২০২৩ নেদারল্যান্ডস টি২০আই ত্রিদেশীয় সিরিজ

ক্রিকেট সিরিজ।

২০২৩ নেদারল্যান্ডস টি২০আই ত্রিদেশীয় সিরিজ ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) সিরিজ যেটি ২০২৩ সালের জুলাই মাসে নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হয়।[১] সিরিজে স্বাগতিক নেদারল্যান্ডসের সঙ্গে অংশগ্রহণ করে থাইল্যান্ডস্কটল্যান্ড[২] সিরিজের ম্যাচসমূহ উট্রেখ্‌টের মার্স্‌খাল্কেরভের্ট ক্রীড়া উদ্যানে অনুষ্ঠিত হয়।[৩] সিরিজে বিজয়ী হয় থাইল্যান্ড।[৪]

ত্রিদেশীয় সিরিজের আগে নেদারল্যান্ডস ও থাইল্যান্ড তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচের একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলে,[৫] যে সিরিজের ম্যাচসমূহ আমস্টেলভেনের ফোলহার্ডিং রাপ আমস্টেলস ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়।[৬] সিরিজটিতে উভয় দল একটি করে ম্যাচে জয়ী হয়।[৭]

দ্বিপাক্ষিক সিরিজ সম্পাদনা

২০২৩ থাইল্যান্ড নারী ক্রিকেট দলের নেদারল্যান্ডস সফর
     
  নেদারল্যান্ডস থাইল্যান্ড
তারিখ ৩ জুলাই ২০২৩ – ৭ জুলাই ২০২৩
অধিনায়ক হেদার সিখারস নঋমল চৈবৈ
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজ ১–১ ব্যবধানে ড্র হয়
সর্বাধিক রান রোবিনা রাইকা (৮৬) ণট্‌ঠকান্ত চন্দ্রধর্ম (১২৯)
সর্বাধিক উইকেট ইরিস স্‌ভিলিং (৫) অর্ণিজা কাংজম্ভূ (৫)

দলীয় সদস্য সম্পাদনা

  নেদারল্যান্ডস[৮]   থাইল্যান্ড[৯]
  • হেদার সিখারস (অধি.) (উই.)
  • ইয়োলিন ফন ফ্লিট (উই.)
  • ইরিস স্‌ভিলিং
  • ইসাবেল ফন ডের ভোনিং
  • এভা লিঞ্চ
  • কারোলিনা ডে লাংঅ
  • ফিবি মোলক্যবুর
  • ফ্রেডেরিক ওফেরডাইক
  • বাবেট ডে লেডা (উই.)
  • মিকি স্‌ভিলিং
  • মেরেল ডেকেলিং
  • রবিন ফন ওস্টেরোম
  • রোবিনা রাইকা
  • স্টেরে ক্যালিস
  • হানা লান্ডহের

ওডিআই সিরিজ সম্পাদনা

১ম ওডিআই সম্পাদনা

৩ জুলাই ২০২৩
১১:০০
স্কোরকার্ড
নেদারল্যান্ডস  
২০৪ (৪৮.১ ওভার)
  থাইল্যান্ড
১৪৭ (৩৬.৪ ওভার)
রোবিনা রাইকা ৮৩ (৭৮)
নাতয়া পূজাধর্ম ২/২৫ (৯ ওভার)
ণট্‌ঠকান্ত চন্দ্রধর্ম ৬৫ (৯৩)
ইরিস স্‌ভিলিং ৩/২২ (৯.৪ ওভার)
নেদারল্যান্ডস ৫৭ রানে জয়ী
ফোলহার্ডিং রাপ আমস্টেলস ক্রিকেট মাঠ, আমস্টেলভেন
আম্পায়ার: জাক ভেস্টারবের্খ (নেদারল্যান্ডস) ও নিতিন বাতি (নেদারল্যান্ডস)
ম্যাচ সেরা খেলোয়াড়: রোবিনা রাইকা (নেদারল্যান্ডস)
  • থাইল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ফিবি মোলক্যবুর (নেদারল্যান্ডস)-এর ওডিআই অভিষেক হয়।

