২০২৩ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ আফ্রিকা বাছাইপর্ব

২০২৩ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ আফ্রিকা বাছাইপর্ব একটি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২৪ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ টুর্নামেন্টে অংশগ্রহণের যোগ্যতা অর্জনের একটি ধাপ হিসেবে খেলা হচ্ছে।[১] আফ্রিকা অঞ্চলের দ্বিতীয় বিভাগ বাছাইপর্ব ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে বতসোয়ানায় অনুষ্ঠিত হয়, এবং টুর্নামেন্টের সেরা দুটি দল উগান্ডায় অনুষ্ঠিতব্য প্রথম বিভাগ বাছাইপর্বে উত্তীর্ণ হয়।[২] ২০২৩ সালের ডিসেম্বর মাসে প্রথম বিভাগ বাছাইপর্ব অনুষ্ঠিত হবে, এবং টু্র্নামেন্টের সেরা দুটি দল ২০২৪ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ বাছাইপর্বে উত্তীর্ণ হবে।[৩]

দ্বিতীয় বিভাগ বাছাইপর্বের ফাইনালে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি প্রথম বিভাগ বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করে বতসোয়ানাকেনিয়া[৪] টুর্নামেন্টের ফাইনালে বতসোয়ানাকে পরাজিত করে বিজয়ী হয় কেনিয়া।[৫]

দলসমূহ সম্পাদনা

দ্বিতীয় বিভাগ প্রথম বিভাগে সরাসরি উত্তীর্ণ

দ্বিতীয় বিভাগ সম্পাদনা

২০২৩ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ আফ্রিকা বাছাইপর্ব দ্বিতীয় বিভাগ
তারিখ২ সেপ্টেম্বর ২০২৩ – ৮ সেপ্টেম্বর ২০২৩
তত্ত্বাবধায়কআফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশন
ক্রিকেটের ধরনটোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনগ্রুপ রাউন্ড-রবিনপ্লেঅফ
আয়োজক  বতসোয়ানা
বিজয়ী  কেনিয়া (১ম শিরোপা)
রানার-আপ  বতসোয়ানা
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা১৬
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়  কুইন্টর আবেল
সর্বাধিক রান সংগ্রহকারী  কুইন্টর আবেল (২৩৮)
সর্বাধিক উইকেটধারী  কুইন্টর আবেল (১৩)

