২০২২ নামিবিয়া ত্রিদেশীয় সিরিজ (রাউন্ড ১৮)

আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ

২০২২ নামিবিয়া ত্রিদেশীয় সিরিজ ছিল ২০১৯–২০২৩ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ ক্রিকেট টুর্নামেন্টের ১৮শ পর্ব যা ২০২২ সালের ডিসেম্বর মাসে নামিবিয়ায় অনুষ্ঠিত হয়।[১][২] সিরিজটি ছিল নামিবিয়া, নেপালস্কটল্যান্ডের অংশগ্রহণে অনুষ্ঠিত একটি ত্রিদেশীয় সিরিজ,[৩] এবং সিরিজের ম্যাচগুলো খেলা হয় একদিনের আন্তর্জাতিক (ওডিআই) হিসেবে।[৪] আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ টুর্নামেন্টটি ছিল ২০২৩ পুরুষ ক্রিকেট বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের একটি ধাপ।[৫]

২০২২ নামিবিয়া ত্রিদেশীয় সিরিজ
২০১৯–২০২৩ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এর অংশ
তারিখ১ ডিসেম্বর ২০২২ – ৮ ডিসেম্বর ২০২২
স্থাননামিবিয়া
সিরিজ সেরা খেলোয়াড়স্কটল্যান্ড ব্র্যান্ডন ম্যাকমালেন
দলসমূহ
 নামিবিয়া    নেপাল  স্কটল্যান্ড
অধিনায়কবৃন্দ
খেরহার্ট এরাসমাস রোহিত কুমার পৌডেল রিচার্ড বেরিংটন
সর্বাধিক রান
খেরহার্ট এরাসমাস (১৬৯) জ্ঞানেন্দ্র মল্ল (১৩৯) মাইকেল ফন লিংএন (১৩১)
সর্বাধিক উইকেট
তাংগেনি লুংগামেনি (৮) ললিত রাজবংশী (৬) ব্র্যান্ডন ম্যাকমালেন (৮)

প্রাথমিকভাবে সিরিজটি ২০২০ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।[৬] কিন্তু কোভিড-১৯ মহামারির কারণে ২০২০ সালের মার্চ মাসে সিরিজটি স্থগিত করা হয়।[৭]

দলীয় সদস্য সম্পাদনা

  নামিবিয়া     নেপাল[৮]   স্কটল্যান্ড[৯]

চোটের কারণে ইয়ান ফ্রাইলিংক নামিবিয়া দল থেকে ছিটকে যান।[১০]

সূচি সম্পাদনা

১ম ওডিআই সম্পাদনা

১ ডিসেম্বর ২০২২
১০:০০
স্কোরকার্ড
নামিবিয়া  
২১১/৯ (৫০ ওভার)
  স্কটল্যান্ড
২১৩/৬ (৪২.১ ওভার)
কাইল কুটজার ৫৪ (৪৪)
ইয়ান নিকোল লফটি-ইটন ২/৩২ (৪ ওভার)
স্কটল্যান্ড ৪ উইকেটে জয়ী
ইউনাইটেড মাঠ, ভিন্টহুক
আম্পায়ার: ক্লাউস শুমাখার (নামিবিয়া) ও শন জর্জ (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: কাইল কুটজার (স্কটল্যান্ড)
  • স্কটল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ব্র্যান্ডন ম্যাকমালেন (স্কটল্যান্ড)-এর ওডিআই অভিষেক হয়।

২য় ওডিআই সম্পাদনা

২ ডিসেম্বর ২০২২
১০:০০
স্কোরকার্ড
নেপাল    
১৯৭ (৪৯.৫ ওভার)
  নামিবিয়া
৪/০ (০.৪ ওভার)
জ্ঞানেন্দ্র মল্ল ৭৫ (৯৪)
তাংগেনি লুংগামেনি ৩/৪২ (১০ ওভার)
ডিফান ল কোক ৩* (৩)
ফলাফল হয়নি
ইউনাইটেড মাঠ, ভিন্টহুক
আম্পায়ার: ক্লাউস শুমাখার (নামিবিয়া) ও শন জর্জ (দক্ষিণ আফ্রিকা)
  • নামিবিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।

