২০২৩ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বাছাইপর্ব

২০২৩ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বাছাইপর্ব একটি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২৪ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ টুর্নামেন্টে অংশগ্রহণের যোগ্যতা অর্জনের একটি ধাপ হিসেবে খেলা হয়।[১] টুর্নামেন্টটি ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ভানুয়াতুতে অনুষ্ঠিত হয়।[২] টুর্নামেন্টে স্বাগতিক ভানুয়াতুর সঙ্গে অংশগ্রহণ করে ইন্দোনেশিয়া, কুক দ্বীপপুঞ্জ, জাপান, পাপুয়া নিউ গিনি, ফিজিসামোয়া[৩] টুর্নামেন্টের সেরা দল ২০২৪ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ বাছাইপর্বে উত্তীর্ণ হয়।[৪]

টুর্নামেন্ট শুরুর আগে জাপানের বিপক্ষে দুটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচের একটি সিরিজ খেলে স্বাগতিক ভানুয়াতু।[৫] সিরিজটি ২০২৩ সালের আগস্ট মাসে ভানুয়াতু ক্রিকেট মাঠে আয়োজিত হয়।[৬] সিরিজে ভানুয়াতু ২–০ ব্যবধানে জয়ী হয়।[৭]

বাছাইপর্ব টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে বৈশ্বিক বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করে ভানুয়াতু।[৮]

দ্বিপাক্ষিক সিরিজ সম্পাদনা

২০২৩ জাপান নারী ক্রিকেট দলের ভানুয়াতু সফর
     
  ভানুয়াতু জাপান
তারিখ ২৮ আগস্ট ২০২৩ – ৩০ আগস্ট ২০২৩
অধিনায়ক সেলিনা সোলমান মাই ইয়ানাগিদা
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজে ভানুয়াতু ২–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান র‍্যাচেল অ্যান্ড্রু (৪৬) অহল্যা চন্দেল (২৯)
সর্বাধিক উইকেট ভিকি মানসালে (৫) মাই ইয়ানাগিদা (২)
নোনোহা ইয়াসুমোতো (২)

দলীয় সদস্য সম্পাদনা

  ভানুয়াতু[৯]   জাপান[১০]
  • সেলিনা সোলমান (অধি.)
  • আলভিনা চিলিয়া (সহ-অধি.)
  • টিনা কালোসিন
  • নাসিমানা নাভাইকা
  • ভালেন্তা লাংইয়াতু
  • ভিকি মানসালে
  • ভ্যানেসা ভিরা
  • মাহিনা তারিমিয়ালা (উই.)
  • মেইলিজ কার্লট (উই.)
  • রেইলিন ওভা
  • র‍্যাচেল অ্যান্ড্রু
  • লিজিং এনোখ
  • লেইমাউরি চিলিয়া
  • লেইসাউ জেকব
  • মাই ইয়ানাগিদা (অধি.)
  • অহল্যা চন্দেল
  • আকারি কানো (উই.)
  • আয়ুমি ফুজিকাওয়া
  • এরিকা ওদা
  • এরিকা তোগুচি-কুইন
  • এলেনা কুসুদা-নেয়ার্ন
  • কুরুমি ওতা
  • নোনোহা ইয়াসুমোতো
  • মিনামি ইয়োশিওকা (উই.)
  • শিমাকো কাতো
  • সেইকা সুমি
  • হারুনা ইওয়াসাকি
  • হিনাসে গোতো

টি২০আই সিরিজ সম্পাদনা

১ম টি২০আই সম্পাদনা

২৮ আগস্ট ২০২৩
১৩:৪৫
স্কোরকার্ড
জাপান  
৬৫ (১৯.১ ওভার)
  ভানুয়াতু
৭০/২ (১১.৩ ওভার)
অহল্যা চন্দেল ২১ (৪৪)
ভিকি মানসালে ৩/১৬ (৪ ওভার)
র‍্যাচেল অ্যান্ড্রু ৪৪* (৩৭)
নোনোহা ইয়াসুমোতো ১/১৪ (৩ ওভার)
ভানুয়াতু ৮ উইকেটে জয়ী
ভানুয়াতু ক্রিকেট মাঠ, পোর্ট ভিলা
আম্পায়ার: জাকারিয়া শেম (ভানুয়াতু) ও পিয়ের চিলিয়া (ভানুয়াতু)
ম্যাচ সেরা খেলোয়াড়: র‍্যাচেল অ্যান্ড্রু (ভানুয়াতু)
  • ভানুয়াতু টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ভ্যানেসা ভিরা (ভানুয়াতু) ও এরিকা তোগুচি-কুইন (জাপান)-এর টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই সম্পাদনা

৩০ আগস্ট ২০২৩
১৩:৩০
স্কোরকার্ড
ভানুয়াতু  
৬১/৫ (১০ ওভার)
  জাপান
৪৬/৮ (১০ ওভার)
ভালেন্তা লাংইয়াতু ২৪ (২৭)
মাই ইয়ানাগিদা ২/৮ (১ ওভার)
আকারি কানো ১১ (১৪)
র‍্যাচেল অ্যান্ড্রু ৩/৭ (২ ওভার)
ভানুয়াতু ১৫ রানে জয়ী
ভানুয়াতু ক্রিকেট মাঠ, পোর্ট ভিলা
আম্পায়ার: কেরড লোম্যান (ভানুয়াতু) ও পিয়ের চিলিয়া (ভানুয়াতু)
ম্যাচ সেরা খেলোয়াড়: ভালেন্তা লাংইয়াতু (ভানুয়াতু)
  • জাপান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১০ ওভারে খেলা হয়।

বাছাইপর্ব সম্পাদনা

২০২৩ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বাছাইপর্ব
তারিখ১ সেপ্টেম্বর ২০২৩ – ৮ সেপ্টেম্বর ২০২৩
তত্ত্বাবধায়কআইসিসি পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল
ক্রিকেটের ধরনটোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিন
আয়োজক  ভানুয়াতু
বিজয়ী  ভানুয়াতু
রানার-আপ  পাপুয়া নিউগিনি
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা২১
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়  র‍্যাচেল অ্যান্ড্রু
সর্বাধিক রান সংগ্রহকারী  র‍্যাচেল অ্যান্ড্রু (১৫১)
সর্বাধিক উইকেটধারী  ভ্যানেসা ভিরা (১০)

দলীয় সদস্য সম্পাদনা

  ইন্দোনেশিয়া   কুক দ্বীপপুঞ্জ[১১]   জাপান[১০]   পাপুয়া নিউগিনি[১২]   ফিজি[১৩]   ভানুয়াতু[৯]   সামোয়া
  • নি ওয়ায়ান সারিয়ানি (অধি.) (উই.)
  • আন্দ্রিয়ানি (উই.)
  • কাদেক উইন্দা প্রাস্তিনি
  • কিসি সালিসা কাস্‌সে
  • চাও লিয়ে
  • দেসি বুলন্দরি
  • নি কাদেক আরিয়ানি
  • নি কাদেক ফিতরিয়া রাধা রানী
  • নি পুতু আয়ু নন্দ সাকারিনি (উই.)
  • নি মাদে পুত্রী সুবনদেবী
  • নি মাদে সুয়ার্নিয়াসি
  • নি লুহ কেতুত ওয়াসিকা রত্না দেবী
  • মারিয়া কোরাসোন (উই.)
  • মিয়া অর্ধ
  • রহমাবতী পাংগেস্তুতি
  • সাং আয়ু নিয়োমন মাইপ্রিয়ানি
  • জুন জর্জ (অধি.)
  • মারি কাউকুরা (সহ-অধি.)
  • কোইতাই মাতাওরা (উই.)
  • জামেরা মাএভা
  • টিনা মাতো
  • টেলর মাইকা
  • তাপুআইভা পিআকুরা
  • তেরাইমাতেআতা তোউনা
  • তেরেআকানা কাতাইনা (উই.)
  • পুনাংগা কাভেআও
  • ফিলিকা মারুআরিকি
  • মায়া পিআকুরা
  • সোনিয়া ভাইআ
  • সোফিয়া স্যামুয়েলস
  • মাই ইয়ানাগিদা (অধি.)
  • অহল্যা চন্দেল
  • আকারি কানো (উই.)
  • আয়ুমি ফুজিকাওয়া
  • এরিকা ওদা
  • এরিকা তোগুচি-কুইন
  • এলেনা কুসুদা-নেয়ার্ন
  • কুরুমি ওতা
  • নোনোহা ইয়াসুমোতো
  • মিনামি ইয়োশিওকা (উই.)
  • শিমাকো কাতো
  • সেইকা সুমি
  • হারুনা ইওয়াসাকি
  • হিনাসে গোতো
  • ইলিসাপেজি ওয়াগাভাকাতোগা (অধি.) (উই.)
  • রুজি কাইওয়াই (সহ-অধি.)
  • আতেজা কাইনোজো
  • আনা গোনেরারা
  • কারালাইনি ভাকুরুইভালু
  • কিয়েরা আমোয়ে
  • জিলিয়া লেওয়াতু
  • তেরেসিয়া তালেমাইতোগা
  • মায়েআভ্‌হানিসি এরাসিতো (উই.)
  • মারিজা রাতুকি (উই.)
  • মেরেআনি রোদান
  • মেলাইয়া বিউ
  • লাগাকালি লোমানি
  • সারাফিনা তুবাকিবাউ
  • সুলিয়া ভুনি
  • সেলিনা সোলমান (অধি.)
  • আলভিনা চিলিয়া (সহ-অধি.)
  • টিনা কালোসিন
  • নাসিমানা নাভাইকা
  • ভালেন্তা লাংইয়াতু
  • ভিকি মানসালে
  • ভ্যানেসা ভিরা
  • মাহিনা তারিমিয়ালা (উই.)
  • মেইলিজ কার্লট (উই.)
  • রেইলিন ওভা
  • র‍্যাচেল অ্যান্ড্রু
  • লিজিং এনোখ
  • লেইমাউরি চিলিয়া
  • লেইসাউ জেকব
  • তাওফি লাফাই (অধি.)
  • আইলাওয়া আওইনা
  • আউনোআ ইওপু
  • আরিওতা কুপিতো
  • এনজেল সোওতাগা
  • জ্যাসিন্তা সানেলে
  • তুআওলোয়া সেমাউ
  • তেইনেমানে মোরিতা
  • ফাআইউগা সিসিফো
  • ভিকি তাফেআ
  • ভিয়া মেরেতিআনা অ্যান্ড্রু
  • রুথ পাপা জনস্টন (উই.)
  • লেইতু লেওং
  • সালেমা তোওমাগা

ফিজি দলে তালেই জোলাচি, মাউরেয়া ইসিমেলি ও লুআন রিকাকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[১৩] কুক দ্বীপপুঞ্জ দলে আংগিতে রুআরাউ ও সিসিলিয়া পাতাইতাইকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[১১] ভানুয়াতু দলে নাইথা সিমেলু, নেটি চিলিয়া ও লেইমারা তাস্তুকিকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[৯]

পয়েন্ট তালিকা সম্পাদনা

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
  ভানুয়াতু (H) ১২ +২.৪০১
  পাপুয়া নিউগিনি ১০ +৩.৬২৩
  ইন্দোনেশিয়া +১.০৭১
  জাপান −০.০৩৬
  সামোয়া −২.০০৩
  কুক দ্বীপপুঞ্জ −২.১৯৯
  ফিজি −২.৯৬৪
উৎস: ইএসপিএনক্রিকইনফো
(H) স্বাগতিক।

     মূল বাছাইপর্বে উত্তীর্ণ

সূচি সম্পাদনা

১ সেপ্টেম্বর ২০২৩
০৯:৩০
স্কোরকার্ড
জাপান  
১২৫/৬ (২০ ওভার)
  কুক দ্বীপপুঞ্জ
৯৫/৮ (২০ ওভার)
এরিকা ওদা ৪৭ (৪৪)
মারি কাউকুরা ৩/২৪ (৪ ওভার)
সোনিয়া ভাইআ ২২ (৩৪)
শিমাকো কাতো ২/১২ (৪ ওভার)
নোনোহা ইয়াসুমোতো ২/১২ (৪ ওভার)
জাপান ৩০ রানে জয়ী
ভানুয়াতু ক্রিকেট মাঠ, পোর্ট ভিলা
আম্পায়ার: কালালা তানুভাসা (সামোয়া) ও কিম কটন (নিউজিল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: এরিকা ওদা (জাপান)
  • কুক দ্বীপপুঞ্জ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • কোইতাই মাতাওরা, জামেরা মাএভা, জুন জর্জ, টেলর মাইকা, তাপুআইভা পিআকুরা, তেরেআকানা কাতাইনা, পুনাংগা কাভেআও, ফিলিকা মারুআরিকি, মারি কাউকুরা, সোনিয়া ভাইআ ও সোফিয়া স্যামুয়েলস (কুক দ্বীপপুঞ্জ)-এর টি২০আই অভিষেক হয়।

১ সেপ্টেম্বর ২০২৩
১৩:৩০
স্কোরকার্ড
ফিজি  
৯৮/৭ (২০ ওভার)
  সামোয়া
৮০ (১৭.৩ ওভার)
ইলিসাপেজি ওয়াগাভাকাতোগা ৪৩ (৫৩)
তেইনেমানে মোরিতা ৫/৮ (৩ ওভার)
আউনোআ ইওপু ২০ (২৭)
কারালাইনি ভাকুরুইভালু ৪/১৪ (৪ ওভার)
ফিজি ১৮ রানে জয়ী
ভানুয়াতু ক্রিকেট মাঠ ২, পোর্ট ভিলা
আম্পায়ার: মেরিয়েল কেনি (ভানুয়াতু) ও লিসা ম্যাককেব (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: ইলিসাপেজি ওয়াগাভাকাতোগা (ফিজি)
  • সামোয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • তেরেসিয়া তালেমাইতোগা, মারিজা রাতুকি, সারাফিনা তুবাকিবাউ (ফিজি), আউনোআ ইওপু, তেইনেমানে মোরিতা, ভিয়া মেরেতিআনা অ্যান্ড্রু ও লেইতু লেওং (সামোয়া)-এর টি২০আই অভিষেক হয়।
  • তেইনেমানে মোরিতা প্রথম সামোয়ান ক্রিকেটার হিসেবে নারী টি২০আই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।[১৪]

১ সেপ্টেম্বর ২০২৩
১৩:৩০
স্কোরকার্ড
পাপুয়া নিউগিনি  
৮৯/৭ (২০ ওভার)
  ভানুয়াতু
৯৩/৫ (১৭.৩ ওভার)
তানিয়া রুমা ২৯ (৪৫)
নাসিমানা নাভাইকা ২/১৪ (৩ ওভার)
সেলিনা সোলমান ৩৮* (৩৬)
সিবোনা জিমি ৩/১৯ (৪ ওভার)
ভানুয়াতু ৫ উইকেটে জয়ী
ভানুয়াতু ক্রিকেট মাঠ, পোর্ট ভিলা
আম্পায়ার: অ্যাশলি গিবনস (অস্ট্রেলিয়া) ও কালালা তানুভাসা (সামোয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: সেলিনা সোলমান (ভানুয়াতু)
  • পাপুয়া নিউ গিনি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • হানে তাউ (পাপুয়া নিউ গিনি)-এর টি২০আই অভিষেক হয়।

২ সেপ্টেম্বর ২০২৩
০৯:৩০
স্কোরকার্ড
পাপুয়া নিউগিনি  
১৬৭/২ (২০ ওভার)
  কুক দ্বীপপুঞ্জ
৬৭ (১৯.৩ ওভার)
নাওআনি ভারে ৭৫* (৬৪)
জামেরা মাএভা ১/১৩ (৪ ওভার)
ফিলিকা মারুআরিকি ৩৬ (৩৫)
কাইয়া আরুয়া ৩/১৩ (৪ ওভার)
পাপুয়া নিউ গিনি ১০০ রানে জয়ী
ভানুয়াতু ক্রিকেট মাঠ, পোর্ট ভিলা
আম্পায়ার: ক্লেয়ার পোলোসাক (অস্ট্রেলিয়া) ও লিসা ম্যাককেব (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: নাওআনি ভারে (পাপুয়া নিউ গিনি)
  • কুক দ্বীপপুঞ্জ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • তেরাইমাতেআতা তোউনা (কুক দ্বীপপুঞ্জ), কেভাউ ফ্র্যাংক ও বুরুকা ভিকি (পাপুয়া নিউ গিনি)-এর টি২০আই অভিষেক হয়।

২ সেপ্টেম্বর ২০২৩
১৩:৩০
স্কোরকার্ড
জাপান  
১৫২/৩ (২০ ওভার)
  সামোয়া
১০৪/৮ (২০ ওভার)
এরিকা ওদা ৪৬ (২৮)
আইলাওয়া আওইনা ২/২৬ (৪ ওভার)
আইলাওয়া আওইনা ৩৪ (৩২)
এরিকা তোগুচি-কুইন ২/২৩ (৪ ওভার)
জাপান ৪৮ রানে জয়ী
ভানুয়াতু ক্রিকেট মাঠ ২, পোর্ট ভিলা
আম্পায়ার: অ্যাশলি গিবনস (অস্ট্রেলিয়া) ও কিম কটন (নিউজিল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: এরিকা ওদা (জাপান)
  • সামোয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৪ সেপ্টেম্বর ২০২৩
০৯:৩০
স্কোরকার্ড
কুক দ্বীপপুঞ্জ  
৫৫ (১৫.২ ওভার)
  ভানুয়াতু
৫৬/২ (১০.২ ওভার)
তেরেআকানা কাতাইনা ১৪ (২৬)
ভ্যানেসা ভিরা ৩/১০ (৩ ওভার)
র‍্যাচেল অ্যান্ড্রু ৩৫ (৩৬)
পুনাংগা কাভেআও ১/১০ (১.২ ওভার)
ভানুয়াতু ৮ উইকেটে জয়ী
ভানুয়াতু ক্রিকেট মাঠ ২, পোর্ট ভিলা
আম্পায়ার: অ্যাশলি গিবনস (অস্ট্রেলিয়া) ও কিম কটন (নিউজিল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: র‍্যাচেল অ্যান্ড্রু (ভানুয়াতু)
  • ভানুয়াতু টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • টিনা মাতো (কুক দ্বীপপুঞ্জ)-এর টি২০আই অভিষেক হয়।

৪ সেপ্টেম্বর ২০২৩
০৯:৩০
স্কোরকার্ড
সামোয়া  
৬১ (১৩ ওভার)
  পাপুয়া নিউগিনি
৬৪/১ (৭.৫ ওভার)
জ্যাসিন্তা সানেলে ১২ (২০)
সিবোনা জিমি ৪/১৬ (৪ ওভার)
নাওআনি ভারে ২৩ (২১)
আইলাওয়া আওইনা ১/১০ (১ ওভার)
পাপুয়া নিউ গিনি ৯ উইকেটে জয়ী
ভানুয়াতু ক্রিকেট মাঠ, পোর্ট ভিলা
আম্পায়ার: মেরিয়েল কেনি (ভানুয়াতু) ও লিসা ম্যাককেব (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: সিবোনা জিমি (পাপুয়া নিউ গিনি)
  • পাপুয়া নিউ গিনি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৪ সেপ্টেম্বর ২০২৩
১৩:৩০
স্কোরকার্ড
ইন্দোনেশিয়া  
১৪৪/৩ (২০ ওভার)
  কুক দ্বীপপুঞ্জ
৭৮/৯ (২০ ওভার)
নি লুহ কেতুত ওয়াসিকা রত্না দেবী ৫৬ (৪৬)
মারি কাউকুরা ২/২৫ (৪ ওভার)
পুনাংগা কাভেআও ১১ (২২)
আন্দ্রিয়ানি ৪/১৫ (৪ ওভার)
ইন্দোনেশিয়া ৬৬ রানে জয়ী
ভানুয়াতু ক্রিকেট মাঠ, পোর্ট ভিলা
আম্পায়ার: ক্লেয়ার পোলোসাক (অস্ট্রেলিয়া) ও লিসা ম্যাককেব (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: নি লুহ কেতুত ওয়াসিকা রত্না দেবী (ইন্দোনেশিয়া)
  • ইন্দোনেশিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • কিসি সালিসা কাস্‌সে ও সাং আয়ু নিয়োমন মাইপ্রিয়ানি (ইন্দোনেশিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

৪ সেপ্টেম্বর ২০২৩
১৩:৩০
স্কোরকার্ড
ফিজি  
৭৫/৭ (২০ ওভার)
  জাপান
৭৬/২ (১৩.৩ ওভার)
রুজি কাইওয়াই ৩৬* (৫৫)
নোনোহা ইয়াসুমোতো ৪/১১ (৪ ওভার)
এরিকা ওদা ৩১* (৩১)
কারালাইনি ভাকুরুইভালু ১/১৫ (৪ ওভার)
জাপান ৮ উইকেটে জয়ী
ভানুয়াতু ক্রিকেট মাঠ ২, পোর্ট ভিলা
আম্পায়ার: কালালা তানুভাসা (সামোয়া) ও মেরিয়েল কেনি (ভানুয়াতু)
ম্যাচ সেরা খেলোয়াড়: নোনোহা ইয়াসুমোতো (জাপান)
  • ফিজি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৫ সেপ্টেম্বর ২০২৩
০৯:৩০
স্কোরকার্ড
জাপান  
৬৩/৭ (২০ ওভার)
  পাপুয়া নিউগিনি
৬৪/১ (৮.১ ওভার)
কুরুমি ওতা ২০* (৪৪)
ভিকি আরাআ ১/৬ (৪ ওভার)
ব্রেন্ডা তাউ ২৩* (২১)
অহল্যা চন্দেল ১/৭ (২ ওভার)
পাপুয়া নিউ গিনি ৯ উইকেটে জয়ী
ভানুয়াতু ক্রিকেট মাঠ, পোর্ট ভিলা
আম্পায়ার: অ্যাশলি গিবনস (অস্ট্রেলিয়া) ও কিম কটন (নিউজিল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: ব্রেন্ডা তাউ (পাপুয়া নিউ গিনি)
  • জাপান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৫ সেপ্টেম্বর ২০২৩
০৯:৩০
স্কোরকার্ড
ফিজি  
৬৬ (১৭.৫ ওভার)
  ইন্দোনেশিয়া
৬৯/০ (১১.২ ওভার)
রুজি কাইওয়াই ২৩ (৩২)
নি মাদে পুত্রী সুবনদেবী ২/৮ (২ ওভার)
নি লুহ কেতুত ওয়াসিকা রত্না দেবী ৪০* (৩৫)
ইন্দোনেশিয়া ১০ উইকেটে জয়ী
ভানুয়াতু ক্রিকেট মাঠ ২, পোর্ট ভিলা
আম্পায়ার: ক্লেয়ার পোলোসাক (অস্ট্রেলিয়া) ও মেরিয়েল কেনি (ভানুয়াতু)
ম্যাচ সেরা খেলোয়াড়: নি লুহ কেতুত ওয়াসিকা রত্না দেবী (ইন্দোনেশিয়া)
  • ইন্দোনেশিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৫ সেপ্টেম্বর ২০২৩
১৩:৩০
স্কোরকার্ড
ভানুয়াতু  
১৭৫/৫ (২০ ওভার)
  ফিজি
৪৭ (১৪.২ ওভার)
ভালেন্তা লাংইয়াতু ৮৭* (৫৭)
আতেজা কাইনোজো ২/৩৪ (৪ ওভার)
আতেজা কাইনোজো ৭ (৮)
সেলিনা সোলমান ৩/৮ (২.২ ওভার)
ভানুয়াতু ১২৮ রানে জয়ী
ভানুয়াতু ক্রিকেট মাঠ, পোর্ট ভিলা
আম্পায়ার: কালালা তানুভাসা (সামোয়া) ও কিম কটন (নিউজিল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: ভালেন্তা লাংইয়াতু (ভানুয়াতু)
  • ভানুয়াতু টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৫ সেপ্টেম্বর ২০২৩
১৩:৩০
স্কোরকার্ড
সামোয়া  
৫২ (২০ ওভার)
  ইন্দোনেশিয়া
৫৩/০ (৫.১ ওভার)
ফাআইউগা সিসিফো ১৮ (৩৩)
আন্দ্রিয়ানি ৩/২ (৪ ওভার)
আন্দ্রিয়ানি ৩৪* (২০)
ইন্দোনেশিয়া ১০ উইকেটে জয়ী
ভানুয়াতু ক্রিকেট মাঠ ২, পোর্ট ভিলা
আম্পায়ার: ক্লেয়ার পোলোসাক (অস্ট্রেলিয়া) ও লিসা ম্যাককেব (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: আন্দ্রিয়ানি (ইন্দোনেশিয়া)
  • ইন্দোনেশিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৭ সেপ্টেম্বর ২০২৩
০৯:৩০
স্কোরকার্ড
জাপান  
৬৬/৭ (২০ ওভার)
  ইন্দোনেশিয়া
৭০/১ (১৪ ওভার)
কুরুমি ওতা ২০ (২৭)
নি লুহ কেতুত ওয়াসিকা রত্না দেবী ৩/১১ (৪ ওভার)
মারিয়া কোরাসোন ২৬* (১০)
এরিকা তোগুচি-কুইন ১/১৩ (২ ওভার)
ইন্দোনেশিয়া ৯ উইকেটে জয়ী
ভানুয়াতু ক্রিকেট মাঠ, পোর্ট ভিলা
আম্পায়ার: কালালা তানুভাসা (সামোয়া) ও কিম কটন (নিউজিল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: নি লুহ কেতুত ওয়াসিকা রত্না দেবী (ইন্দোনেশিয়া)
  • ইন্দোনেশিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৭ সেপ্টেম্বর ২০২৩
০৯:৩০
স্কোরকার্ড
ফিজি  
৪৯ (১৬ ওভার)
  পাপুয়া নিউগিনি
৫৫/১ (৬.৫ ওভার)
ইলিসাপেজি ওয়াগাভাকাতোগা ১৭ (১৬)
কাইয়া আরুয়া ৪/৭ (৩ ওভার)
তানিয়া রুমা ২৪* (১৯)
কারালাইনি ভাকুরুইভালু ১/২৮ (৩.৫ ওভার)
পাপুয়া নিউ গিনি ৯ উইকেটে জয়ী
ভানুয়াতু ক্রিকেট মাঠ ২, পোর্ট ভিলা
আম্পায়ার: অ্যাশলি গিবনস (অস্ট্রেলিয়া) ও ক্লেয়ার পোলোসাক (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: কাইয়া আরুয়া (পাপুয়া নিউ গিনি)
  • ফিজি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৭ সেপ্টেম্বর ২০২৩
১৩:৩০
স্কোরকার্ড
সামোয়া  
১২০/৪ (২০ ওভার)
  কুক দ্বীপপুঞ্জ
৮১ (১৫ ওভার)
ভিয়া মেরেতিআনা অ্যান্ড্রু ৫৬* (৫৮)
সোনিয়া ভাইআ ২/২১ (৪ ওভার)
কোইতাই মাতাওরা ২০ (১৩)
আউনোআ ইওপু ৩/২ (১ ওভার)
সামোয়া ৩৯ রানে জয়ী
ভানুয়াতু ক্রিকেট মাঠ, পোর্ট ভিলা
আম্পায়ার: অ্যাশলি গিবনস (অস্ট্রেলিয়া) ও মেরিয়েল কেনি (ভানুয়াতু)
ম্যাচ সেরা খেলোয়াড়: ভিয়া মেরেতিআনা অ্যান্ড্রু (সামোয়া)
  • সামোয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • মায়া পিআকুরা (কুক দ্বীপপুঞ্জ)-এর টি২০আই অভিষেক হয়।

৭ সেপ্টেম্বর ২০২৩
১৩:৩০
স্কোরকার্ড
ভানুয়াতু  
৮৫/৮ (২০ ওভার)
  ইন্দোনেশিয়া
৬৫ (১৯.১ ওভার)
আলভিনা চিলিয়া ২৯* (৩৩)
সাং আয়ু নিয়োমন মাইপ্রিয়ানি ২/১৩ (৩ ওভার)
মারিয়া কোরাসোন ১৭ (২৪)
র‍্যাচেল অ্যান্ড্রু ৩/৯ (৪ ওভার)
ভানুয়াতু ২০ রানে জয়ী
ভানুয়াতু ক্রিকেট মাঠ ২, পোর্ট ভিলা
আম্পায়ার: কিম কটন (নিউজিল্যান্ড) ও লিসা ম্যাককেব (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: র‍্যাচেল অ্যান্ড্রু (ভানুয়াতু)
  • ইন্দোনেশিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৮ সেপ্টেম্বর ২০২৩
০৯:৩০
স্কোরকার্ড
সামোয়া  
৭৮/৮ (২০ ওভার)
  ভানুয়াতু
৭৯/৩ (১৩ ওভার)
রুথ পাপা জনস্টন ২০ (২৬)
রেইলিন ওভা ২/৭ (৩ ওভার)
র‍্যাচেল অ্যান্ড্রু ৪০ (৩৫)
আউনোআ ইওপু ১/৫ (১ ওভার)
ভানুয়াতু ৭ উইকেটে জয়ী
ভানুয়াতু ক্রিকেট মাঠ, পোর্ট ভিলা
আম্পায়ার: ক্লেয়ার পোলোসাক (অস্ট্রেলিয়া) ও লিসা ম্যাককেব (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: র‍্যাচেল অ্যান্ড্রু (ভানুয়াতু)
  • ভানুয়াতু টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৮ সেপ্টেম্বর ২০২৩
০৯:৩০
স্কোরকার্ড
ফিজি  
৮৮/৬ (২০ ওভার)
  কুক দ্বীপপুঞ্জ
৮৯/২ (১২.১ ওভার)
সুলিয়া ভুনি ৩২ (৩৯)
জামেরা মাএভা ৩/১৮ (৪ ওভার)
জামেরা মাএভা ৪১ (৩৯)
রুজি কাইওয়াই ২/১১ (৩.১ ওভার)
কুক দ্বীপপুঞ্জ ৮ উইকেটে জয়ী
ভানুয়াতু ক্রিকেট মাঠ ২, পোর্ট ভিলা
আম্পায়ার: অ্যাশলি গিবনস (অস্ট্রেলিয়া) ও মেরিয়েল কেনি (ভানুয়াতু)
ম্যাচ সেরা খেলোয়াড়: জামেরা মাএভা (কুক দ্বীপপুঞ্জ)
  • কুক দ্বীপপুঞ্জ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৮ সেপ্টেম্বর ২০২৩
১৩:৩০
স্কোরকার্ড
পাপুয়া নিউগিনি  
১৪১/৪ (২০ ওভার)
  ইন্দোনেশিয়া
৬৪ (১৬.৩ ওভার)
ব্রেন্ডা তাউ ৫০ (৫২)
সাং আয়ু নিয়োমন মাইপ্রিয়ানি ১/২০ (৩ ওভার)
মারিয়া কোরাসোন ৩৩ (৩৪)
ইসাবেল তোউয়া ৩/৩ (২.৩ ওভার)
পাপুয়া নিউ গিনি ৭৭ রানে জয়ী
ভানুয়াতু ক্রিকেট মাঠ, পোর্ট ভিলা
আম্পায়ার: কালালা তানুভাসা (সামোয়া) ও ক্লেয়ার পোলোসাক (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: ব্রেন্ডা তাউ (পাপুয়া নিউ গিনি)
  • ইন্দোনেশিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৮ সেপ্টেম্বর ২০২৩
১৩:৩০
স্কোরকার্ড
ভানুয়াতু  
১০৭/২ (২০ ওভার)
  জাপান
৮৬/৯ (২০ ওভার)
র‍্যাচেল অ্যান্ড্রু ৪৩ (৪৬)
অহল্যা চন্দেল ১/১৩ (৪ ওভার)
হারুনা ইওয়াসাকি ১৬ (১৭)
সেলিনা সোলমান ২/১১ (৪ ওভার)
ভানুয়াতু ২১ রানে জয়ী
ভানুয়াতু ক্রিকেট মাঠ ২, পোর্ট ভিলা
আম্পায়ার: অ্যাশলি গিবনস (অস্ট্রেলিয়া) ও কিম কটন (নিউজিল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: র‍্যাচেল অ্যান্ড্রু (ভানুয়াতু)
  • জাপান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Pathway to ICC Women's T20 World Cup 2024 Qualification begins in Europe"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২৩ 
  2. "Vanuatu Cricket to host 2024 ICC Women's T20 World Cup EAP Qualifier in September 2023"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২৩ 
  3. "Global Qualifier spot up for grabs at Women's T20 World Cup East Asia-Pacific Qualifier in Vanuatu"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৩ 
  4. "VANUATU READY TO HOST ICC WOMEN'S T20 WORLD CUP 2023 EAP QUALIFIER"ভানুয়াতু ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৩ 
  5. "Women's Japan National Team for EAP Qualifier Confirmed"জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২৩ 
  6. "Women's National Team Set to Challenge Japan in T20I Series Ahead of ICC Women's T20WC EAP Qualifier"ভানুয়াতু ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২৩ 
  7. "Vanuatu Win Series 2-0"জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৩ 
  8. "Vanuatu claim historic victory at the ICC Women's T20 World Cup 2024 EAP Qualifier"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৩ 
  9. "Vanuatu Cricket Association Unveils Women's Squad Set to Compete in ICC Women's T20WC EAP Qualifier"ভানুয়াতু ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২৩ 
  10. "女子W杯東アジア太平洋予選|日本代表チーム決定"জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশন (জাপানি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২৩ 
  11. "CICA names women's team for T20 World Cup Qualifier"কুক দ্বীপপুঞ্জ সংবাদ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০২৩ 
  12. "Lewas announce squad"দ্য ন্যাশনাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০২৩ 
  13. "NATIONAL WOMEN'S TEAM ANNOUNCED!!"ক্রিকেট ফিজি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  14. "Vanuatu topple favourites as Indonesia show strength before a ball is bowled"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৩ 

বহিঃসংযোগ সম্পাদনা