দলীয় সদস্য সম্পাদনা

  এসোয়াতিনি[৬]   কেনিয়া[৭]   ক্যামেরুন[৭]   বতসোয়ানা[৮]   মালাউই[৯]   মোজাম্বিক[৭]   লেসোথো[১০]   সিয়েরা লিওন[৭]
  • ন্তোম্বিজোনকে ম্‌খাৎশোয়া (অধি.)
  • ম্বালি দ্লামিনি (সহ-অধি.)
  • আবাহ্‌লে ন্‌য়িরেন্দা
  • উইনিলে গিনিন্দজা
  • তিবুসিসো দ্লামিনি
  • তেনেলে মালিংগা
  • দুমসিলে দ্লামিনি
  • নোকুলুংগা মাবুজা
  • নোকোয়েতু সিমেলানে
  • নোথান্দো মাবিলা
  • ন্‌কোসিংগিপিলে মাম্বা
  • ন্তোম্বিজোদোয়া ম্‌খাৎশোয়া (উই.)
  • লিন্দোকুহলে মাম্বা
  • লিহলে তোবেলা
  • এস্থার ওয়াচিরা (অধি.)
  • মেলভিন ইদাম্বো (সহ-অধি.)
  • কুইন্টর আবেল
  • কৃষ্ণা বিবেক মেহতা
  • কেলভিয়া ওগোলা
  • চ্যারিটি মুথোনি (উই.)
  • জুডিথ ওগোলা
  • জোসেফিন আব্‌ওম
  • ডেইজি ঞ্জোরোগে
  • ফ্লাভিয়া ওধিয়াম্বো
  • ভেনাসা ওকো
  • মারিওন জুমা
  • মার্সি আহোনো
  • ম্যারি মোয়াংগি (উই.)
  • লাভেন্দাহ ইদাম্বো
  • মিশেল একানি (অধি.) (উই.)
  • অলিভ রানেদুমুন
  • এলসা কানা
  • ক্লেমেন্স মানিদোম
  • চুয়াবো লেসলি
  • বের্নাদেত ম্বিদা
  • বেলতিনি দিওম
  • ব্রেন্ডা ওয়ালুমা
  • মাদালেন সিসাকো (উই.)
  • মায়েভা দুমা
  • মার্গারিত বেসালা
  • সাইনেরাহ ম্বোয়ে
  • সান্দ্রা অ্যানি নোনো
  • সোনিতা আকেনজি
  • লরা মোপাকেদি (অধি.) (উই.)
  • আমান্ত্‌লে মোকগোৎলে
  • ওয়েন্ডি মোউৎসুই
  • ওরাতিলে ক্‌গেরেসি
  • গোইৎসোওনে সেৎশোয়ানে
  • গোয়াবিলোয়ে মাতোমে
  • তুয়েলো শ্যাডর‌্যাক
  • পাকো মাপোৎসানে
  • ফ্লোরেন্স সামান্‌য়িকা
  • বোৎসোগো ম্পেদি
  • বোতো ফ্রিম্যান
  • বোন্তলে মাদিমাবে (উই.)
  • মেরাপেলো পিয়াসে
  • শামিলা মোসোয়েউ
  • ভ্যানেসা পিরি (অধি.)
  • সুংগেনি কানাঞ্জি (সহ-অধি.)
  • আলিনাফে আলফোনসো
  • কেটরিনা চিংগাইপে
  • তাদালা ম্পান্দাকোয়ায়া
  • ত্রিপোনিয়া লুকা
  • নেলা ম্পান্দাকোয়ায়া
  • প্রেইজ মাজিয়া
  • ফেব্বে মালেফুলা
  • মার্সি কুদিম্বা (উই.)
  • ম্যারি মাব্‌ভুকা (উই.)
  • লিডিয়া দিম্বা
  • লুসি মালিনো
  • সোফিনা চিনাওয়া
  • পালমিরা কুইনিকা (অধি.) (উই.)
  • অ্যামেলিয়া মুন্দুন্দো
  • আইরিন মুলিয়োভো
  • আনজেলিকা সালোমাঁও
  • আবেলিনা মোইয়ানে
  • আলদা মাংগি
  • ইসাবেল মাবুন্দা
  • ইসাবেল শুমা
  • ওলগা মাৎসোলো
  • ক্রিস্তিনা মাগাইয়া
  • দালচেসিয়া দুভানে
  • ফের্নান্দা আরলিন্দা জাভালা
  • রেজিনা মাজুম্বা
  • র‍্যাকেল দুভানে (উই.)
  • মানেও নিয়াবেলা (অধি.)
  • মোসা ৎসেমানে (সহ-অধি.)
  • কানানেলো পোহলো (উই.)
  • কানানেলো মাবিৎলে
  • কানানেলো মোলাপো
  • কারাবো মোহালে
  • কাহলিসো দামানে
  • থাতো মাহে
  • থান্দি কোবেলি (উই.)
  • নানা মোকাচানে
  • পাবালো পেকো
  • মাকোপানো মাবাতোআনা
  • মামোতেপানে মোকোআৎসেলা
  • লিমেমা রেৎস্‌'এপিলে
  • ফাতমাতা পার্কিনসন (অধি.)
  • অ্যান-মারি কামারা
  • অ্যালিস ফিলি
  • ইশা কুয়ে
  • ইসাতু কোরোমা
  • এমা কামারা
  • জয়নব কামারা (উই.)
  • জ্যানেট কোওয়া
  • ফাতু কোন্তেহ্‌ (উই.)
  • ফাতু পেস্‌সিমা
  • মারি তুরে
  • রামাতু তুরে (উই.)
  • সেলিনা বুল
  • হাসানাতু সাওয়ানেহ্‌
  • হোসেনাতু সাওয়ানেহ্‌

গ্রুপ পর্ব সম্পাদনা

গ্রুপ এ সম্পাদনা

পয়েন্ট তালিকা সম্পাদনা
অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
  কেনিয়া +৬.৭১৯
  বতসোয়ানা (H) +১.১১৭
  মালাউই +১.৪৪৫
  লেসোথো −৮.৬১৭
উৎস: ইএসপিএনক্রিকইনফো
(H) স্বাগতিক।

     প্লেঅফে উত্তীর্ণ

সূচি সম্পাদনা
২ সেপ্টেম্বর ২০২৩
০৯:৩০
স্কোরকার্ড
কেনিয়া  
১৬৪/১ (২০ ওভার)
  বতসোয়ানা
৫৩ (২০ ওভার)
কুইন্টর আবেল ৭১ (৪৬)
পাকো মাপোৎসানে ১/২৮ (৪ ওভার)
গোয়াবিলোয়ে মাতোমে ২৪* (৩৮)
কুইন্টর আবেল ৪/৭ (৪ ওভার)
কেনিয়া ১১১ রানে জয়ী
বতসোয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন ওভাল ১, গাবোরোনে
আম্পায়ার: লরেন আখেনবাখ (দক্ষিণ আফ্রিকা) ও সারা দাম্বানেভানা (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: কুইন্টর আবেল (কেনিয়া)
  • কেনিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২ সেপ্টেম্বর ২০২৩
০৯:৩০
স্কোরকার্ড
মালাউই  
১৮৯/৫ (২০ ওভার)
  লেসোথো
৫৩ (১৭.৩ ওভার)
লিডিয়া দিম্বা ৭৪* (৪৯)
লিমেমা রেৎস্‌'এপিলে ১/১৮ (৩ ওভার)
কানানেলো মোলাপো ১১ (১৯)
ভ্যানেসা পিরি ৪/৯ (৪ ওভার)
মালাউই ১৩৬ রানে জয়ী
বতসোয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন ওভাল ২, গাবোরোনে
আম্পায়ার: কেরিন ক্লাসতা (দক্ষিণ আফ্রিকা) ও জাস্টিন মুজুংগু (বতসোয়ানা)
ম্যাচ সেরা খেলোয়াড়: লিডিয়া দিম্বা (মালাউই)
  • লেসোথো টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • কেটরিনা চিংগাইপে, ফেব্বে মালেফুলা, মার্সি কুদিম্বা, লিডিয়া দিম্বা, লুসি মালিনো, সুংগেনি কানাঞ্জি, সোফিনা চিনাওয়া (মালাউই), কানানেলো পোহলো, কানানেলো মোলাপো, থাতো মাহে, নানা মোকাচানে, মাকোপানো মাবাতোআনা, মানেও নিয়াবেলা, মামোতেপানে মোকোআৎসেলা, মোসা ৎসেমানে ও লিমেমা রেৎস্‌'এপিলে (লেসোথো)-এর টি২০আই অভিষেক হয়।

৩ সেপ্টেম্বর ২০২৩
০৯:৩০
স্কোরকার্ড
মালাউই  
৬২/৮ (২০ ওভার)
  কেনিয়া
৬৩/৩ (১০.৫ ওভার)
সোফিনা চিনাওয়া ২৩ (২৫)
লাভেন্দাহ ইদাম্বো ৩/৯ (৪ ওভার)
কুইন্টর আবেল ৩০ (২৮)
কেটরিনা চিংগাইপে ১/১১ (৩ ওভার)
কেনিয়া ৭ উইকেটে জয়ী
বতসোয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন ওভাল ১, গাবোরোনে
আম্পায়ার: কেরিন ক্লাসতা (দক্ষিণ আফ্রিকা) ও জাস্টিন মুজুংগু (বতসোয়ানা)
ম্যাচ সেরা খেলোয়াড়: লাভেন্দাহ ইদাম্বো (কেনিয়া)
  • মালাউই টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৩ সেপ্টেম্বর ২০২৩
০৯:৩০
স্কোরকার্ড
বতসোয়ানা  
২০৪/৪ (২০ ওভার)
  লেসোথো
৩১ (৯ ওভার)
শামিলা মোসোয়েউ ৮৬* (৬৩)
মাকোপানো মাবাতোআনা ২/৩০ (৩ ওভার)
থাতো মাহে ২১ (১৯)
গোয়াবিলোয়ে মাতোমে ৬/১ (৩ ওভার)
বতসোয়ানা ১৭৩ রানে জয়ী
বতসোয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন ওভাল ২, গাবোরোনে
আম্পায়ার: ফোরস্টার মুতিজোয়া (জিম্বাবুয়ে) ও লরেন আখেনবাখ (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: শামিলা মোসোয়েউ (বতসোয়ানা)
  • বতসোয়ানা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ওয়েন্ডি মোউৎসুই ও গোইৎসোওনে সেৎশোয়ানে (বতসোয়ানা)-এর টি২০আই অভিষেক হয়।
  • গোয়াবিলোয়ে মাতোমে (বতসোয়ানা) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।

৫ সেপ্টেম্বর ২০২৩
১৩:৫০
স্কোরকার্ড
বতসোয়ানা  
১২৪/৪ (২০ ওভার)
  মালাউই
১১৯/৮ (২০ ওভার)
গোয়াবিলোয়ে মাতোমে ৪০* (৩৪)
কেটরিনা চিংগাইপে ২/২৬ (৪ ওভার)
সুংগেনি কানাঞ্জি ৪২ (২৭)
গোয়াবিলোয়ে মাতোমে ৩/১৭ (৪ ওভার)
বতসোয়ানা ৫ রানে জয়ী
বতসোয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন ওভাল ১, গাবোরোনে
আম্পায়ার: আইজ্যাক ওয়িয়েকো (কেনিয়া) ও লরেন আখেনবাখ (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: গোয়াবিলোয়ে মাতোমে (বতসোয়ানা)
  • মালাউই টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৫ সেপ্টেম্বর ২০২৩
১৩:৫০
স্কোরকার্ড
কেনিয়া  
২৩৪/১ (২০ ওভার)
  লেসোথো
২৬ (১৩ ওভার)
কুইন্টর আবেল ১০৯ (৫২)
থান্দি কোবেলি ১/৩৮ (৪ ওভার)
কাহলিসো দামানে ১০ (১৫)
লাভেন্দাহ ইদাম্বো ৪/১৪ (৪ ওভার)
কেনিয়া ২০৮ রানে জয়ী
বতসোয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন ওভাল ২, গাবোরোনে
আম্পায়ার: জাস্টিন মুজুংগু (বতসোয়ানা) ও সারা দাম্বানেভানা (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: কুইন্টর আবেল (কেনিয়া)
  • কেনিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • কৃষ্ণা বিবেক মেহতা, জুডিথ ওগোলা (কেনিয়া) ও কাহলিসো দামানে (লেসোথো)-এর টি২০আই অভিষেক হয়।
  • কুইন্টর আবেল প্রথম কেনীয় ক্রিকেটার হিসেবে নারী টি২০আই ক্রিকেটে শতরানের ইনিংস খেলেন।

গ্রুপ বি সম্পাদনা

পয়েন্ট তালিকা সম্পাদনা
অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
  সিয়েরা লিওন +৬.১৫৪
  ক্যামেরুন +০.৬০১
  মোজাম্বিক +০.১৪০
  এসোয়াতিনি −৫.১৮৩

     প্লেঅফে উত্তীর্ণ

সূচি সম্পাদনা
২ সেপ্টেম্বর ২০২৩
১৩:৫০
স্কোরকার্ড
মোজাম্বিক  
১৫০/৪ (২০ ওভার)
  এসোয়াতিনি
৪৮ (৭.৩ ওভার)
পালমিরা কুইনিকা ৪৫ (৬৬)
ন্তোম্বিজোনকে ম্‌খাৎশোয়া ৩/২৪ (৪ ওভার)
নোথান্দো মাবিলা ১৭ (১৩)
রেজিনা মাজুম্বা ২/১ (০.৩ ওভার)
মোজাম্বিক ১০২ রানে জয়ী
বতসোয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন ওভাল ১, গাবোরোনে
আম্পায়ার: আইজ্যাক ওয়িয়েকো (কেনিয়া) ও সারা দাম্বানেভানা (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: পালমিরা কুইনিকা (মোজাম্বিক)
  • এসোয়াতিনি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • তিবুসিসো দ্লামিনি, নোকোয়েতু সিমেলানে, লিন্দোকুহলে মাম্বা (এসোয়াতিনি) ও রেজিনা মাজুম্বা (মোজাম্বিক)-এর টি২০আই অভিষেক হয়।

২ সেপ্টেম্বর ২০২৩
১৩:৫০
স্কোরকার্ড
ক্যামেরুন  
৪০ (১৩.৫ ওভার)
  সিয়েরা লিওন
৪২/৩ (৬ ওভার)
সোনিতা আকেনজি ৮* (১০)
অ্যালিস ফিলি ৪/১১ (৩ ওভার)
মারি তুরে ২০* (১৭)
সিয়েরা লিওন ৭ উইকেটে জয়ী
বতসোয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন ওভাল ২, গাবোরোনে
আম্পায়ার: পার্সিভাল সিজারা (জিম্বাবুয়ে) ও ফোরস্টার মুতিজোয়া (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: অ্যালিস ফিলি (সিয়েরা লিওন)
  • সিয়েরা লিওন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৩ সেপ্টেম্বর ২০২৩
১৩:৫০
স্কোরকার্ড
মোজাম্বিক  
৫৫ (১৬.৩ ওভার)
  সিয়েরা লিওন
৫৬/০ (৭.১ ওভার)
আইরিন মুলিয়োভো ১২ (৩০)
জ্যানেট কোওয়া ৩/৭ (৪ ওভার)
এমা কামারা ৩১* (১৭)
সিয়েরা লিওন ১০ উইকেটে জয়ী
বতসোয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন ওভাল ১, গাবোরোনে
আম্পায়ার: আইজ্যাক ওয়িয়েকো (কেনিয়া) ও পার্সিভাল সিজারা (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: এমা কামারা (সিয়েরা লিওন)
  • সিয়েরা লিওন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৩ সেপ্টেম্বর ২০২৩
১৩:৫০
স্কোরকার্ড
ক্যামেরুন  
১২৫/৪ (২০ ওভার)
  এসোয়াতিনি
৬৩ (১২.৩ ওভার)
মাদালেন সিসাকো ৫৭ (৬২)
উইনিলে গিনিন্দজা ২/২৭ (৪ ওভার)
ম্বালি দ্লামিনি ১৭ (১৪)
ক্লেমেন্স মানিদোম ৩/১০ (৩.৩ ওভার)
ক্যামেরুন ৬২ রানে জয়ী
বতসোয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন ওভাল ২, গাবোরোনে
আম্পায়ার: জাস্টিন মুজুংগু (বতসোয়ানা) ও সারা দাম্বানেভানা (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: মাদালেন সিসাকো (ক্যামেরুন)
  • এসোয়াতিনি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আবাহ্‌লে ন্‌য়িরেন্দা (এসোয়াতিনি)-এর টি২০আই অভিষেক হয়।

