলিশান শরাফু ৩৫ (৩২)
জ্যাক জারভিস ৩/২১ (৩ ওভার)
স্কটল্যান্ড ৯ রানে জয়ী
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই
আম্পায়ার: আকবর আলি (সংযুক্ত আরব আমিরাত) ও আসিফ ইকবাল (সংযুক্ত আরব আমিরাত)
ম্যাচ সেরা খেলোয়াড়: জ্যাক জারভিস (স্কটল্যান্ড)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • চার্লি টিয়ার ও জেমস ডিকিনসন (স্কটল্যান্ড)-এর টোয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়।

৩য় টোয়েন্টি২০ আন্তর্জাতিক সম্পাদনা

১৪ মার্চ ২০২৪
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
স্কটল্যান্ড  
৯৪ (১৯.৪ ওভার)
  সংযুক্ত আরব আমিরাত
৬২ (১৫.২ ওভার)
জর্জ মানসি ২১ (১৮)
আয়ান আফজাল খান ৩/১৪ (৪ ওভার)
রাজা আকিফউল্লাহ খান ২৮ (২৫)
ব্র্যাডলি কারি ৩/৭ (৪ ওভার)
স্কটল্যান্ড ৩২ রানে জয়ী
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই
আম্পায়ার: আসিফ ইকবাল (সংযুক্ত আরব আমিরাত) ও শিজু স্যাম (সংযুক্ত আরব আমিরাত)
ম্যাচ সেরা খেলোয়াড়: ব্র্যাডলি কারি (স্কটল্যান্ড)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অশ্বন্ত বলথাপা ও উমিদ শাফি রহমান (সংযুক্ত আরব আমিরাত)-এর টোয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়।

টীকা সম্পাদনা

  1. ম্যাথু ক্রস সিরিজের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের অধিনায়কত্ব করেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "UAE Cricket to host Scotland and Canada for ODI/T20I series in March 2024"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৪ 
  2. "Cricket World Cup League 2: Team by Team Guide"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২৪ 
  3. "Lalchand Rajput appointed UAE men's team's head coach"আমিরাত ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২৪ 
  4. "Eight-team CWC League 2 begins in Nepal on the road to 2027"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২৪ 
  5. "UAE v Scotland cricket ODI cancelled"দ্য ন্যাশনাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২৪ 
  6. "Poor weather forces second Afghanistan vs Ireland ODI in Sharjah to be called off"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৪ 
  7. "UAE to host Scotland for three T20Is next month"আমিরাত ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৪ 
  8. "Currie and Tear selected for Scotland"সাসেক্স ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৪ 
  9. "SCOTLAND DEFEAT UAE TO SECURE SERIES VICTORY"ক্রিকেট স্কটল্যান্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২৪ 
  10. "UAE squad for ICC Cricket World Cup League 2 tri-series (UAE-Scotland-Canada) announced"আমিরাত ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২৪ 
  11. "SCOTLAND MEN'S SQUADS NAMED FOR UAE TOUR"ক্রিকেট স্কটল্যান্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৪ 
  12. @CricketScotland (৪ মার্চ ২০২৪)। "🔄 SQUAD UPDATE" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  13. "Canada downs U.A.E. for 3rd consecutive victory in ICC Cricket World Cup League 2 play"কানাডীয় সম্প্রচার কর্পোরেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২৪ 
  14. "Cricket World Cup League 2: Scotland v UAE postponed because of storm in Dubai"ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২৪ 
  15. "UAE's 15-member squad for T20I series against Scotland announced"আমিরাত ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২৪ 
  16. "Scotland announce ODI and T20I squads for UAE tour"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৪ 

বহিঃসংযোগ সম্পাদনা