২০২২ কমনওয়েলথ গেমসে হকি

২০২২ কমনওয়েলথ গেমসে ফিল্ড হকি কমনওয়েলথ গেমসে হকির সপ্তম আসর ও ইংল্যান্ডে আয়োজিত ২য় আসর। এটি বার্মিংহামে ২০২২-এর ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হয়।[১][২]

২০২২ কমনওয়েলথ গেমসে
ফিল্ড হকি
মাঠবার্মিংহাম বিশ্ববিদ্যালয় হকি ও স্কোয়াশ সেন্টার
তারিখ২৯ জুলাই – ৮ আগস্ট ২০২২
প্রতিযোগী১১টি দেশের ৩৬০ জন প্রতিযোগী

স্থান সম্পাদনা

এটি বার্মিংহাম বিশ্ববিদ্যালয়-এর হকি ও স্কোয়াশ সেন্টারে অনুষ্ঠিত হয়।[৩][৪]

বাছাই সম্পাদনা

পুরুষ সম্পাদনা

পদ্ধতি তারিখ স্থান কোটা উত্তীর্ণ দল
আয়োজক   ইংল্যান্ড
২০১৮ কমনওয়েলথ গেমস ৫–১৪ এপ্রিল ২০১৮   গোল্ড কোস্ট   অস্ট্রেলিয়া
এফআইএইচ পুরুষ বিশ্ব র‍্যাঙ্কিং ১ ফেব্রুয়ারি ২০২২   ভারত
  নিউজিল্যান্ড
  মালয়েশিয়া[ক]
  কানাডা
  দক্ষিণ আফ্রিকা
  ওয়েলস
  পাকিস্তান
  স্কটল্যান্ড
  ঘানা
মোট ১০

নোট সম্পাদনা

  1. মালয়েশীয় হকি কনফেডারেশন ২০২২ এশিয়ান গেমসে অংশগ্রহণের প্রস্তুতির জন্য কমনওয়েলথ গেমস থেকে নাম প্রত্যাহার করে নেয়। যেহেতু, এশিয়ান গেমস থেকে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিক-এ উত্তীর্ণ হওয়া যাবে।[৫] সেপ্টেম্বর ২০২২ এ এশিয়ান গেমস অনুষ্ঠিত হবার কথা ছিল।[৬]

মহিলা সম্পাদনা

পদ্ধতি তারিখ স্থান কোটা উত্তীর্ণ দল
আয়োজক   ইংল্যান্ড
২০১৮ কমনওয়েলথ গেমস ৫–১৪ এপ্রিল ২০১৮   গোল্ড কোস্ট   নিউজিল্যান্ড
এফআইএইচ মহিলা বিশ্ব র‍্যাঙ্কিং ১ ফেব্রুয়ারি ২০২২   ভারত
  অস্ট্রেলিয়া
  মালয়েশিয়া[ক]
  কানাডা
  দক্ষিণ আফ্রিকা
  ওয়েলস
  কেনিয়া
  স্কটল্যান্ড
  ঘানা
মোট ১০

নোট সম্পাদনা

  1. মালয়েশীয় হকি কনফেডারেশন ২০২২ এশিয়ান গেমসে অংশগ্রহণের প্রস্তুতির জন্য কমনওয়েলথ গেমস থেকে নাম প্রত্যাহার করে নেয়। যেহেতু, এশিয়ান গেমস থেকে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিক-এ উত্তীর্ণ হওয়া যাবে।[৫] সেপ্টেম্বর ২০২২ এ এশিয়ান গেমস অনুষ্ঠিত হবার কথা ছিল।[৬]

পুরুষদের টুর্নামেন্ট সম্পাদনা

গ্রুপ এ সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
  অস্ট্রেলিয়া ২৯ +২৭ ১২ সেমি-ফাইনাল
  দক্ষিণ আফ্রিকা ১১ ১২ −১
  নিউজিল্যান্ড ১৪ ১৭ −৩ ৫ম স্থান নির্ধারক
  পাকিস্তান ১৫ −৯ ৭ম স্থান নির্ধারক
  স্কটল্যান্ড ১১ ২৫ −১৪ ৯ম স্থান নির্ধারক
উৎস: বার্মিংহাম ২০২২
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) জয়ের সংখ্যা; ৩) গোল পার্থক্য; ৪) গোলসংখ্যা; ৫) হেড-টু-হেড ফলাফল

গ্রুপ বি সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
  ভারত ২৭ +২২ ১০ সেমি-ফাইনাল
  ইংল্যান্ড (H) ২৫ +১৭ ১০
  ওয়েলস ১৪ ১০ +৪ ৫ম স্থান নির্ধারক
  কানাডা ২৫ −২১ ৭ম স্থান নির্ধারক
  ঘানা ২৪ −২২ ৯ম স্থান নির্ধারক
উৎস: বার্মিংহাম ২০২২
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) জয়ের সংখ্যা; ৩) গোল পার্থক্য; ৪) গোলসংখ্যা; ৫) হেড-টু-হেড ফলাফল
(H) স্বাগতিক।

পদক পর্ব সম্পাদনা

 
সেমি-ফাইনালস্বর্ণপদক ম্যাচ
 
      
 
৬ আগস্ট
 
 
  অস্ট্রেলিয়া
 
৮ আগস্ট
 
  ইংল্যান্ড
 
  অস্ট্রেলিয়া
 
৬ আগস্ট
 
  ভারত
 
  ভারত
 
 
  দক্ষিণ আফ্রিকা
 
ব্রোঞ্জ পদক ম্যাচ
 
 
৮ আগস্ট
 
 
  ইংল্যান্ড
 
 
  দক্ষিণ আফ্রিকা

মহিলাদের টুর্নামেন্ট সম্পাদনা

গ্রুপ এ সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
  ইংল্যান্ড (H) ২১ +২০ ১২ সেমি-ফাইনাল
  ভারত ১২ +৬
  কানাডা ১৪ +৯ ৫ম স্থান নির্ধারক
  ওয়েলস ১২ −৭ ৭ম স্থান নির্ধারক
  ঘানা ২৯ −২৮ ৯ম স্থান নির্ধারক
উৎস: বার্মিংহাম ২০২২
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) জয়সংখ্যা; ৩) গোল পার্থক্য; ৪) গোল সংখ্যা; ৫) হেড-টু-হেড ফলাফল
(H) স্বাগতিক।

গ্রুপ বি সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
  অস্ট্রেলিয়া ১৬ +১৬ ১২ সেমি-ফাইনাল
  নিউজিল্যান্ড ২১ +১৯
  স্কটল্যান্ড ১৫ +১০ ৫ম স্থান নির্ধারক
  দক্ষিণ আফ্রিকা ১৮ ১৩ +৫ ৭ম স্থান নির্ধারক
  কেনিয়া ৫০ −৫০ ৯ম স্থান নির্ধারক
উৎস: বার্মিংহাম ২০২২
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) জয়সংখ্যা; ৩) গোল পার্থক্য; ৪) গোল সংখ্যা; ৫) হেড-টু-হেড ফলাফল

পদক পর্ব সম্পাদনা

 
সেমি-ফাইনালস্বর্ণপদক ম্যাচ
 
      
 
৫ আগস্ট
 
 
  ইংল্যান্ড০ (২)
 
৭ আগস্ট
 
  নিউজিল্যান্ড ০ (০)
 
  ইংল্যান্ড
 
৫ আগস্ট
 
  অস্ট্রেলিয়া
 
  অস্ট্রেলিয়া১ (৩)
 
 
  ভারত১ (০)
 
ব্রোঞ্জ পদক ম্যাচ
 
 
৭ আগস্ট
 
 
  নিউজিল্যান্ড১ (১)
 
 
  ভারত ১ (২)

পদক সম্পাদনা

  *   স্বাগতিক জাতি (ইংল্যান্ড)

অবজাতিস্বর্ণরৌপ্যব্রোঞ্জমোট
  অস্ট্রেলিয়া
  ইংল্যান্ড*
  ভারত
মোট (৩টি জাতি)
পুরুষ মহিলা
অব. দল অব. দল
    অস্ট্রেলিয়া     ইংল্যান্ড
    ভারত     অস্ট্রেলিয়া
    ইংল্যান্ড     ভারত

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Competition Schedule"BOCCG। ২ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২২ 
  2. Competition Schedule | Hockey (পিডিএফ)BOCCG। পৃষ্ঠা 22, 23। ২ মার্চ ২০২২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২২ 
  3. "University welcomes Birmingham's Commonwealth Games bid success"। University of Birmingham। ২১ ডিসেম্বর ২০১৭। ২ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২২ 
  4. "Venues | UNIVERSITY OF BIRMINGHAM HOCKEY AND SQUASH CENTRE"BOCCG। ২ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২২ 
  5. Qualification System - Games of the XXXIII Olympiad - Paris 2024 | Hockey (পিডিএফ)IOC / FIH। ৭ এপ্রিল ২০২২। পৃষ্ঠা 2। ৯ মে ২০২২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২২ 
  6. "OCA Press Release on Hangzhou Asian Games 2022 and Shantou Asian Youth Games 2021"OCA। ৬ মে ২০২২। ৬ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা