২০২২ ফ্রান্স চতুর্দেশীয় সিরিজ

আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট

২০২২ ফ্রান্স চতুর্দেশীয় সিরিজ ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২২ সালের মে মাসে ফ্রান্সে অনুষ্ঠিত হয়।[১][২] সিরিজটিতে স্বাগতিক ফ্রান্সের সঙ্গে অংশগ্রহণ করে অস্ট্রিয়া, জার্সিস্পেন[৩][৪] এ টুর্নামেন্টেই স্পেন দল নিজেদের প্রথম আনুষ্ঠানিক টি২০আই ম্যাচ খেলে।[৫] টুর্নামেন্টে নিজেদের চার ম্যাচের প্রতিটিতে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হয় জার্সি।[৬][৭][৮]

২০২২ ফ্রান্স চতুর্দেশীয় সিরিজ
তারিখ৫ মে ২০২২ – ৮ মে ২০২২
তত্ত্বাবধায়কফ্রান্স ক্রিকেট
ক্রিকেটের ধরনটোয়েন্টি২০ আন্তর্জাতিক
আয়োজক ফ্রান্স
বিজয়ী জার্সি
রানার-আপ ফ্রান্স
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়অস্ট্রিয়া মহাদেবা পাথিরান্নেহেলাগে
সর্বাধিক রান সংগ্রহকারীস্পেন এলস্পেথ ফাউলার (১৪১)
সর্বাধিক উইকেটধারীঅস্ট্রিয়া মহাদেবা পাথিরান্নেহেলাগে (৮)

দলীয় সদস্য সম্পাদনা

  অস্ট্রিয়া[৯]   জার্সি[১০]   ফ্রান্স[৯]   স্পেন[১১]
  • গান্ধালি বাপাত (অধি.) (উই.)
  • জো-অঁতোয়ানেত স্টিশলিৎস (সহ-অধি.)
  • আনিশা নূকল (উই.)
  • আশমান সাইফি
  • প্রিয়া সাবু
  • বুসরা উজা (উই.)
  • ভালেন্টিনা আভদিলায়
  • মহাদেবা পাথিরান্নেহেলাগে
  • রাফায়েলা ট্রেবিংগার
  • রেজার্তা আভদিলায়
  • সৌজন্য ব্যাঙ্গালোর চামুণ্ডাইয়া
  • স্মৃতি কোহলি
  • হরজীবন ভুল্লার
  • হানা সিম্পসন-পার্কার
  • ক্লোয়ি গ্রিশান (অধি.)
  • শার্লট মাইলস (সহ-অধি.) (উই.)
  • অলিভ স্মিথ
  • এরিন গুজ
  • এরিন ডাফি
  • গ্রেস ওয়েদারঅল
  • জর্জিয়া ম্যালেট (উই.)
  • টিয়া ব্রকলসবি
  • ট্রিনিটি স্মিথ
  • ফ্লোরি কপলি
  • মারিয়া দা রোশা
  • মিয়া ম্যাগুয়ায়ার (উই.)
  • রোজ হিল
  • লিলি গ্রেগ
  • মারি ভিওলো (অধি.)
  • আলিক্স ব্রোদাঁ
  • ক্রিস্টাল ল্যমোয়ান
  • গণেশ পূজা (উই.)
  • তারা ব্রিটন (উই.)
  • পপি ম্যাকগিওন
  • বিয়াট্রিস পিয়ের
  • ব্লঁদিন ভেরদোঁ
  • মাগালি মার্শেলো
  • মায়েল কারগুয়েত (উই.)
  • লারা আরমাস
  • লিডিয়া ওয়াইকস-টেম্পলম্যান
  • লুইস ল্যস্তাভেল
  • লেনা আরমাস
  • সাবিন বারোঁ
  • সিন্ডি পাকে
  • এলস্পেথ ফাউলার (অধি.)
  • অ্যামি ব্রাউন-কারেরা
  • আলিজা ফাতিমা সলিম (উই.)
  • উসওয়া সৈয়দ
  • ওয়ানিয়া মালিক
  • জয়নব বটুল আহমেদ
  • জসপ্রীত কৌর
  • তাসবিহা মির্জা (উই.)
  • মাইমুনা রিয়াজ
  • মুসকান নসিব
  • রাবিয়া আহমেদ
  • রাবিয়া মুশতাক
  • সামাইয়া বাশারাত
  • সিমরনজিৎ কৌর
  • হিফসা বাট

পয়েন্ট তালিকা সম্পাদনা

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
  জার্সি +২.৮৫৫
  ফ্রান্স (H) +০.৬৮৮
  অস্ট্রিয়া −০.৫৭৫
  স্পেন −২.৭০০
উৎস: ইএসপিএনক্রিকইনফো
(H) স্বাগতিক।

     চ্যাম্পিয়ন

সূচি সম্পাদনা

৫ মে ২০২২
১১:০০
স্কোরকার্ড
ফ্রান্স  
৮৭/৫ (২০ ওভার)
  জার্সি
৯০/৩ (১২.৩ ওভার)
গণেশ পূজা ২১ (৩৬)
ক্লোয়ি গ্রিশান ২/১৩ (৪ ওভার)
শার্লট মাইলস ৩৯* (৩২)
মারি ভিওলো ২/২৩ (৩.৩ ওভার)
জার্সি ৭ উইকেটে জয়ী
দ্রু ক্রিকেট মাঠ, দ্রু
আম্পায়ার: আম্মার জাহির (ফ্রান্স) ও হামজা নিয়াজ (ফ্রান্স)
ম্যাচ সেরা খেলোয়াড়: শার্লট মাইলস (জার্সি)
  • জার্সি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • গণেশ পূজা, ব্লঁদিন ভেরদোঁ, লিডিয়া ওয়াইকস-টেম্পলম্যান (ফ্রান্স), এরিন ডাফি, ট্রিনিটি স্মিথ ও শার্লট মাইলস (জার্সি)-এর টি২০আই অভিষেক হয়।

৫ মে ২০২২
১৫:০০
স্কোরকার্ড
অস্ট্রিয়া  
১২৭/৭ (২০ ওভার)
  স্পেন
৯২ (১৮.৫ ওভার)
জো-অঁতোয়ানেত স্টিশলিৎস ২৯ (২২)
রাবিয়া আহমেদ ৩/২৫ (২.৩ ওভার)
এলস্পেথ ফাউলার ২৬ (৩৬)
মহাদেবা পাথিরান্নেহেলাগে ৫/১৬ (৪ ওভার)
অস্ট্রিয়া ৩৫ রানে জয়ী
দ্রু ক্রিকেট মাঠ, দ্রু
আম্পায়ার: আম্মার জাহির (ফ্রান্স) ও সুব্বারাজু রাজেন্দ্রন (ফ্রান্স)
ম্যাচ সেরা খেলোয়াড়: মহাদেবা পাথিরান্নেহেলাগে (অস্ট্রিয়া)
  • অস্ট্রিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অ্যামি ব্রাউন-কারেরা, আলিজা ফাতিমা সলিম, উসওয়া সৈয়দ, এলস্পেথ ফাউলার, জয়নব বটুল আহমেদ, জসপ্রীত কৌর, তাসবিহা মির্জা, মুসকান নসিব, রাবিয়া আহমেদ, রাবিয়া মুশতাক ও সিমরনজিৎ কৌর (স্পেন)-এর টি২০আই অভিষেক হয়।
  • মহাদেবা পাথিরান্নেহেলাগে প্রথম অস্ট্রীয় ক্রিকেটার হিসেবে নারী টি২০আই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।

৬ মে ২০২২
১১:০০
স্কোরকার্ড
জার্সি  
১৭৫/৪ (২০ ওভার)
  স্পেন
১০৮/৬ (২০ ওভার)
ট্রিনিটি স্মিথ ৫৯* (৪৩)
উসওয়া সৈয়দ ১/২০ (৪ ওভার)
এলস্পেথ ফাউলার ২৯ (৪৬)
ট্রিনিটি স্মিথ ২/১৮ (৪ ওভার)
জার্সি ৬৭ রানে জয়ী
দ্রু ক্রিকেট মাঠ, দ্রু
আম্পায়ার: মোহাম্মদ নিসার (ফ্রান্স) ও হামজা নিয়াজ (ফ্রান্স)
ম্যাচ সেরা খেলোয়াড়: ট্রিনিটি স্মিথ (জার্সি)
  • স্পেন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অলিভ স্মিথ (জার্সি), ওয়ানিয়া মালিক, মাইমুনা রিয়াজ ও হিফসা বাট (স্পেন)-এর টি২০আই অভিষেক হয়।

