২০২২ শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের পাকিস্তান সফর

আন্তর্জাতিক ক্রিকেট সফর

শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল ২০২২ সালের মে ও জুন মাসে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) খেলার জন্য পাকিস্তান সফর করে।[][] ওডিআই ম্যাচগুলো ২০২২–২০২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে খেলা হয়।[] সিরিজের সবগুলো ম্যাচ করাচির সাউথএন্ড ক্লাব ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হয়।[][] ২০২২ সালের ১১ মে শ্রীলঙ্কা সফরের জন্য নিজেদের দল ঘোষণা করে।[] তার পরদিন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পাকিস্তান দলের অধিনায়ক হিসেবে বিসমাহ মারুফের থাকার কথা নিশ্চিত করে।[] ২০২২ সালের ১৮ মে পাকিস্তানের দল ঘোষিত হয়।[]

২০২২ শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের পাকিস্তান সফর
 
  পাকিস্তান শ্রীলঙ্কা
তারিখ ২৪ মে ২০২২ – ৫ জুন ২০২২
অধিনায়ক বিসমাহ মারুফ চামারি আতাপাত্তু
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে পাকিস্তান ২–১ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান সিদরা আমিন (২১৮) চামারি আতাপাত্তু (১৪২)
সর্বাধিক উইকেট ফাতিমা সানা (৮) ওশাদি রণসিংহে (৪)
সিরিজ সেরা খেলোয়াড় সিদরা আমিন (পাকিস্তান)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে পাকিস্তান ৩–০ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান বিসমাহ মারুফ (৬৫) হাসিনি পেরেরা (৬৩)
সর্বাধিক উইকেট তুবা হাসান (৫) ওশাদি রণসিংহে (৬)
সিরিজ সেরা খেলোয়াড় তুবা হাসান (পাকিস্তান)

টি২০আই সিরিজে পাকিস্তান ৩–০ ব্যবধানে জয়লাভ করে।[] ওডিআই সিরিজে পাকিস্তান ২–১ ব্যবধানে জয়ী হয়।[১০]

দলীয় সদস্য

সম্পাদনা
  পাকিস্তান   শ্রীলঙ্কা
ওডিআই[১১] টি২০আই[১২] ওডিআই ও টি২০আই[১৩][১৪]

কাব্য কাভিন্দি, থারিকা সেব্বন্দি, মালশা শেহানি, রশ্মি দে সিলভা ও সত্যা সন্দীপনিকে শ্রীলঙ্কা দলে স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে রাখা হয়।[১৫]

টি২০আই সিরিজ

সম্পাদনা

১ম টি২০আই

সম্পাদনা
২৪ মে ২০২২
১৪:০০
স্কোরকার্ড
শ্রীলঙ্কা  
১০৬/৮ (২০ ওভার)
  পাকিস্তান
১০৭/৪ (১৮.২ ওভার)
নীলাক্ষী দে সিলভা ২৫ (২২)
তুবা হাসান ৩/৮ (৪ ওভার)
নিদা দার ৩৬* (২৭)
ওশাদি রণসিংহে ২/২০ (৩.২ ওভার)
পাকিস্তান ৬ উইকেটে জয়ী
সাউথএন্ড ক্লাব ক্রিকেট স্টেডিয়াম, করাচি
আম্পায়ার: আসিফ ইয়াকুব (পাকিস্তান) ও ফয়সাল আফ্রিদি (পাকিস্তান)
ম্যাচ সেরা খেলোয়াড়: তুবা হাসান (পাকিস্তান)
  • শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • গুল ফিরোজা ও তুবা হাসান (পাকিস্তান)-এর টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই

সম্পাদনা
২৬ মে ২০২২
১৪:০০
স্কোরকার্ড
শ্রীলঙ্কা  
১০২/৬ (২০ ওভার)
  পাকিস্তান
১০৪/৩ (১৭.১ ওভার)
হাসিনি পেরেরা ৩৫ (৫১)
তুবা হাসান ১/১৩ (৪ ওভার)
আয়েশা নাসিম ৪৫* (৩২)
অচিনি কূলসূর্য ১/১১ (২ ওভার)
পাকিস্তান ৭ উইকেটে জয়ী
সাউথএন্ড ক্লাব ক্রিকেট স্টেডিয়াম, করাচি
আম্পায়ার: ইমরান জাভেদ (পাকিস্তান) ও ফয়সাল আফ্রিদি (পাকিস্তান)
ম্যাচ সেরা খেলোয়াড়: আয়েশা নাসিম (পাকিস্তান)
  • শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় টি২০আই

সম্পাদনা
২৮ মে ২০২২
১৪:০০
স্কোরকার্ড
শ্রীলঙ্কা  
১০৭/৮ (২০ ওভার)
  পাকিস্তান
১০৮/৬ (২০ ওভার)
মুনিবা আলি ২৫ (৩৩)
ওশাদি রণসিংহে ৩/১৮ (৪ ওভার)
পাকিস্তান ৪ উইকেটে জয়ী
সাউথএন্ড ক্লাব ক্রিকেট স্টেডিয়াম, করাচি
আম্পায়ার: আসিফ ইয়াকুব (পাকিস্তান) ও ইমতিয়াজ ইকবাল (পাকিস্তান)
ম্যাচ সেরা খেলোয়াড়: বিসমাহ মারুফ (পাকিস্তান)
  • শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

ওডিআই সিরিজ

সম্পাদনা

১ম ওডিআই

সম্পাদনা
১ জুন ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
শ্রীলঙ্কা  
১৬৯ (৪৭.৫ ওভার)
  পাকিস্তান
১৭০/২ (৪১.৫ ওভার)
কবীষা দিলহারি ৪৯* (৫০)
গুলাম ফাতিমা ৪/২১ (১০ ওভার)
সিদরা আমিন ৭৬ (১১৯)
অচিনি কূলসূর্য ১/১৩ (৫ ওভার)
পাকিস্তান ৮ উইকেটে জয়ী
সাউথএন্ড ক্লাব ক্রিকেট স্টেডিয়াম, করাচি
আম্পায়ার: আসিফ ইয়াকুব (পাকিস্তান) ও ফয়সাল আফ্রিদি (পাকিস্তান)
ম্যাচ সেরা খেলোয়াড়: গুলাম ফাতিমা (পাকিস্তান)
  • শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • নারী চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: পাকিস্তান ২, শ্রীলঙ্কা ০।

২য় ওডিআই

সম্পাদনা
৩ জুন ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
পাকিস্তান  
২৫৩/২ (৫০ ওভার)
  শ্রীলঙ্কা
১৮০/৯ (৫০ ওভার)
সিদরা আমিন ১২৩ (১৫০)
কবীষা দিলহারি ১/৪৩ (১০ ওভার)
হর্ষিতা মাধবী ৪১ (৪৮)
ফাতিমা সানা ৪/২৬ (১০ ওভার)
পাকিস্তান ৭৩ রানে জয়ী
সাউথএন্ড ক্লাব ক্রিকেট স্টেডিয়াম, করাচি
আম্পায়ার: ইমরান জাভেদ (পাকিস্তান) ও ফয়সাল আফ্রিদি (পাকিস্তান)
ম্যাচ সেরা খেলোয়াড়: সিদরা আমিন (পাকিস্তান)
  • পাকিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • সচিনি নিশংসলা (শ্রীলঙ্কা)-এর ওডিআই অভিষেক হয়।
  • নারী চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: পাকিস্তান ২, শ্রীলঙ্কা ০।

৩য় ওডিআই

সম্পাদনা
৫ জুন ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
শ্রীলঙ্কা  
২৬০/৭ (৫০ ওভার)
  পাকিস্তান
১৬৭ (৪১.৪ ওভার)
চামারি আতাপাত্তু ১০১ (৮৫)
আনাম আমিন ২/৪৩ (১০ ওভার)
শ্রীলঙ্কা ৯৩ রানে জয়ী
সাউথএন্ড ক্লাব ক্রিকেট স্টেডিয়াম, করাচি
আম্পায়ার: আসিফ ইয়াকুব (পাকিস্তান) ও ইমতিয়াজ ইকবাল (পাকিস্তান)
ম্যাচ সেরা খেলোয়াড়: চামারি আতাপাত্তু (শ্রীলঙ্কা)
  • শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • নারী চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: শ্রীলঙ্কা ২, পাকিস্তান ০।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Sri Lanka Women to tour Pakistan for three ODIs and T20Is in May-June"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২২ 
  2. "Pakistan to host Sri Lanka for six-match LOI series in Karachi from May 24"উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২২ 
  3. "Fixtures announced for Sri Lanka Women's tour of Pakistan"দ্যপাপারে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২২ 
  4. "Details of Pakistan v Sri Lanka women's series announced"পাকিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২২ 
  5. "Pakistan to host Sri Lanka for white-ball series including ICC Women's Championship ODIs"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২২ 
  6. "Sri Lanka Women's squad for tour of Pakistan"পাকিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ মে ২০২২ 
  7. "Bismah Maroof to stay on as Pakistan white-ball captain"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ মে ২০২২ 
  8. "Pakistan name new faces in white-ball squad to face Sri Lanka"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২২ 
  9. "Pakistan win scrappy contest off the last ball to sweep series"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২২ 
  10. "All-round Athapaththu, Madavi help SL end tour with win"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২২ 
  11. "Two uncapped players included in T20I squad for Sri Lanka series"পাকিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২২ 
  12. "Three uncapped players in Pakistan squad for Sri Lanka series; Javeria Khan dropped"উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২২ 
  13. "Sri Lanka Women's squad for tour of Pakistan"শ্রীলঙ্কা ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ মে ২০২২ 
  14. "Sri Lanka announce 15-member squad for white-ball tour of Pakistan"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ মে ২০২২ 
  15. "Sri Lanka squad for Tour of Pakistan announced"দ্যপাপারে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ মে ২০২২ 

বহিঃসংযোগ

সম্পাদনা