তানজানিয়া জাতীয় নারী ক্রিকেট দল

তানজানিয়া জাতীয় নারী ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেটে তানজানিয়ার প্রতিনিধিত্বকারী একটি দল।

তানজানিয়া
তানজানিয়ার জাতীয় পতাকা
সংঘতানজানিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন
কর্মীবৃন্দ
অধিনায়কফাতুমা কিবাসু
কোচনাসিবু মাপুন্দা
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
আইসিসি র‍্যাংকিং বর্তমান[১] সেরা
টি২০আই ১৬শ ১৬শ (২১ ডিসেম্বর ২০২২)
আন্তর্জাতিক ক্রিকেট
প্রথম আন্তর্জাতিকবনাম  উগান্ডা (দারুস সালাম, ৮ এপ্রিল ২০০৪)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রথম টি২০আইবনাম  জিম্বাবুয়ে (হারারে, ৬ মে ২০১৯)
সর্বশেষ টি২০আইবনাম  রুয়ান্ডা (কাম্পালা, ২২ এপ্রিল ২০২৩)
টি২০আই ম্যাচ জয়/পরাজয়
মোট[২] ৩৬ ২৮/৮ (০ টাই, ০ ফলাফল হয়নি)
বর্তমান বছর[৩] ২/২ (০ টাই, ০ ফলাফল হয়নি)
২৪ এপ্রিল ২০২৩ অনুযায়ী

ইতিহাস সম্পাদনা

তানজানিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিসিএ) ২০০৪ সালে আফ্রিকান নারী ক্রিকেট চ্যাম্পিয়নশিপের প্রথম আসর আয়োজন করে।[৪] টুর্নামেন্টে তানজানিয়া দল উগান্ডা, কেনিয়ানামিবিয়াকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়।[৫][৬]

২০১৯ সালের ৬ মে ২০১৯ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ আফ্রিকা বাছাইপর্ব টুর্নামেন্টে জিম্বাবুয়ের বিরুদ্ধে তানজানিয়া নিজেদের প্রথম আনুষ্ঠানিক টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলে।

৬ মে ২০১৯
১৩:৫০
স্কোরকার্ড
জিম্বাবুয়ে  
১৪৩/৪ (২০ ওভার)
  তানজানিয়া
৫১/৮ (২০ ওভার)
শার্ন মেয়ারস ৬৫ (৫০)
মনিকা প্যাসকাল ২/২০ (২ ওভার)
গাট্রুড মুশি ১৬* (৩৫)
আনেসু মুশাংওয়ে ২/৩ (৪ ওভার)
জিম্বাবুয়ে ৯২ রানে জয়ী
তাকাশিংগা ক্রিকেট ক্লাব মাঠ, হারারে
আম্পায়ার: জাস্টিন মুজুংগু (বতসোয়ানা) ও প্যাট্রিক মাকুম্বি (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: শার্ন মেয়ারস (জিম্বাবুয়ে)
  • জিম্বাবুয়ে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • গাট্রুড মুশি, জিনাইদা জেরেমায়া, তাবু ওমরি, নাসরা সাইদি, নিমা পিউস, নুরু তিন্দো, পেরিস কামুনিয়া, ফাতুমা কিবাসু, মনিকা প্যাসকাল, শুফা মোহাম্মদি ও হুদা ওমরি (তানজানিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

আন্তর্জাতিক প্রতিযোগিতা সম্পাদনা

২০২১ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত ২০২১ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ আফ্রিকা বাছাইপর্ব টুর্নামেন্টে তানজানিয়া অংশ নেয়।[৭] টুর্নামেন্টে তানজানিয়ার ফাতুমা কিবাসু এসোয়াতিনির বিরুদ্ধে নিজের টি২০আই ক্যারিয়ারের দ্বিতীয় শতক তুলে নেন, যেটি ছিল কোনও আইসিসি সহযোগী সদস্য দলের খেলোয়াড়ের একাধিক নারী টি২০আই শতরানের ইনিংসের প্রথম নজির। টুর্নামেন্টে তানজানিয়া তৃতীয় স্থান অধিকার করে। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হন ফাতুমা কিবাসু।

খেলোয়াড় সম্পাদনা

২০২৩ ভিক্টোরিয়া সিরিজে তানজানিয়ার দলটি ছিল নিম্নরূপ:[৮]

  • ফাতুমা কিবাসু (অধি.)
  • অ্যাগনেস কোয়েলে
  • আয়েশা মোহাম্মদি
  • জোসেফিন উলরিক
  • নিমা পিউস
  • পেরিস কামুনিয়া
  • মনিকা প্যাসকাল (উই.)
  • মোয়ানাইদি সোয়েদি
  • মোয়াপোয়ানি মোহাম্মদি
  • শুফা মোহাম্মদি (উই.)
  • সাউম ম্‌তে
  • সোনিয়া মুইয়া
  • সোফিয়া জেরোম
  • হুদা ওমরি

পরিসংখ্যান সম্পাদনা

আন্তর্জাতিক ম্যাচের সারসংক্ষেপ — তানজানিয়া[৯]
২৪ এপ্রিল ২০২৩ তারিখে সর্বশেষ হালনাগাদ।

খেলার রেকর্ড
ফরম্যাট ম্যাচ জয় পরাজয় টাই ফলাফল হয়নি প্রথম ম্যাচ
টোয়েন্টি২০ আন্তর্জাতিক ৩৬ ২৮ ৬ মে ২০১৯

টোয়েন্টি২০ আন্তর্জাতিক সম্পাদনা

অন্যান্য দলের বিরুদ্ধে টি২০আই পরিসংখ্যান[৯]
টি২০আই #১৪০৯ পর্যন্ত সঠিক পরিসংখ্যান। ২৪ এপ্রিল ২০২৩ তারিখে সর্বশেষ হালনাগাদ।

প্রতিপক্ষ ম্যাচ জয় পরাজয় টাই ফলাফল হয়নি প্রথম ম্যাচ প্রথম জয়
পূর্ণ সদস্যের বিরুদ্ধে
  জিম্বাবুয়ে ৬ মে ২০১৯
সহযোগী সদস্যের বিরুদ্ধে
  উগান্ডা ১৮ জুন ২০১৯ ১৮ জুন ২০১৯
  এসোয়াতিনি ১৪ সেপ্টেম্বর ২০২১ ১৪ সেপ্টেম্বর ২০২১
  কাতার ১৪ ডিসেম্বর ২০২২ ১৪ ডিসেম্বর ২০২২
  কেনিয়া ১২ জুন ২০২২ ১২ জুন ২০২২
  জার্মানি ১৩ জুন ২০২২ ১৩ জুন ২০২২
  নাইজেরিয়া ৮ মে ২০১৯ ৮ মে ২০১৯
  নামিবিয়া ১৭ সেপ্টেম্বর ২০২১
  বতসোয়ানা ১৬ সেপ্টেম্বর ২০২১ ১৬ সেপ্টেম্বর ২০২১
  ব্রাজিল ১৬ জুন ২০২২ ১৬ জুন ২০২২
  মালি ১৯ জুন ২০১৯ ১৯ জুন ২০১৯
  মোজাম্বিক ৯ মে ২০১৯ ৯ মে ২০১৯
  রুয়ান্ডা ১১ মে ২০১৯ ১১ মে ২০১৯
  সংযুক্ত আরব আমিরাত ১৯ এপ্রিল ২০২৩ ১৯ এপ্রিল ২০২৩

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Women's Team Rankings"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। 
  2. "Records for Women T20I Matches"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। 
  3. "Records in 2024 in Women T20I matches"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। 
  4. "Development Report Jan - Apr 04, Tanzania Cricket Association" (পিডিএফ)তানজানিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। পৃষ্ঠা ২–৩। ১ জানুয়ারি ২০২২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২২ 
  5. "Uganda Women Finish 2nd In Africa Cup"নিউভিশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০০৪ 
  6. "Africa Women's Championship 2004 Table"ক্রিকেটআর্কাইভ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২২ 
  7. "ICC T20 World Cup 2023 qualifiers set to begin in August 2021"উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২০ 
  8. "VICTORIA SERIES 2023"তানজানিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  9. "Records / Tanzania Women / Women's Twenty20 Internationals / Result summary"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৩ 
  10. "Records / Tanzania Women / Women's Twenty20 Internationals / Highest totals"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৩ 
  11. "Records / Tanzania Women / Women's Twenty20 Internationals / High scores"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৩ 
  12. "Records / Tanzania Women / Women's Twenty20 Internationals / Best bowling figures in an innings"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৩ 
  13. "Records / Tanzania Women / Women's Twenty20 Internationals / Most runs"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৩ 
  14. "Records / Tanzania Women / Women's Twenty20 Internationals / Most wickets"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৩