২য় ওডিআই সম্পাদনা

৫ জুলাই ২০২৩
১১:০০
স্কোরকার্ড
ম্যাচ পরিত্যক্ত
ফোলহার্ডিং রাপ আমস্টেলস ক্রিকেট মাঠ, আমস্টেলভেন
আম্পায়ার: জাক ভেস্টারবের্খ (নেদারল্যান্ডস) ও রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস)
  • টস হয়নি।
  • বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।

৩য় ওডিআই সম্পাদনা

৭ জুলাই ২০২৩
১১:০০
স্কোরকার্ড
থাইল্যান্ড  
১৮৭/৯ (৫০ ওভার)
  নেদারল্যান্ডস
৬৩ (২৭.৫ ওভার)
ণট্‌ঠকান্ত চন্দ্রধর্ম ৬৪ (১১৫)
এভা লিঞ্চ ৩/২৯ (৮ ওভার)
ইরিস স্‌ভিলিং ৩২ (৬৩)
অর্ণিজা কাংজম্ভূ ৩/২ (২.৫ ওভার)
থাইল্যান্ড ১২৪ রানে জয়ী
ফোলহার্ডিং রাপ আমস্টেলস ক্রিকেট মাঠ, আমস্টেলভেন
আম্পায়ার: পিম ফন লিম্‌ট (নেদারল্যান্ডস) ও রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস)
ম্যাচ সেরা খেলোয়াড়: অর্ণিজা কাংজম্ভূ (থাইল্যান্ড)
  • নেদার‍ল্যান্ডস টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • সুবনন্দ খেয়বতোঃ (থাইল্যান্ড)-এর ওডিআই অভিষেক হয়।

ত্রিদেশীয় সিরিজ সম্পাদনা

২০২৩ নেদারল্যান্ডস টি২০আই ত্রিদেশীয় সিরিজ
তারিখ১০ জুলাই ২০২৩ – ১৫ জুলাই ২০২৩
স্থাননেদারল্যান্ডস
ফলাফল  থাইল্যান্ড সিরিজে জয়ী
দলসমূহ
  থাইল্যান্ড   নেদারল্যান্ডস   স্কটল্যান্ড
অধিনায়কবৃন্দ
নঋমল চৈবৈ হেদার সিখারস ক্যাথরিন ব্রাইস
সর্বাধিক রান
সুবনন্দ খেয়বতোঃ (৭৫) হেদার সিখারস (১০১) ডার্সি কার্টার (৮৫)
সর্বাধিক উইকেট
দিভজ্জা বদ্ধবঙ্গ (৮) রোবিনা রাইকা (৮) ক্যাথরিন ব্রাইস (৫)
আবতাহা মাকসুদ (৫)

দলীয় সদস্য সম্পাদনা

  থাইল্যান্ড[৯]   নেদারল্যান্ডস[১০]   স্কটল্যান্ড[১১]
  • হেদার সিখারস (অধি.) (উই.)
  • আনেমেইন টমসন
  • ইয়োলিন ফন ফ্লিট (উই.)
  • ইরিস স্‌ভিলিং
  • ইসাবেল ফন ডের ভোনিং
  • এভা লিঞ্চ
  • কারোলিনা ডে লাংঅ
  • ফিবি মোলক্যবুর
  • ফ্রেডেরিক ওফেরডাইক
  • বাবেট ডে লেডা (উই.)
  • মিকি স্‌ভিলিং
  • রবিন ফন ওস্টেরোম
  • রোবিনা রাইকা
  • স্টেরে ক্যালিস
  • হানা লান্ডহের

চোটের কারণে অলিভিয়া বেল ও ক্যাথেরিন ফ্রেজার সিরিজ থেকে ছিটকে গেলে তাঁদের পরিবর্তে স্কটল্যান্ড দলে এমা ওয়ালসিংহ্যাম ও নাইমা শেখকে নেয়া হয়।[১২]

পয়েন্ট তালিকা সম্পাদনা

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
  থাইল্যান্ড +০.৭৬৭
  নেদারল্যান্ডস −০.১৪৮
  স্কটল্যান্ড −০.৫৯৩

     চ্যাম্পিয়ন

সূচি সম্পাদনা

১০ জুলাই ২০২৩
১৪:০০
স্কোরকার্ড
স্কটল্যান্ড  
৬৫ (১৯.১ ওভার)
  থাইল্যান্ড
৬৬/২ (১০.২ ওভার)
এইলসা লিস্টার ২১ (১৩)
জনিতা সুদ্ধরেঅঙ ৩/৩ (৩.১ ওভার)
ণট্‌ঠকান্ত চন্দ্রধর্ম ২৬ (২৪)
আবতাহা মাকসুদ ১/৮ (১ ওভার)
থাইল্যান্ড ৮ উইকেটে জয়ী
মার্স্‌খাল্কেরভের্ট ক্রীড়া উদ্যান, উট্রেখ্‌ট
আম্পায়ার: নিতিন বাতি (নেদারল্যান্ডস) ও মৌলিক প্রভুদেসাই (নেদারল্যান্ডস)
ম্যাচ সেরা খেলোয়াড়: জনিতা সুদ্ধরেঅঙ (থাইল্যান্ড)
  • থাইল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ডার্সি কার্টার ও নাইমা শেখ (স্কটল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।

১১ জুলাই ২০২৩
১৪:০০
স্কোরকার্ড
থাইল্যান্ড  
৯২ (১৯.৫ ওভার)
  নেদারল্যান্ডস
৯৫/৪ (১৮.১ ওভার)
নন্দনভস গনচেরিঞ্‌ক্রৈ ১৮ (১৭)
ইরিস স্‌ভিলিং ২/১৩ (৪ ওভার)
হেদার সিখারস ৪৯* (৫১)
দিভজ্জা বদ্ধবঙ্গ ১/১৪ (৪ ওভার)
নেদারল্যান্ডস ৬ উইকেটে জয়ী
মার্স্‌খাল্কেরভের্ট ক্রীড়া উদ্যান, উট্রেখ্‌ট
আম্পায়ার: মার্টিন হ্যানকক (নেদারল্যান্ডস) ও রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস)
ম্যাচ সেরা খেলোয়াড়: হেদার সিখারস (নেদারল্যান্ডস)
  • নেদারল্যান্ডস টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ফিবি মোলক্যবুর (নেদারল্যান্ডস)-এর টি২০আই অভিষেক হয়।

১২ জুলাই ২০২৩
১৪:৩০
স্কোরকার্ড
স্কটল্যান্ড  
১১০/৮ (২০ ওভার)
  নেদারল্যান্ডস
১০৪/৮ (২০ ওভার)
ডার্সি কার্টার ৫৩* (৫২)
এভা লিঞ্চ ২/১৩ (৪ ওভার)
স্টেরে ক্যালিস ২৯ (২৮)
হানা রেইনি ৩/১৫ (৪ ওভার)
স্কটল্যান্ড ৬ উইকেটে জয়ী
মার্স্‌খাল্কেরভের্ট ক্রীড়া উদ্যান, উট্রেখ্‌ট
আম্পায়ার: নিতিন বাতি (নেদারল্যান্ডস) ও মৌলিক প্রভুদেসাই (নেদারল্যান্ডস)
ম্যাচ সেরা খেলোয়াড়: ডার্সি কার্টার (স্কটল্যান্ড)
  • নেদারল্যান্ডস টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৩ জুলাই ২০২৩
১৪:০০
স্কোরকার্ড
থাইল্যান্ড  
১০২/৬ (২০ ওভার)
  স্কটল্যান্ড
১০৬/৪ (১৭.৪ ওভার)
নন্দনভস গনচেরিঞ্‌ক্রৈ ২৮ (৩২)
ক্যাথরিন ব্রাইস ৩/২১ (৪ ওভার)
সারা ব্রাইস ৩৬ (৩৪)
দিভজ্জা বদ্ধবঙ্গ ২/১৬ (৪ ওভার)
স্কটল্যান্ড ৬ উইকেটে জয়ী
মার্স্‌খাল্কেরভের্ট ক্রীড়া উদ্যান, উট্রেখ্‌ট
আম্পায়ার: মৌলিক প্রভুদেসাই (নেদারল্যান্ডস) ও রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস)
ম্যাচ সেরা খেলোয়াড়: ক্যাথরিন ব্রাইস (স্কটল্যান্ড)
  • স্কটল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৪ জুলাই ২০২৩
১৪:০০
স্কোরকার্ড
নেদারল্যান্ডস  
৭৫ (১৭.৫ ওভার)
  থাইল্যান্ড
৭৬/২ (১৩.৩ ওভার)
স্টেরে ক্যালিস ৫১* (৪৯)
দিভজ্জা বদ্ধবঙ্গ ৫/৮ (৩.৫ ওভার)
সুবনন্দ খেয়বতোঃ ২৮ (৩০)
মিকি স্‌ভিলিং ১/১১ (১ ওভার)
থাইল্যান্ড ৮ উইকেটে জয়ী
মার্স্‌খাল্কেরভের্ট ক্রীড়া উদ্যান, উট্রেখ্‌ট
আম্পায়ার: নিতিন বাতি (নেদারল্যান্ডস) ও পিম ফন লিম্‌ট (নেদারল্যান্ডস)
ম্যাচ সেরা খেলোয়াড়: দিভজ্জা বদ্ধবঙ্গ (থাইল্যান্ড)
  • থাইল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • দিভজ্জা বদ্ধবঙ্গ (থাইল্যান্ড) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম হ্যাটট্রিক লাভ করেন।
  • দিভজ্জা বদ্ধবঙ্গ (থাইল্যান্ড) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।
  • দিভজ্জা বদ্ধবঙ্গ (থাইল্যান্ড) তৃতীয় ক্রিকেটার হিসেবে নারী টি২০আই ক্রিকেটে চার বলে চার উইকেট লাভ করেন।[১৩]

১৫ জুলাই ২০২৩
১৪:০০
স্কোরকার্ড
স্কটল্যান্ড  
৭৯ (১৮.৫ ওভার)
  নেদারল্যান্ডস
৮০/৩ (১৭ ওভার)
ডার্সি কার্টার ২৪ (২২)
রোবিনা রাইকা ৪/১১ (৪ ওভার)
হেদার সিখারস ৪০* (৪৯)
ক্যাথরিন ব্রাইস ২/১৪ (৪ ওভার)
নেদারল্যান্ডস ৭ উইকেটে জয়ী
মার্স্‌খাল্কেরভের্ট ক্রীড়া উদ্যান, উট্রেখ্‌ট
আম্পায়ার: মার্টিন হ্যানকক (নেদারল্যান্ডস) ও রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস)
ম্যাচ সেরা খেলোয়াড়: রোবিনা রাইকা (নেদারল্যান্ডস)
  • নেদারল্যান্ডস টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Thailand Women and Scotland Women to tour Netherlands in July 2023"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২৩ 
  2. "Scotland Women's Squad for Tri-series in the Netherlands Announced"ফিমেল ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ জুন ২০২৩ 
  3. "Women's squad announced for T20Is against Thailand and Scotland"রাজকীয় ওলন্দাজ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২৩ 
  4. "Thailand win T20I tri-series in Netherlands"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২৩ 
  5. "Dutch women's squad announced for ODI's against Thailand"রাজকীয় ওলন্দাজ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২৩ 
  6. "Netherlands Squad announced for ODI Series against Thailand"ফিমেল ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২৩ 
  7. "Thai women level Series"রাজকীয় ওলন্দাজ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২৩ 
  8. "Selectie vrouwenteam bekend voor ODI's tegen Thailand"রাজকীয় ওলন্দাজ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ওলন্দাজ ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২৩ 
  9. "Thailand Squad for Tri-series in Netherlands Announced"ফিমেল ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২৩ 
  10. "Selectie vrouwenteam bekend voor T20I's tegen Thailand en Schotland"রাজকীয় ওলন্দাজ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ওলন্দাজ ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২৩ 
  11. "WOMEN'S SQUAD ANNOUNCED FOR NETHERLANDS TRI-SERIES"ক্রিকেট স্কটল্যান্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২৩ 
  12. "NAYMA SHEIKH AND EMMA WALSINGHAM ADDED TO SCOTLAND WOMEN SQUAD"ক্রিকেট স্কটল্যান্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২৩ 
  13. "Thipatcha Putthawong makes history with rare four in four"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২৩ 

বহিঃসংযোগ সম্পাদনা