৬ মে ২০২২
১৫:০০
স্কোরকার্ড
জার্সি  
১৬৭/২ (২০ ওভার)
  অস্ট্রিয়া
৯৭/৭ (২০ ওভার)
শার্লট মাইলস ৫৭* (৫৯)
মহাদেবা পাথিরান্নেহেলাগে ১/২১ (৪ ওভার)
গান্ধালি বাপাত ২৪ (৩২)
জর্জিয়া ম্যালেট ৩/১৪ (৩ ওভার)
জার্সি ৭০ রানে জয়ী
দ্রু ক্রিকেট মাঠ, দ্রু
আম্পায়ার: আম্মার জাহির (ফ্রান্স) ও সুব্বারাজু রাজেন্দ্রন (ফ্রান্স)
ম্যাচ সেরা খেলোয়াড়: শার্লট মাইলস (জার্সি)
  • জার্সি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৭ মে ২০২২
১১:০০
স্কোরকার্ড
ফ্রান্স  
১২৫/৫ (২০ ওভার)
  জার্সি
১২৬/৪ (১৬.৪ ওভার)
পপি ম্যাকগিওন ৫০* (৫৭)
এরিন ডাফি ১/২২ (৪ ওভার)
ট্রিনিটি স্মিথ ৫৬* (৪০)
সিন্ডি পাকে ২/১৮ (৩.৪ ওভার)
জার্সি ৬ উইকেটে জয়ী
দ্রু ক্রিকেট মাঠ, দ্রু
আম্পায়ার: আম্মার জাহির (ফ্রান্স) ও সুব্বারাজু রাজেন্দ্রন (ফ্রান্স)
ম্যাচ সেরা খেলোয়াড়: ট্রিনিটি স্মিথ (জার্সি)
  • জার্সি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৭ মে ২০২২
১৫:০০
স্কোরকার্ড
অস্ট্রিয়া  
১৬৫/৬ (২০ ওভার)
  স্পেন
১১৭/২ (২০ ওভার)
মহাদেবা পাথিরান্নেহেলাগে ৪৯ (৫১)
মাইমুনা রিয়াজ ২/১২ (৩ ওভার)
এলস্পেথ ফাউলার ৪৪ (৫০)
ভালেন্টিনা আভদিলায় ১/১৪ (৪ ওভার)
অস্ট্রিয়া ৪৮ রানে জয়ী
দ্রু ক্রিকেট মাঠ, দ্রু
আম্পায়ার: মোহাম্মদ নিসার (ফ্রান্স) ও হামজা নিয়াজ (ফ্রান্স)
ম্যাচ সেরা খেলোয়াড়: মহাদেবা পাথিরান্নেহেলাগে (অস্ট্রিয়া)
  • স্পেন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৮ মে ২০২২
১১:০০
স্কোরকার্ড
ফ্রান্স  
১৬৩/৫ (২০ ওভার)
  স্পেন
৯৭/৩ (২০ ওভার)
গণেশ পূজা ৩২* (৪০)
ওয়ানিয়া মালিক ৩/১৮ (২ ওভার)
এলস্পেথ ফাউলার ৪২* (৫৮)
লিডিয়া ওয়াইকস-টেম্পলম্যান ১/১৫ (৪ ওভার)
ফ্রান্স ৬৬ রানে জয়ী
দ্রু ক্রিকেট মাঠ, দ্রু
আম্পায়ার: মোহাম্মদ নিসার (ফ্রান্স) ও হামজা নিয়াজ (ফ্রান্স)
ম্যাচ সেরা খেলোয়াড়: গণেশ পূজা (ফ্রান্স)
  • স্পেন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • লুইস ল্যস্তাভেল (ফ্রান্স)-এর টি২০আই অভিষেক হয়।

৮ মে ২০২২
১৫:০০
স্কোরকার্ড
ফ্রান্স  
১৬৭/২ (২০ ওভার)
  অস্ট্রিয়া
১০৮ (২০ ওভার)
তারা ব্রিটন ৬৮* (৬৩)
মহাদেবা পাথিরান্নেহেলাগে ১/২৪ (৪ ওভার)
মহাদেবা পাথিরান্নেহেলাগে ২০ (১৮)
লিডিয়া ওয়াইকস-টেম্পলম্যান ২/১৮ (৪ ওভার)
পপি ম্যাকগিওন ২/১৮ (৪ ওভার)
ফ্রান্স ৫৯ রানে জয়ী
দ্রু ক্রিকেট মাঠ, দ্রু
আম্পায়ার: আম্মার জাহির (ফ্রান্স) ও সুব্বারাজু রাজেন্দ্রন (ফ্রান্স)
ম্যাচ সেরা খেলোয়াড়: তারা ব্রিটন (ফ্রান্স)
  • ফ্রান্স টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ক্রিস্টাল ল্যমোয়ান (ফ্রান্স)-এর টি২০আই অভিষেক হয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Spanish women heading to quadrangular tournament in France"ক্রিকেট এস্পানিয়া (ইংরেজি ভাষায়)। ৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২২ 
  2. "Women's 4 nations tournament 2022"ফ্রান্স ক্রিকেট (ফরাসি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২২ 
  3. "France Cricket to host 4-nation women's T20I quadrangular series in May 2022"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২২ 
  4. "Quadrangular series underway in France"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ৫ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মে ২০২২ 
  5. "May 5th 2022 – An unforgettable date for Spanish women's Cricket"ক্রিকেট এস্পানিয়া (ইংরেজি ভাষায়)। ৯ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মে ২০২২ 
  6. "Unbeaten Jersey make it four-in-four to win Quadrangular T20I trophy in France"উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ মে ২০২২ 
  7. "Jersey sweep quadrangular series"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ৮ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মে ২০২২ 
  8. "Jersey Women on the up"জার্সি ইভনিং পোস্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ মে ২০২২ 
  9. "France to host T20I quadrangular series starting May 5"উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ মে ২০২২ 
  10. "Jersey Women Return to ICC Action"জার্সি ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০২২ 
  11. "SPANISH WOMEN'S TEAM HEAD TO FRANCE FOR INTERNATIONAL TOURNAMENT"ক্রিকেট এস্পানিয়া (ইংরেজি ভাষায়)। ৪ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা