২০২২ এশিয়ান গেমসে ফিল্ড হকি

হাংচৌতে ২০২২ এশিয়ান গেমসে ফিল্ড হকি ২২ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর ২০২৩ পর্যন্ত গংশু জেলার গংশু চ্যানেল স্পোর্টস পার্ক ফিল্ড হকি ফিল্ড মাঠে অনুষ্ঠিত হয়েছিল।

২০২২ এশিয়ান গেমসে
ফিল্ড হকি
মাঠগংশু চ্যানেল স্পোর্টস পার্ক ফিল্ড হকি ফিল্ড
অবস্থানহাংচৌ, চীন
তারিখ২৪ সেপ্টেম্বর – ৭ অক্টোবর ২০২৩
দেশ১৪
পদক বিজয়ী
স্বর্ণপদক 
রৌপ্যপদক 
ব্রোঞ্জপদক 

বিজয়ী দল গুলো ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছিল।

যোগ্যতা

সম্পাদনা

পুরুষদের বাছাইপর্ব

সম্পাদনা
যোগ্যতা তারিখ আয়োজক স্লট যোগ্য দল
আয়োজক দেশ ১৬ সেপ্টেম্বর ২০১৬   চীন
২০১৮ এশিয়ান গেমস ২০ আগস্ট–১ সেপ্টেম্বর ২০১৮   জাকার্তা   জাপান
  মালয়েশিয়া
  ভারত
  পাকিস্তান
  দক্ষিণ কোরিয়া
২০২২ এশিয়ান গেমস বাছাই পর্ব[] ৬–১৫ মে ২০২২   ব্যাংকক   ওমান
  বাংলাদেশ
  ইন্দোনেশিয়া
  থাইল্যান্ড
  শ্রীলঙ্কা[]
  উজবেকিস্তান
  সিঙ্গাপুর
মোট ১২

মহিলাদের বাছাইপর্ব

সম্পাদনা
যোগ্যতা তারিখ আয়োজক স্লট যোগ্য দল
আয়োজক দেশ ১৬ সেপ্টেম্বর ২০১৬   চীন
২০১৮ এশিয়ান গেমস ১৯–৩১ আগস্ট ২০১৮   জাকার্তা   জাপান
  ভারত
  দক্ষিণ কোরিয়া
  মালয়েশিয়া
  থাইল্যান্ড
২০২২ এশিয়ান গেমস বাছাই পর্ব[] ৬–১৪ জুন ২০২২   হংকং
  কাজাখস্তান
  সিঙ্গাপুর
  ইন্দোনেশিয়া
মোট ১০

পুরুষদের টুর্নামেন্ট

সম্পাদনা

গ্রুপ পর্ব

সম্পাদনা

পুরুষদের জাতীয় ১২টি দলকে ২টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ এবং বি ৬টি করে দল নিয়ে গঠিত রয়েছে। নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জনের জন্য সেরা গ্রুপ বিজয়ী ২টি, গ্রুপ রানার্স-আপ ২টি দল।

গ্রুপ এ

সম্পাদনা
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
  ভারত ৫৮ +৫৩ ১৫ সেমি-ফাইনালে
  জাপান ৩৬ +২৭ ১২
  পাকিস্তান ৩৮ ১৭ +২১ ৫ম স্থান নির্ধারণী ম্যাচ
  বাংলাদেশ ১৫ ২৯ −১৪ ৭ম স্থান নির্ধারণী ম্যাচ
  উজবেকিস্তান ৪৯ −৪২ ৯ম স্থান নির্ধারণী ম্যাচ
  সিঙ্গাপুর ৫০ −৪৫ ১১তম স্থান নির্ধারণী ম্যাচ
উৎস: এফআইএইচ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) ম্যাচ জয়; ৩) গোল পার্থক্য; ৪) জন্য গোল; ৫) হেড টু হেড ফলাফল; ৬) মাঠে করা গোল।[]

গ্রুপ বি

সম্পাদনা
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
  চীন (H) ২৪ +১৫ ১৩ সেমি-ফাইনালে
  দক্ষিণ কোরিয়া ৪২ +৩৪ ১২
  মালয়েশিয়া ৩৬ ১১ +২৫ ১০ ৫ম স্থান নির্ধারণী ম্যাচ
  ওমান ১৪ ৩৫ −২১ ৭ম স্থান নির্ধারণী ম্যাচ
  ইন্দোনেশিয়া ২৮ −২১ ৯ম স্থান নির্ধারণী ম্যাচ
  থাইল্যান্ড ৩৫ −৩২ ১১তম স্থান নির্ধারণী ম্যাচ
উৎস: এফআইএইচ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) ম্যাচ জয়; ৩) গোল পার্থক্য; ৪) জন্য গোল; ৫) হেড টু হেড ফলাফল; ৬) মাঠে করা গোল।[]
(H) স্বাগতিক।

পদক পর্ব

সম্পাদনা
 
সেমি-ফাইনালফাইনাল
 
      
 
৪ অক্টোবর
 
 
  ভারত
 
৬ অক্টোবর
 
  দক্ষিণ কোরিয়া
 
  ভারত
 
৪ অক্টোবর
 
  জাপান
 
  চীন
 
 
  জাপান
 
তৃতীয় স্থান
 
 
৬ অক্টোবর
 
 
  দক্ষিণ কোরিয়া
 
 
  চীন

মহিলাদের টুর্নামেন্ট

সম্পাদনা

গ্রুপ পর্ব

সম্পাদনা

১০টি মহিলা জাতীয় দল ২টি গ্রুপে বিভক্ত। গ্রুপ এ এবং বি প্রত্যেকে ৫টি করে দল নিয়ে গঠিত। নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জনের জন্য সেরা গ্রুপ বিজয়ী ২টি, গ্রুপ রানার্স-আপ ২টি দল।

গ্রুপ এ

সম্পাদনা
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
  ভারত ৩৩ +৩২ ১০ সেমি-ফাইনালে
  দক্ষিণ কোরিয়া ১৭ +১৬ ১০
  মালয়েশিয়া ১৬ ১২ +৪ ৫ম স্থান নির্ধারণী ম্যাচ
  সিঙ্গাপুর ২৫ −২৩ ৭ম স্থান নির্ধারণী ম্যাচ
  হংকং ২৯ −২৯ ৯ম স্থান নির্ধারণী ম্যাচ
উৎস: এফআইএইচ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) ম্যাচ জয়; ৩) গোল পার্থক্য; ৪) জন্য গোল; ৫) হেড টু হেড ফলাফল; ৬) জন্য মাঠের গোল।[]

গ্রুপ বি

সম্পাদনা
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
  জাপান ৩১ +৩১ ১২ সেমি-ফাইনালে
  চীন (H) ৪৩ +৪১
  থাইল্যান্ড ২৬ −১৯ ৫ম স্থান নির্ধারণী ম্যাচ
  কাজাখস্তান ২৪ −২২ ৭ম স্থান নির্ধারণী ম্যাচ
  ইন্দোনেশিয়া ৩২ −৩১ ৯ম স্থান নির্ধারণী ম্যাচ
উৎস: এফআইএইচ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) ম্যাচ জয়; ৩) গোল পার্থক্য; ৪) জন্য গোল; ৫) হেড টু হেড ফলাফল; ৬) জন্য মাঠের গোল।[]
(H) স্বাগতিক।

পদক পর্ব

সম্পাদনা
 
সেমি-ফাইনালফাইনাল
 
      
 
৫ অক্টোবর
 
 
  ভারত
 
৭ অক্টোবর
 
  চীন
 
  চীন
 
৫ অক্টোবর
 
  দক্ষিণ কোরিয়া
 
  জাপান ২ (২)
 
 
  দক্ষিণ কোরিয়া২ (৩)
 
তৃতীয় স্থান
 
 
৭ অক্টোবর
 
 
  ভারত
 
 
  জাপান

পদকজয়ী

সম্পাদনা

পদক টেবিল

সম্পাদনা

  *   স্বাগতিক জাতি (চীন)

অবজাতিস্বর্ণরৌপ্যব্রোঞ্জমোট
  ভারত
  চীন*
  দক্ষিণ কোরিয়া
  জাপান
মোট (৪টি জাতি)

পদকপ্রাপ্ত

সম্পাদনা
ইভেন্ট স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ
পুরুষ
বিস্তারিত
  ভারত
অভিষেক
অমিত রোহিদাস
গুরজন্ত সিং
হার্দিক সিং
হরমনপ্রীত সিং
জারমনপ্রীত সিং
কৃষাণ পাঠক
ললিত উপাধ্যায়
মনদীপ সিং
মনপ্রীত সিং
নীলকান্ত শর্মা
পিআর শ্রীজেশ
সঞ্জয়
শামসের সিং
সুখজিৎ সিং
সুমিত
বরুণ কুমার
বিবেক প্রসাদ
  জাপান
রাইকি ফুজিশিমা
কেনটারো ফুকুদা
রিয়োসেই কাতো
কোসেই কাওয়াবে
ইয়ামাতো কাওয়াহারা
তাকুমি কিতাগাওয়া
গেনকি মিতানি
ইউমা নাগাই
কেন নাগায়োশি
তাকুমা নিওয়া
মাসাকি ওহাশি
রিওমা ওকা
তাইকি তাকাদে
কাইতো তানাকা
সেরেন তানাকা
শোটা ইয়ামাদা
মানাবু ইয়ামাশিতা
তাকাশি ইয়োশিকাওয়া
  দক্ষিণ কোরিয়া
হোয়াং তায়ে-ইল
জাং জং-হিউন
জিয়ং জুন-উ
জি উ-চেওন
জং মান-জায়ে
কাং ইয়ং-বিন
কিম হিয়ং-জিন
কিম জে-হিয়ন
কিম জং-হু
কিম সুং-হিউন
লি হাই-সিউং
লি জং-জুন
লি জু-ইয়ং
লি নাম-ইয়ং
লি সিউং-হুন
পার্ক চিও-লিওন
সন দা-ইন
ইয়াং জি-হুন
মহিলা
বিস্তারিত
  চীন
ইয়ে জিয়াও
গু বিংফেং
ইয়াং লিউ
লি জিয়াকি
ঝাং ইং
চেন ই
মা নিং
লিয়াং মেইয়ু
হুয়াং হাইয়ান
লি হং
ওউ জিক্সিয়া
ড্যান ওয়েন
জৌ মেইরং
ঝাং জিয়াওক্সু
হে জিয়াংশিন
চেন ইয়াং
ঝং জিয়াকি
লি সিনহুয়ান
  দক্ষিণ কোরিয়া
সিও জং-ইউন
আন হায়ো-জু
কাং জি-না
চিওন ইউন-বি
চো হাই-জিন
কিম মিন-জিয়ং
চো ইউন-জি
লি ইউ-রি
চোই সু-জি
কিম জিয়ং-ইহন
সিও সু-ইয়ং
পার্ক সিউং-এ
বেক ই-সিউল
কিম ইউন-জি
আন সু-জিন
পাক হো-জিয়ং
লি জিন-মিন
কিম ইউন-জি
  ভারত
ডিপ গ্রেস এক্কা
মনিকা মালিক
সনিকা টান্ডি
নিক্কি প্রধান
বিচু দেবী খরিবাম
সবিতা পুনিয়া
সঙ্গীতা কুমারী
নিশা ওয়ারসি
বন্দনা কাটারিয়া
উদিতা দুহান
লালরেমসিয়ামি
নবনীত কৌর
সুশীলা চানু
সালিমা টেটে
নেহা গোয়েল
ঈশিকা চৌধুরী
দীপিকা কুমারী
বৈষ্ণবী ফালকে

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "পুরুষদের এশিয়ান গেমস বাছাই পর্বের ২০২২ এর ৬ মে থেকে ব্যাংককে শুরু হবে"এশিয়ান হকি ফেডারেশন। ২৫ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২৩ 
  2. প্রেমলাল, সুশীল (২৬ জানুয়ারি ২০২৩)। "শ্রীলঙ্কা দলকে এশিয়ান গেমস থেকে হকি বাদ দেওয়া হয়েছে"ডেইলি মিরর। কলম্বো, শ্রীলঙ্কা। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২৩ 
  3. "এএইচএফ মহিলাদের ২০২২ এশিয়ান গেমস বাছাই পর্বের তারিখ ঘোষণা করেছে"এশিয়ান হকি ফেডারেশন। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২২ 
  4. "FIH General Tournament Regulations May 2022" (পিডিএফ)International Hockey Federation। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২৩ 
  5. "FIH General Tournament Regulations May 2022" (পিডিএফ)International Hockey Federation। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা