২০২২ নেপাল পুরুষ ক্রিকেট দলের কেনিয়া সফর

আন্তর্জাতিক ক্রিকেট সফর

নেপাল পুরুষ ক্রিকেট দল ২০২২ সালের আগস্ট মাসে পাঁচটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য কেনিয়া সফর করে।[১] নতুন প্রধান কোচ মনোজ প্রভাকরের অধীনে এটি ছিল নেপালের প্রথম সিরিজ।[২] সিরিজে নেপাল ৩–২ ব্যবধানে জয়ী হয়।[৩] টি২০আই ম্যাচগুলোর পর উভয় দল তিনটি অনানুষ্ঠানিক একদিনের ম্যাচেও অংশ নেয়।[৪]

২০২২ নেপাল পুরুষ ক্রিকেট দলের কেনিয়া সফর
 
  কেনিয়া নেপাল
তারিখ ২৫ আগস্ট ২০২২ – ৩০ আগস্ট ২০২২
অধিনায়ক শেম ন্‌গোচে সন্দীপ লামিছানে
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৫ ম্যাচের সিরিজে নেপাল ৩–২ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান ইরফান করিম (১৩৯) রোহিত কুমার পৌডেল (১৫৬)
সর্বাধিক উইকেট ব্রজ প্যাটেল (১০) সন্দীপ লামিছানে (১২)
সিরিজ সেরা খেলোয়াড় সন্দীপ লামিছানে (নেপাল)

দলীয় সদস্য সম্পাদনা

  কেনিয়া[৫]     নেপাল[৬]

নেপাল দলে জিতেন্দ্র মুখিয়া, প্রতিশ ঘর্তী ক্ষেত্রী, ভীম সার্কী ও হরিশংকর শাহকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[৭]

টি২০আই সিরিজ সম্পাদনা

১ম টি২০আই সম্পাদনা

২৫ আগস্ট ২০২২
১৩:০০
স্কোরকার্ড
কেনিয়া  
১৩০/৮ (২০ ওভার)
    নেপাল
১৩৩/৫ (১৯.২ ওভার)
ইরফান করিম ৩৪ (৪৪)
সোমপাল কামি ৩/২২ (৪ ওভার)
দীপেন্দ্র সিং আইরি ৩৩ (২৪)
ব্রজ প্যাটেল ২/১৯ (৪ ওভার)
নেপাল ৫ উইকেটে জয়ী
জিমখানা ক্লাব মাঠ, নাইরোবি
আম্পায়ার: চার্লস কারিউকি (কেনিয়া) ও ডেভিড ওধিয়াম্বো (কেনিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: সোমপাল কামি (নেপাল)
  • নেপাল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২য় টি২০আই সম্পাদনা

২৬ আগস্ট ২০২২
১৩:০০
স্কোরকার্ড
কেনিয়া  
১৩২/৯ (২০ ওভার)
    নেপাল
১১৪ (১৯ ওভার)
আরিফ শেখ ২৫ (২১)
ব্রজ প্যাটেল ২/১৬ (৩ ওভার)
কেনিয়া ১৮ রানে জয়ী
জিমখানা ক্লাব মাঠ, নাইরোবি
আম্পায়ার: চার্লস কারিউকি (কেনিয়া) ও নিকোলাস ওতিয়েনো (কেনিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: রাকেপ প্যাটেল (কেনিয়া)
  • নেপাল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বশির আহমদ (নেপাল)-এর টি২০আই অভিষেক হয়।

৩য় টি২০আই সম্পাদনা

২৮ আগস্ট ২০২২
১৩:০০
স্কোরকার্ড
কেনিয়া  
১৫৬/২ (২০ ওভার)
    নেপাল
১৬০/৬ (১৯.৩ ওভার)
রাকেপ প্যাটেল ৭৩* (৪৩)
আদিল আনসারি ১/৪ (১ ওভার)
জ্ঞানেন্দ্র মল্ল ৪৬ (৪১)
ব্রজ প্যাটেল ২/২২ (৪ ওভার)
নেপাল ৪ উইকেটে জয়ী
জিমখানা ক্লাব মাঠ, নাইরোবি
আম্পায়ার: আইজ্যাক ওয়িয়েকো (কেনিয়া) ও রকি দ্‌'মেলো (কেনিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: জ্ঞানেন্দ্র মল্ল (নেপাল)
  • কেনিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অর্জুন সউদ (নেপাল)-এর টি২০আই অভিষেক হয়।

৪র্থ টি২০আই সম্পাদনা

২৯ আগস্ট ২০২২
১৩:০০
স্কোরকার্ড
কেনিয়া  
১০১ (২০ ওভার)
    নেপাল
৯৪/৯ (২০ ওভার)
লুকাস ওলুওচ ২৯ (১৮)
সন্দীপ লামিছানে ৫/৯ (৪ ওভার)
রোহিত কুমার পৌডেল ৪৭ (৫৫)
রাকেপ প্যাটেল ৩/১৯ (৪ ওভার)
কেনিয়া ৭ রানে জয়ী
জিমখানা ক্লাব মাঠ, নাইরোবি
আম্পায়ার: জোসেফ কারুরি (কেনিয়া) ও শান্তিলাল প্যাটেল (কেনিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: শেম ন্‌গোচে (কেনিয়া)
  • কেনিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • সন্দীপ লামিছানে (নেপাল) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[৮]

৫ম টি২০আই সম্পাদনা

৩০ আগস্ট ২০২২
১৩:০০
স্কোরকার্ড
নেপাল    
১৭৫/৭ (২০ ওভার)
  কেনিয়া
১৪৪/৭ (২০ ওভার)
নেপাল ৩১ রানে জয়ী
জিমখানা ক্লাব মাঠ, নাইরোবি
আম্পায়ার: ডেভিড ওধিয়াম্বো (কেনিয়া) ও নিকোলাস ওতিয়েনো (কেনিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: জ্ঞানেন্দ্র মল্ল (নেপাল)
  • নেপাল টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

একদিনের ম্যাচের সিরিজ সম্পাদনা

১ম একদিনের ম্যাচ সম্পাদনা

২ সেপ্টেম্বর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
কেনিয়া  
২১৮ (৪৮.১ ওভার)
    নেপাল
২২২/৩ (৪৭.২ ওভার)
রাকেপ প্যাটেল ৬৭ (৭৫)
সোমপাল কামি ৩/২৯ (১০ ওভার)
আসিফ শেখ ১০৮ (১২০)
কলিনস ওবুইয়া ১/২০ (৪ ওভার)
নেপাল ৭ উইকেটে জয়ী
জিমখানা ক্লাব মাঠ, নাইরোবি
আম্পায়ার: আসগর আলি কাসেম (কেনিয়া) ও ডেভিড ওধিয়াম্বো (কেনিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: আসিফ শেখ (নেপাল)
  • কেনিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২য় একদিনের ম্যাচ সম্পাদনা

৩ সেপ্টেম্বর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
নেপাল    
২৩০ (৪৯.২ ওভার)
  কেনিয়া
২১৪ (৪৬.৩ ওভার)
রোহিত কুমার পৌডেল ৭৮ (৯৫)
ব্রজ প্যাটেল ২/৩২ (১০ ওভার)
নেপাল ১৬ রানে জয়ী
জিমখানা ক্লাব মাঠ, নাইরোবি
আম্পায়ার: চার্লস কারিউকি (কেনিয়া) ও রকি দ্‌'মেলো (কেনিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: রোহিত কুমার পৌডেল (নেপাল)
  • নেপাল টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় একদিনের ম্যাচ সম্পাদনা

৫ সেপ্টেম্বর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
কেনিয়া  
২৫৫/৯ (৫০ ওভার)
    নেপাল
২৫৮/৪ (৪৭.১ ওভার)
কলিনস ওবুইয়া ৮৪ (১১১)
সোমপাল কামি ২/৩৬ (১০ ওভার)
অর্জুন সউদ ৫৮ (৯০)
ব্রজ প্যাটেল ২/৪৭ (১০ ওভার)
নেপাল ৬ উইকেটে জয়ী
জিমখানা ক্লাব মাঠ, নাইরোবি
আম্পায়ার: নিকোলাস ওতিয়েনো (কেনিয়া) ও শান্তিলাল প্যাটেল (কেনিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: কলিনস ওবুইয়া (কেনিয়া)
  • কেনিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Nepal national cricket team to tour Kenya"ক্রিকনেপাল (ইংরেজি ভাষায়)। ৯ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২২ 
  2. "Cricket Kenya to host Nepal Men's team for T20I/OD series in August 2022"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২২ 
  3. "Kenya picks positives as Nepal wins T20 Cricket Series title in Nairobi"ক্যাপিটাল স্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২২ 
  4. "Cricket: Kenya to host Nepal in bi-lateral series"কেনিয়া সম্প্রচার কর্পোরেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০২২ 
  5. "International Cricket returns to Kenya after a decade as entry fee waived"ক্যাপিটাল স্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২২ 
  6. "Former captain Gyanendra Malla recalled to national cricket squad"দ্য কাঠমান্ডু পোস্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০২২ 
  7. "CAN announced the team for Kenya Tour, Malla marks a comeback"হাম্রো খেলকুদ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২২ 
  8. "सन्दीपको कीर्तिमानी पाँच विकेटमा नेपाललाई सामान्य लक्ष्य"হাম্রো খেলকুদ (নেপালি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা