২০২৩ কুইবুকা টি২০ টুর্নামেন্ট
আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট
২০২৩ কুইবুকা টি২০ টুর্নামেন্ট ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) টুর্নামেন্ট যেটি ২০২৩ সালের জুন মাসে রুয়ান্ডায় অনুষ্ঠিত হয়।[১] টুর্নামেন্টে স্বাগতিক রুয়ান্ডার সঙ্গে অংশগ্রহণ করে উগান্ডা, কেনিয়া, নাইজেরিয়া ও বতসোয়ানা।[২][৩] ২০২২ সালের আসরে তানজানিয়া বিজয়ী হলেও এ আসরে দলটি অংশগ্রহণ থেকে বিরত থাকে।[৪]
তারিখ | ১০ জুন ২০২৩ – ১৭ জুন ২০২৩ |
---|---|
তত্ত্বাবধায়ক | রুয়ান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন |
ক্রিকেটের ধরন | টোয়েন্টি২০ আন্তর্জাতিক |
প্রতিযোগিতার ধরন | দ্বৈত রাউন্ড-রবিন ও ফাইনাল |
আয়োজক | ![]() |
বিজয়ী | ![]() |
রানার-আপ | ![]() |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৫ |
খেলার সংখ্যা | ২২ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | ![]() |
সর্বাধিক রান সংগ্রহকারী | ![]() |
সর্বাধিক উইকেটধারী | ![]() |
টুর্নামেন্টের ফাইনালে উগান্ডাকে হারিয়ে বিজয়ী হয় স্বাগতিক রুয়ান্ডা।[৫] এটি ছিল রুয়ান্ডার প্রথম কুইবুকা টুর্নামেন্ট শিরোপা জয়।[৬]
দলীয় সদস্য
সম্পাদনাউগান্ডা[৭] | কেনিয়া[৮] | নাইজেরিয়া[৯] | বতসোয়ানা[১০] | রুয়ান্ডা[১১] |
---|---|---|---|---|
কেনিয়া দলে ফেইথ মুতুয়া ও মার্সি আহোনোকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[১২]
রাউন্ড-রবিন
সম্পাদনাপয়েন্ট তালিকা
সম্পাদনাঅব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | নে.রা.রে. |
---|---|---|---|---|---|---|---|---|
১ | উগান্ডা | ৮ | ৭ | ১ | ০ | ০ | ১৪ | +১.১৯৭ |
২ | রুয়ান্ডা (H) | ৮ | ৫ | ৩ | ০ | ০ | ১০ | +০.৪৪২ |
৩ | নাইজেরিয়া | ৮ | ৫ | ৩ | ০ | ০ | ১০ | −০.০১৯ |
৪ | কেনিয়া | ৮ | ২ | ৬ | ০ | ০ | ৪ | −০.৭৯৪ |
৫ | বতসোয়ানা | ৮ | ১ | ৭ | ০ | ০ | ২ | −০.৮১৭ |
ফাইনালে উত্তীর্ণ
৩য় স্থান নির্ধারণীতে উত্তীর্ণ
সূচি
সম্পাদনাব
|
||
মারি বিমেন্য়িমানা ১৯ (৩৯)
শামিলা মোসোয়েউ ২/১ (৪ ওভার) |
ফ্লোরেন্স সামান্য়িকা ১৭ (৪১)
রোজিন ইরেরা ৩/৮ (৪ ওভার) |
- রুয়ান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- পাকো মাপোৎসানে (বতসোয়ানা)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
রিতা মুসামালি ৩৪* (৩৯)
ফ্লোরেন্স সামান্য়িকা ৪/১৬ (৪ ওভার) |
থাপেলো মোদিসে ১৮ (৩৭)
আইরিন আলুমো ৩/৯ (৪ ওভার) |
- উগান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- মালিসা আরিওকোত (উগান্ডা) ও মেরাপেলো পিয়াসে (বতসোয়ানা)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
জিজেল ইশিমোয়ে ৩০ (৩৯)
আদেশোলা আদেকুনলে ২/১৩ (৩ ওভার) |
সালোমে সানডে ৪৭* (৫৭)
ইমাকুলে মুহাওয়েনিমানা ২/২০ (৪ ওভার) |
- রুয়ান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
ভেনাসা ওকো ৩০ (২৩)
জোসিয়্যান ন্য়িরানকুন্দিনেজা ২/১২ (৪ ওভার) |
হেনরিয়েট ইশিমোয়ে ৪৯* (৩৬)
লাভেন্দাহ ইদাম্বো ১/৭ (৩ ওভার) |
- কেনিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
শামিলা মোসোয়েউ ২৬ (৫২)
ফেভার এসেইগবে ২/১৪ (৩ ওভার) |
ব্লেসিং এতিম ২৬ (২২)
গোয়াবিলোয়ে মাতোমে ২/১৩ (৩.২ ওভার) |
- নাইজেরিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
জিজেল ইশিমোয়ে ৩৩ (৪১)
এভেলিন আন্য়িপো ৪/১ (৪ ওভার) |
কেভিন আউইনো ৩৪ (৪৯)
মার্গারিত ভুমিলিয়া ২/১৬ (৪ ওভার) |
- উগান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- লর্না আনিয়াইত (উগান্ডা)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
কুইন্টর আবেল ৫১ (৫৫)
ফেভার এসেইগবে ২/১৬ (৪ ওভার) |
লাকি পাইটি ৩২* (২৭)
কুইন্টর আবেল ৩/১১ (৪ ওভার) |
- কেনিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
এস্থার স্যান্ডি ৫২ (৩৯)
এভেলিন আন্য়িপো ২/১৪ (৪ ওভার) |
ইমাকুলেট নাকিসুইয়ি ৩১ (২০)
ফেভার এসেইগবে ২/১৯ (৪ ওভার) |
- উগান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
লরা মোপাকেদি ১১ (৩৬)
এস্থার ওয়াচিরা ৩/৩ (২.১ ওভার) |
কুইন্টর আবেল ৪০* (৩২)
শামিলা মোসোয়েউ ২/১৭ (২.৫ ওভার) |
- কেনিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
স্টেফানি নাম্পিনা ৩৭ (৩৬)
ফ্লাভিয়া ওধিয়াম্বো ৪/১৬ (৪ ওভার) |
কুইন্টর আবেল ১৮ (২৬)
জ্যানেট ম্বাবাজি ২/৮ (২.২ ওভার) |
- কেনিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
ফ্লোরেন্স সামান্য়িকা ৩১ (৪২)
মালিসা আরিওকোত ৩/১৪ (৩ ওভার) |
মোহাম্মদ জিমিয়া ২১ (২১)
ফ্লোরেন্স সামান্য়িকা ২/১৭ (৪ ওভার) |
- উগান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
এস্থার স্যান্ডি ২০ (২৯)
এস্থার ওয়াচিরা ২/৬ (৪ ওভার) |
ভেনাসা ওকো ২১* (৪৬)
ওসেয়েন্দে ওমোনখোবিও ১/৫ (৪ ওভার) |
- কেনিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
লাকি পাইটি ১৮ (২০)
হেনরিয়েট ইশিমোয়ে ৪/১০ (৪ ওভার) |
জিজেল ইশিমোয়ে ২৪* (৩১)
লাকি পাইটি ১/৮ (১.৫ ওভার) |
- নাইজেরিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
স্টেফানি নাম্পিনা ৩১ (২০)
কুইন্টর আবেল ১/১১ (৪ ওভার) |
ভেনাসা ওকো ১৭ (৩২)
এভেলিন আন্য়িপো ১/৬ (৪ ওভার) |
- উগান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
অ্যালিস ইকুজোয়ে ১০ (১৪)
কনসি আওয়েকো ৩/২ (৩ ওভার) |
জ্যানেট ম্বাবাজি ২০* (১৮)
|
- উগান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
ম্যারি মোয়াংগি ১২ (১৩)
গোয়াবিলোয়ে মাতোমে ৩/১২ (৪ ওভার) |
ফ্লোরেন্স সামান্য়িকা ২৪ (৩১)
ফ্লাভিয়া ওধিয়াম্বো ২/৯ (২ ওভার) |
- কেনিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
অ্যাবিগেইল ইগবোবিয়ে ২৪ (৩৭)
শামিলা মোসোয়েউ ৪/৯ (৪ ওভার) |
- নাইজেরিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
ভেনাসা ওকো ১৭ (২০)
হেনরিয়েট ইশিমোয়ে ৪/১১ (৪ ওভার) |
অ্যালিস ইকুজোয়ে ২০ (১৩)
কুইন্টর আবেল ২/২৩ (৩.৩ ওভার) |
- রুয়ান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- জুডিথ আজিয়াম্বো (কেনিয়া)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
ফ্লোরেন্স সামান্য়িকা ৩০* (৪৮)
অ্যালিস ইকুজোয়ে ৩/১৫ (৪ ওভার) |
মেরভেইল উয়াসে ৩৪* (৪৯)
তুয়েলো শ্যাডর্যাক ২/৮ (৩.৫ ওভার) |
- বতসোয়ানা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
স্টেফানি নাম্পিনা ২১ (২৯)
আদেশোলা আদেকুনলে ৩/১৪ (৪ ওভার) |
সালোমে সানডে ২৫* (৩৭)
স্টেফানি নাম্পিনা ২/১৮ (৪ ওভার) |
- উগান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
৩য় স্থান নির্ধারণী
সম্পাদনাব
|
||
কুইন্টর আবেল ৬০* (৫৫)
রুকায়াত আব্দুলরাসাক ১/১১ (৪ ওভার) |
লাকি পাইটি ১৭ (১৯)
ম্যারি মোয়াংগি ৪/৯ (৪ ওভার) |
- নাইজেরিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ফাইনাল
সম্পাদনাব
|
||
স্টেফানি নাম্পিনা ১৯ (৩৩)
হেনরিয়েট ইশিমোয়ে ৪/৬ (৪ ওভার) |
মেরভেইল উয়াসে ১৭ (৪১)
ফিওনা কুলুমে ২/১১ (৪ ওভার) |
- রুয়ান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Musaale tips Rwanda women to break Kwibuka T20 title jinx"। দ্য নিউ টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২৩।
- ↑ "Rwanda Cricket to host 9th edition of Kwibuka Women's T20 tournament in June"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৩।
- ↑ "Victoria Pearls favourites at Kwibuka Tournament"। কাওও স্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৩।
- ↑ "Cricket: Kwibuka Women's T20 tourney due in June"। দ্য নিউ টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২৩।
- ↑ "Rwanda deny Victoria Pearls third Kwibuka title"। কাওও স্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০২৩।
- ↑ "Cricket: Rwanda women end nine-year Kwibuka T20 title jinx"। দ্য নিউ টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০২৩।
- ↑ "Two debutants on Victoria Pearls squad for Kwibuka"। কাওও স্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২৩।
- ↑ @CKDirector_WC (৫ জুন ২০২৩)। "Announcement:" (টুইট) – টুইটার-এর মাধ্যমে।
- ↑ "NCF Announces final squad list for Kwibuka Women's tournament in Rwanda"। নাইজেরিয়া ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৩।
- ↑ "Botswana have named the men and women's squads that leave today for Kenya and Rwanda respectively. We wish them the best of luck as they prepare to represent the country"। বতসোয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ জুন ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে।
- ↑ @RwandaCricket (৯ জুন ২০২৩)। "📢 Introducing the talented squad of Rwanda Women's National Team! 🇷🇼🏏 Get ready to cheer for our own |🏏Kwibuka Women's T20 Tournament" (টুইট) – টুইটার-এর মাধ্যমে।
- ↑ "Kenya's team to Kwibuka T20 tournament revealed"। মোজার্টস্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২৩।