৩য় ওডিআই সম্পাদনা

৪ ডিসেম্বর ২০২২
১০:০০
স্কোরকার্ড
নেপাল    
১৩৭ (৪০.১ ওভার)
  স্কটল্যান্ড
১৪৩/৭ (৩২.১ ওভার)
গুলশান ঝা ২৯ (২৯)
ক্রিস সোল ৩/১২ (৭ ওভার)
ক্রিস্টোফার ম্যাকব্রাইড ৪৩ (৪৭)
গুলশান ঝা ২/১৯ (৪ ওভার)
স্কটল্যান্ড ৩ উইকেটে জয়ী
ইউনাইটেড মাঠ, ভিন্টহুক
আম্পায়ার: অ্যান্ড্রু লাউ (নামিবিয়া) ও ক্লড থরবার্ন (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: ক্রিস সোল (স্কটল্যান্ড)
  • স্কটল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৪র্থ ওডিআই সম্পাদনা

৫ ডিসেম্বর ২০২২
১০:০০
স্কোরকার্ড
স্কটল্যান্ড  
২০৮ (৫০ ওভার)
  নামিবিয়া
২১০/৭ (৪৪ ওভার)
ব্র্যান্ডন ম্যাকমালেন ৫৬ (৭০)
রুবেন ট্রুম্পেলমান ৪/৩৭ (১০ ওভার)
ইয়ান নিকোল লফটি-ইটন ৬৭* (৯৬)
মার্ক ওয়াট ৩/২৮ (৯ ওভার)
নামিবিয়া ৩ উইকেটে জয়ী
ইউনাইটেড মাঠ, ভিন্টহুক
আম্পায়ার: ক্লড থরবার্ন (নামিবিয়া) ও শন জর্জ (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: পিকি ইয়া ফ্রঁস (নামিবিয়া)
  • নামিবিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৫ম ওডিআই সম্পাদনা

৭ ডিসেম্বর ২০২২
১০:০০
স্কোরকার্ড
নামিবিয়া  
২৭৫/৭ (৫০ ওভার)
    নেপাল
১৮৯ (৪৬.৫ ওভার)
মাইকেল ফন লিংএন ১১৯ (১১১)
ললিত রাজবংশী ৪/৩৬ (১০ ওভার)
রোহিত কুমার পৌডেল ৪১ (৬৬)
ইয়োহানেস জোনাথান স্মিট ২/১৮ (৮ ওভার)
নামিবিয়া ৮৬ রানে জয়ী
ইউনাইটেড মাঠ, ভিন্টহুক
আম্পায়ার: অ্যান্ড্রু লাউ (নামিবিয়া) ও শন জর্জ (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: মাইকেল ফন লিংএন (নামিবিয়া)
  • নেপাল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৬ষ্ঠ ওডিআই সম্পাদনা

৮ ডিসেম্বর ২০২২
১০:০০
স্কোরকার্ড
নেপাল    
১১৯ (৩৫.৩ ওভার)
  স্কটল্যান্ড
১২১/২ (১৭ ওভার)
রোহিত কুমার পৌডেল ৪৭ (৫৭)
সাফইয়ান শরিফ ২/২০ (৭ ওভার)
ক্রিস্টোফার ম্যাকব্রাইড ৪৬* (৪০)
দীপেন্দ্র সিং আইরি ১/৫ (১ ওভার)
স্কটল্যান্ড ৮ উইকেটে জয়ী
ইউনাইটেড মাঠ, ভিন্টহুক
আম্পায়ার: অ্যান্ড্রু লাউ (নামিবিয়া) ও ক্লড থরবার্ন (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: ক্রিস্টোফার ম্যাকব্রাইড (স্কটল্যান্ড)
  • নেপাল টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Men's Cricket World Cup 2023 qualifying matches rescheduled"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০২০ 
  2. "Cricket bonanza in store"দ্য নামিবিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০২২ 
  3. "Cricket Namibia to host home CWC League 2 Tri-series in November/December 2022"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২২ 
  4. "ICC Men's Cricket World Cup League 2 series announced"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৯ 
  5. "Associates pathway to 2023 World Cup undergoes major revamp"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৮ 
  6. "Action galore awaits Namibian sports"দ্য নামিবিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২০ 
  7. "COVID-19 update – ICC qualifying events"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২০ 
  8. "Nepal announce the squad to tour Namibia"ক্রিকনেপাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২২ 
  9. "Scotland Men's CWCL2 Namibia series squad announced"ক্রিকেট স্কটল্যান্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২২ 
  10. "Eagles have a score to settle"দ্য নামিবিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা