পোর্ট ভিলা

দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর রাজধানী ও বৃহত্তম শহর

পোর্ট ভিলা বা পর ভিলা (Port Vila) দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের ওশেনিয়া অঞ্চলের স্বাধীন প্রজাতান্ত্রিক দ্বীপরাষ্ট্র ভানুয়াটুর রাজধানী ও বৃহত্তম শহর। শহরটি দেশটির এফাতে দ্বীপের দক্ষিণ-পূর্ব উপকূলে, শেফা প্রদেশে, মেলে (Mélé) উপসাগরের তীরে অবস্থিত। শহরটির আয়তন মাত্র ৫.৩৭ বর্গকিলোমিটার। উন্নত বন্দরের সুবিধাবিশিষ্ট পোর্ট-ভিলা ভানুয়াটুর অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্রবিন্দু। এর নগরপ্রধান হলের মামবো আলবের সান্দি দানিয়েল; তিনি ২০১৮ সালের জানুয়ারি মাসে নির্বাচিত হন।[] ২০০৯ সালের জনগণনা অনুযায়ী এখানে প্রায় ৪৪ হাজার লোকের বাস।[] এখানে সমগ্র ভানুয়াটু রাষ্ট্রের প্রায় এক-পঞ্চমাংশ অধিবাসী বাস করে। শহরটি ফরাসি ধাঁচের হলেও এখানে একটি বহুজাতিক জনসমষ্টি বাস করে যাদের মধ্যে নি-ভানুয়াটু, ব্রিটিশ, ফরাসি, চীনা ও ভিয়েতনামি সম্প্রদায় আছে। এখানে বেশ কিছু হাসপাতাল, বাণিজ্যিক হোটেল, ক্যাসিনো, বাজার, কেনাকাটার দোকান, ক্রীড়াক্ষেত্র বা স্টেডিয়াম, সাংস্কৃতিক কেন্দ্র , শিক্ষক-প্রশিক্ষণ সংস্থা, মাংস ও মাছ প্রক্রিয়াকরণ কারখানা এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় বিশ্ববিদ্যালয়ের একটি শিক্ষায়তন বা ক্যাম্পাস অবস্থিত।

পোর্ট ভিলা
রাজধানী নগরী
পোর্ট ভিলা নগরী কেন্দ্রভাগের বিমানচিত্র
পোর্ট ভিলা নগরী কেন্দ্রভাগের বিমানচিত্র
পোর্ট ভিলার পতাকা
পতাকা
পোর্ট ভিলা ভানুয়াটু-এ অবস্থিত
পোর্ট ভিলা
পোর্ট ভিলা
ভানুয়াটুতে পোর্ট ভিলা শহরের অবস্থান
স্থানাঙ্ক: ১৭°৪৪′ দক্ষিণ ১৬৮°১৯′ পূর্ব / ১৭.৭৩৩° দক্ষিণ ১৬৮.৩১৭° পূর্ব / -17.733; 168.317
দেশ / রাষ্ট্র ভানুয়াটু
প্রদেশশেফা প্রদেশ
দ্বীপএফাতে
সরকার
 • নগরপ্রধানমামবো আলবের সান্দি দানিয়েল
আয়তন
 • মোট৫.৩৭ বর্গকিমি (২.০৭ বর্গমাইল)
উচ্চতা৫৯ মিটার (১৯৪ ফুট)
জনসংখ্যা (২০১৬ সালের জনগণনা)
 • মোট৫১,৪৩৭
 • জনঘনত্ব৯,৬০০/বর্গকিমি (২৫,০০০/বর্গমাইল)
সময় অঞ্চলVUT (ইউটিসি+১১)

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় (১৯৩৯-১৯৪৫) পোর্ট ভিলা মিত্র শক্তির একটি বিমানঘাঁটি ছিল। শহরের ঠিক বাইরেই বাউয়ারফিল্ড নামক লোকালয়ে একটি আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত। ২০০২ সালের জানুয়ারি মাসে একটি সামুদ্রিক ভূমিকম্পের ফলে শহরটির ও এর আশেপাশের এলাকায় ব্যাপক ক্ষতি হয়। ২০১৫ সালের ১৩ই মার্চ তারিখে সাইক্লোন প্যাম নামের একটি ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের কবলে পড়ে পোর্ট ভিলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "New mayor for Vanuatu's Port Vila", Radio New Zealand International, 27 January 2014
  2. Vanuatu National Statistics Office 2009, The 2009 Vanuatu National Population And Housing Census[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ], Government of Vanuatu, Port Vila.
  3. Andrew Freedman (মার্চ ১৩, ২০১৫)। "Monstrous Category 5 cyclone makes direct hit on tiny Vanuatu"। Mashable। সংগ্রহের তারিখ এপ্রিল ৪, ২০১৫