৫ সেপ্টেম্বর ২০২৩
০৯:৩০
স্কোরকার্ড
ক্যামেরুন  
১১৫/৬ (২০ ওভার)
  মোজাম্বিক
৮২ (১৬.৫ ওভার)
মাদালেন সিসাকো ২৭ (৩০)
ক্রিস্তিনা মাগাইয়া ৪/২৪ (৪ ওভার)
ফের্নান্দা আরলিন্দা জাভালা ২১ (২০)
চুয়াবো লেসলি ৩/১৩ (৩.৫ ওভার)
ক্যামেরুন ৩৩ রানে জয়ী
বতসোয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন ওভাল ১, গাবোরোনে
আম্পায়ার: এলিজাবেথ ফ্রেঞ্চ (সিয়েরা লিওন) ও ফোরস্টার মুতিজোয়া (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: মাদালেন সিসাকো (ক্যামেরুন)
  • মোজাম্বিক টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৫ সেপ্টেম্বর ২০২৩
০৯:৩০
স্কোরকার্ড
সিয়েরা লিওন  
১৭৩/৬ (২০ ওভার)
  এসোয়াতিনি
২৬ (১৪.৪ ওভার)
অ্যান-মারি কামারা ৫১ (৩৪)
নোকোয়েতু সিমেলানে ১/১২ (১ ওভার)
ন্তোম্বিজোনকে ম্‌খাৎশোয়া ৬ (৮)
অ্যান-মারি কামারা ২/১ (৩ ওভার)
সিয়েরা লিওন ১৪৭ রানে জয়ী
বতসোয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন ওভাল ২, গাবোরোনে
আম্পায়ার: কেরিন ক্লাসতা (দক্ষিণ আফ্রিকা) ও পার্সিভাল সিজারা (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: অ্যান-মারি কামারা (সিয়েরা লিওন)
  • সিয়েরা লিওন টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • রামাতু তুরে (সিয়েরা লিওন)-এর টি২০আই অভিষেক হয়।

প্লেঅফ সম্পাদনা

বন্ধনী সম্পাদনা

  সেমিফাইনাল     ফাইনাল
                 
  এ২   বতসোয়ানা ১৩১/৭ (২০)  
  বি১   সিয়েরা লিওন ১১৪/৫ (২০)    
      এ২   বতসোয়ানা ৫২ (১৪.২)
      এ১   কেনিয়া ৫৩/১ (৮.১)
  এ১   কেনিয়া ১৫৬/৫ (২০)    
  বি২   ক্যামেরুন ৩৮ (১৪.৪)   ৩য় স্থান নির্ধারণী
 
বি২   ক্যামেরুন ৬৮/৬ (২০)
  বি১   সিয়েরা লিওন ৭২/৩ (৯.৫)

সেমিফাইনাল সম্পাদনা

১ম সেমিফাইনাল সম্পাদনা
৬ সেপ্টেম্বর ২০২৩
০৯:৩০
স্কোরকার্ড
বতসোয়ানা  
১৩১/৭ (২০ ওভার)
  সিয়েরা লিওন
১১৪/৫ (২০ ওভার)
ফ্লোরেন্স সামান্‌য়িকা ২২ (৩৩)
অ্যালিস ফিলি ২/২৫ (৪ ওভার)
এমা কামারা ২৫ (২৩)
শামিলা মোসোয়েউ ১/১৪ (৪ ওভার)
বতসোয়ানা ১৭ রানে জয়ী
বতসোয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন ওভাল ১, গাবোরোনে
আম্পায়ার: লরেন আখেনবাখ (দক্ষিণ আফ্রিকা) ও সারা দাম্বানেভানা (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: শামিলা মোসোয়েউ (বতসোয়ানা)
  • বতসোয়ানা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
২য় সেমিফাইনাল সম্পাদনা
৬ সেপ্টেম্বর ২০২৩
১৩:৫০
স্কোরকার্ড
কেনিয়া  
১৫৬/৫ (২০ ওভার)
  ক্যামেরুন
৩৮ (১৪.৪ ওভার)
এস্থার ওয়াচিরা ৫১* (৪৬)
বের্নাদেত ম্বিদা ২/২০ (২ ওভার)
অলিভ রানেদুমুন ১১ (১৬)
কুইন্টর আবেল ৫/৫ (৪ ওভার)
কেনিয়া ১১৮ রানে জয়ী
বতসোয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন ওভাল ১, গাবোরোনে
আম্পায়ার: কেরিন ক্লাসতা (দক্ষিণ আফ্রিকা) ও ফোরস্টার মুতিজোয়া (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: কুইন্টর আবেল (কেনিয়া)
  • কেনিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় স্থান নির্ধারণী সম্পাদনা

৮ সেপ্টেম্বর ২০২৩
০৯:৩০
স্কোরকার্ড
ক্যামেরুন  
৬৮/৬ (২০ ওভার)
  সিয়েরা লিওন
৭২/৩ (৯.৫ ওভার)
মার্গারিত বেসালা ১৬* (১৯)
জ্যানেট কোওয়া ২/৮ (৪ ওভার)
জয়নব কামারা ৩৭* (২৫)
সোনিতা আকেনজি ১/১৫ (২ ওভার)
সিয়েরা লিওন ৭ উইকেটে জয়ী
বতসোয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন ওভাল ১, গাবোরোনে
আম্পায়ার: পার্সিভাল সিজারা (জিম্বাবুয়ে) ও সারা দাম্বানেভানা (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: জয়নব কামারা (সিয়েরা লিওন)
  • ক্যামেরুন টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

ফাইনাল সম্পাদনা

৮ সেপ্টেম্বর ২০২৩
১৩:৫০
স্কোরকার্ড
বতসোয়ানা  
৫২ (১৪.২ ওভার)
  কেনিয়া
৫৩/১ (৮.১ ওভার)
ফ্লোরেন্স সামান্‌য়িকা ২২ (২৩)
ফ্লাভিয়া ওধিয়াম্বো ৪/১০ (৩.২ ওভার)
ডেইজি ঞ্জোরোগে ২৬* (২৪)
গোয়াবিলোয়ে মাতোমে ১/১৯ (৪ ওভার)
কেনিয়া ৯ উইকেটে জয়ী
বতসোয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন ওভাল ১, গাবোরোনে
আম্পায়ার: ফোরস্টার মুতিজোয়া (জিম্বাবুয়ে) ও লরেন আখেনবাখ (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: ফ্লাভিয়া ওধিয়াম্বো (কেনিয়া)
  • বতসোয়ানা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Pathway to ICC Women's T20 World Cup 2024 Qualification begins in Europe"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২৩ 
  2. "Botswana Cricket and Uganda Cricket to host 2024 ICC Women's T20 World Cup Africa Qualifiers"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০২৩ 
  3. "Uganda to host Women's T20 World Cup Qualifiers in December"কাওও স্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ মে ২০২৩ 
  4. "Kenya, Bostwana advance to final round of WC qualifiers"নেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২৩ 
  5. "Kenya Women emerge victorious in ICC - Africa Division II Qualifier"ক্রিকেট কেনিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৩ 
  6. "Our final 14 to represent the country in the upcoming ICC Women's T20 World Cup Africa qualifiers division 2 in Botswana"এসোয়াতিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  7. "Botswana ready to host Africa women once again"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২৩ 
  8. "🚨Announcement🚨"বতসোয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  9. "MALAWI READY!"ক্রিকেট মালাউই (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  10. "A team that will represent our country 🇱🇸 in the ICC Women's T20 World Cup qualifiers to be staged in Gaborone Botswana on the 31st August to 9th September 2023..Let's wish them well"লেসোথো ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 

বহিঃসংযোগ সম্পাদনা