২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফুটবল – মহিলাদের প্রতিযোগিতা – নকআউট পর্ব

২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফুটবল – মহিলাদের প্রতিযোগিতা – নকআউট পর্বের সকল ম্যাচ ২০২৪ সালের ৩ হতে ১০ই আগস্ট তারিখ পর্যন্ত ফ্রান্সের প্যারিসের পার্ক দে প্রাঁস, দেসিন-শার্পিউয়ের স্তাদ দ্য লিওঁ, মার্সেইয়ের স্তাদ দ্য মার্সেই, এবং নাঁতের স্তাদ দ্য লা বোজোয়ারে অনুষ্ঠিত হবে।[১] [২] এই পর্বে ৩ গ্রুপের প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী ৬টি দল ও সেরা তৃতীয় স্থান অধিকারী ২টি দল সহ মোট ৮টি দল কোয়ার্টার-ফাইনালে এবং কোয়ার্টার-ফাইনালের বিজয়ী ৪টি দল ২টি সেমি-ফাইনালে মুখোমুখি হবে। সবশেষে সেমি-ফাইনালের বিজয়ী দল ফাইনালে মুখোমুখি হবে।[৩]

নিম্নে তালিকাভুক্ত ম্যাচগুলোর সময় মধ্য ইউরোপীয় গ্রীষ্মকালীন সময় অনুযায়ী উল্লেখ করা হয়েছে (ইউটিসি+২)। যদি স্থানটি একটি ভিন্ন সময় অঞ্চলে অবস্থিত হয় তবে স্থানীয় সময়ও উল্লেখ করা হয়েছে।

বিন্যাস

সম্পাদনা

নকআউট পর্বে, যদি একটি খেলার ফলাফল ৯০ মিনিট পরেও সমতায় থাকে, অতিরিক্ত সময়ের খেলা অনুষ্ঠিত হবে খেলা হয় (১৫ মিনিট করে দুই অর্ধে ৩০ মিনিট), যেখানে প্রতিটি দলের ষষ্ঠ খেলোয়াড় বদল করার অনুমতি দেওয়া হবে। যদি অতিরিক্ত সময়ের পরেও খেলার ফলাফল সমতায় থাকে, তবে খেলার ফলাফল পেনাল্টি শুট-আউটের মাধ্যমে নির্ধারণ করা হবে।[৩]

কোয়ার্টার-ফাইনাল ম্যাচের সময়সূচী হলো:[৩]

  • কোয়ার্টার-ফাইনাল ১: গ্রুপ এ-এ প্রথম স্থান অধিকারী বনাম গ্রুপ গ্রুপ বি/সি-এ ৩য় স্থান অধিকারী
  • কোয়ার্টার-ফাইনাল ২: গ্রুপ এ-এ ২য় স্থান অধিকারী বনাম গ্রুপ বি-এ ২য় স্থান অধিকারী
  • কোয়ার্টার-ফাইনাল ৩: গ্রুপ বি-এ প্রথম স্থান অধিকারী বনাম গ্রুপ সি-এ দ্বিতীয় স্থান অধিকারী
  • কোয়ার্টার-ফাইনাল ৪: গ্রুপ সি-এ প্রথম স্থান অধিকারী বনাম গ্রুপ এ/বি-এ দ্বিতীয় স্থান অধিকারী

সেমি-ফাইনাল ম্যাচের সময়সূচী হলো:[৩]

  • সেমি-ফাইনাল ১: কোয়ার্টার-ফাইনাল ১-এর বিজয়ী বনাম কোয়ার্টার-ফাইনাল ৩-এর বিজয়ী
  • সেমি-ফাইনাল ২: কোয়ার্টার-ফাইনাল ২-এর বিজয়ী বনাম কোয়ার্টার-ফাইনাল ৪-এর বিজয়ী

ব্রোঞ্জ পদক ম্যাচের সময়সূচী হলো:[৩]

  • সেমি-ফাইনাল ১-এ পরাজিত দল বনাম সেমি-ফাইনাল ২-এ পরাজিত দল

স্বর্ণ পদক ম্যাচের সময়সূচী হলো:[৩]

  • সেমি-ফাইনাল ১-এর বিজয়ী বনাম সেমি-ফাইনাল ২-এর বিজয়ী

কোয়ার্টার ফাইনালে ম্যাচের কম্বিনেশন

সম্পাদনা

তৃতীয় স্থান অধিকারী দলগুলি কোন দুটি তৃতীয় স্থান অধিকারী দল কোয়ার্টার ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করবে তার উপর নির্ভর করে:[৩]

  দুই যোগ্যতা অর্জনকারী দল অনুযায়ী কম্বিনেশন
তৃতীয় স্থান অধিকারী দল

গ্রুপ থেকে যোগ্যতা অর্জন

১এ
বনাম
১সি
বনাম
বি ৩বি ৩এ
সি ৩সি ৩এ
বি সি ৩সি ৩বি

উত্তীর্ণ দল

সম্পাদনা

শীর্ষ দুটি স্থান অধিকারী দল এবং ৪টি গ্রুপের প্রতিটি থেকে সেরা দুটি তৃতীয় স্থান অধিকারী দল নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল।

গ্রুপ বিজয়ী রানার্স-আপ তৃতীয় স্থান সম্ভব উত্তীর্ণ দল
বি
সি

বন্ধনী

সম্পাদনা
 
কোয়ার্টার ফাইনালসেমি-ফাইনালস্বর্ণপদক ম্যাচ
 
          
 
৩ আগস্ট – নাঁত
 
 
গ্রুপ এ-এ প্রথম স্থান অধিকারী
 
৬ আগস্ট – মার্সেই
 
গ্রুপ বি/সি-এ তৃতীয় স্থান অধিকারী
 
কোয়ার্টার-ফাইনাল ১-এ বিজয়ী
 
৩ আগস্ট – দেসিন-শার্পিউ
 
কোয়ার্টার-ফাইনাল ৩-এ বিজয়ী
 
গ্রুপ সি-এ প্রথম স্থান অধিকারী
 
১০ আগস্ট – প্যারিস
 
গ্রুপ এ/বি-এ তৃতীয় স্থান অধিকারী
 
সেমি-ফাইনাল ১-এ বিজয়ী
 
৩ আগস্ট – প্যারিস
 
সেমি-ফাইনাল ২-এ বিজয়ী
 
গ্রুপ বি-এ দ্বিতীয় স্থান অধিকারী
 
৬ আগস্ট – দেসিন-শার্পিউ
 
গ্রুপ সি-এ দ্বিতীয় স্থান অধিকারী
 
কোয়ার্টার-ফাইনাল ২-এ বিজয়ী
 
৩ আগস্ট – মার্সেই
 
কোয়ার্টার-ফাইনাল ৪-এ বিজয়ীব্রোঞ্জ পদক ম্যাচ
 
গ্রুপ এ-এ দ্বিতীয় স্থান অধিকারী
 
৯ আগস্ট – দেসিন-শার্পিউ
 
গ্রুপ বি-এ প্রথম স্থান অধিকারী
 
সেমি-ফাইনাল ১-এ পরাজিত দল
 
 
সেমি-ফাইনাল ২-এ পরাজিত দল
 

কোয়ার্টার-ফাইনাল

সম্পাদনা

গ্রুপ বি-এ প্রথম স্থান অধিকারী বনাম গ্রুপ সি-এ দ্বিতীয় স্থান অধিকারী

সম্পাদনা
গ্রুপ বি-এ প্রথম স্থান অধিকারীম্যাচ ২০গ্রুপ সি-এ দ্বিতীয় স্থান অধিকারী
প্রতিবেদন

গ্রুপ সি-এ প্রথম স্থান অধিকারী বনাম গ্রুপ এ/বি-এ তৃতীয় স্থান অধিকারী

সম্পাদনা
গ্রুপ সি-এ প্রথম স্থান অধিকারীম্যাচ ২১গ্রুপ এ/বি-এ তৃতীয় স্থান অধিকারী
প্রতিবেদন

গ্রুপ এ-এ দ্বিতীয় স্থান অধিকারী বনাম গ্রুপ বি-এ দ্বিতীয় স্থান অধিকারী

সম্পাদনা
গ্রুপ এ-এ দ্বিতীয় স্থান অধিকারীম্যাচ ২২গ্রুপ বি-এ দ্বিতীয় স্থান অধিকারী
প্রতিবেদন

গ্রুপ এ-এ প্রথম স্থান অধিকারী বনাম গ্রুপ বি/সি-এ তৃতীয় স্থান অধিকারী

সম্পাদনা
গ্রুপ এ-এ প্রথম স্থান অধিকারীম্যাচ ১৯গ্রুপ বি/সি-এ তৃতীয় স্থান অধিকারী
প্রতিবেদন

সেমি-ফাইনাল

সম্পাদনা

কোয়ার্টার-ফাইনাল ২-এ বিজয়ী বনাম কোয়ার্টার-ফাইনাল ৪-এ বিজয়ী

সম্পাদনা
কোয়ার্টার-ফাইনাল ২-এ বিজয়ীম্যাচ ২৪কোয়ার্টার-ফাইনাল ৪-এ বিজয়ী
প্রতিবেদন

কোয়ার্টার-ফাইনাল ১-এ বিজয়ী বনাম কোয়ার্টার-ফাইনাল ৩-এ বিজয়ী

সম্পাদনা
কোয়ার্টার-ফাইনাল ১-এ বিজয়ীম্যাচ ২৩কোয়ার্টার-ফাইনাল ৩-এ বিজয়ী
প্রতিবেদন

ব্রোঞ্জ পদক ম্যাচ

সম্পাদনা
সেমি-ফাইনাল ১-এ পরাজিত দলম্যাচ ২৫সেমি-ফাইনাল ২-এ পরাজিত দল
প্রতিবেদন

স্বর্ণপদক ম্যাচ

সম্পাদনা
সেমি-ফাইনাল ১-এ বিজয়ীম্যাচ ২৬সেমি-ফাইনাল ২-এ বিজয়ী
প্রতিবেদন

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Match schedules confirmed for Olympic Football Tournaments at Paris 2024"FIFA.com। Fédération Internationale de Football Association। ২৮ জুলাই ২০২২। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২২ 
  2. "Paris 2024 Olympic Football Tournament: Match Schedule" (পিডিএফ)FIFA.com। Fédération Internationale de Football Association। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০২০ 
  3. "Regulations for the Olympic Football Tournaments Paris 2024" (পিডিএফ)FIFA.com। Fédération Internationale de Football Association। 

বহিঃসংযোগ

সম্পাদনা