২০২২ এশিয়ান গেমসে ফিল্ড হকি
হাংচৌতে ২০২২ এশিয়ান গেমসে ফিল্ড হকি ২২ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর ২০২৩ পর্যন্ত গংশু জেলার গংশু চ্যানেল স্পোর্টস পার্ক ফিল্ড হকি ফিল্ড মাঠে অনুষ্ঠিত হয়েছিল।
২০২২ এশিয়ান গেমসে ফিল্ড হকি | |||||||
---|---|---|---|---|---|---|---|
মাঠ | গংশু চ্যানেল স্পোর্টস পার্ক ফিল্ড হকি ফিল্ড | ||||||
অবস্থান | হাংচৌ, চীন | ||||||
তারিখ | ২৪ সেপ্টেম্বর – ৭ অক্টোবর ২০২৩ | ||||||
দেশ | ১৪ | ||||||
পদক বিজয়ী | |||||||
| |||||||
বিজয়ী দল গুলো ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছিল।
যোগ্যতা
সম্পাদনাপুরুষদের বাছাইপর্ব
সম্পাদনাযোগ্যতা | তারিখ | আয়োজক | স্লট | যোগ্য দল |
---|---|---|---|---|
আয়োজক দেশ | ১৬ সেপ্টেম্বর ২০১৬ | — | ১ | চীন |
২০১৮ এশিয়ান গেমস | ২০ আগস্ট–১ সেপ্টেম্বর ২০১৮ | জাকার্তা | ৫ | জাপান মালয়েশিয়া ভারত পাকিস্তান দক্ষিণ কোরিয়া |
২০২২ এশিয়ান গেমস বাছাই পর্ব[১] | ৬–১৫ মে ২০২২ | ব্যাংকক | ৬ | ওমান বাংলাদেশ ইন্দোনেশিয়া থাইল্যান্ড উজবেকিস্তান সিঙ্গাপুর |
মোট | ১২ |
মহিলাদের বাছাইপর্ব
সম্পাদনাযোগ্যতা | তারিখ | আয়োজক | স্লট | যোগ্য দল |
---|---|---|---|---|
আয়োজক দেশ | ১৬ সেপ্টেম্বর ২০১৬ | — | ১ | চীন |
২০১৮ এশিয়ান গেমস | ১৯–৩১ আগস্ট ২০১৮ | জাকার্তা | ৫ | জাপান ভারত দক্ষিণ কোরিয়া মালয়েশিয়া থাইল্যান্ড |
২০২২ এশিয়ান গেমস বাছাই পর্ব[৩] | ৬–১৪ জুন ২০২২ | ৪ | হংকং কাজাখস্তান সিঙ্গাপুর ইন্দোনেশিয়া | |
মোট | ১০ |
পুরুষদের টুর্নামেন্ট
সম্পাদনাগ্রুপ পর্ব
সম্পাদনাপুরুষদের জাতীয় ১২টি দলকে ২টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ এবং বি ৬টি করে দল নিয়ে গঠিত রয়েছে। নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জনের জন্য সেরা গ্রুপ বিজয়ী ২টি, গ্রুপ রানার্স-আপ ২টি দল।
গ্রুপ এ
সম্পাদনাঅব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ভারত | ৫ | ৫ | ০ | ০ | ৫৮ | ৫ | +৫৩ | ১৫ | সেমি-ফাইনালে |
২ | জাপান | ৫ | ৪ | ০ | ১ | ৩৬ | ৯ | +২৭ | ১২ | |
৩ | পাকিস্তান | ৫ | ৩ | ০ | ২ | ৩৮ | ১৭ | +২১ | ৯ | ৫ম স্থান নির্ধারণী ম্যাচ |
৪ | বাংলাদেশ | ৫ | ২ | ০ | ৩ | ১৫ | ২৯ | −১৪ | ৬ | ৭ম স্থান নির্ধারণী ম্যাচ |
৫ | উজবেকিস্তান | ৫ | ১ | ০ | ৪ | ৭ | ৪৯ | −৪২ | ৩ | ৯ম স্থান নির্ধারণী ম্যাচ |
৬ | সিঙ্গাপুর | ৫ | ০ | ০ | ৫ | ৫ | ৫০ | −৪৫ | ০ | ১১তম স্থান নির্ধারণী ম্যাচ |
উৎস: এফআইএইচ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) ম্যাচ জয়; ৩) গোল পার্থক্য; ৪) জন্য গোল; ৫) হেড টু হেড ফলাফল; ৬) মাঠে করা গোল।[৪]
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) ম্যাচ জয়; ৩) গোল পার্থক্য; ৪) জন্য গোল; ৫) হেড টু হেড ফলাফল; ৬) মাঠে করা গোল।[৪]
গ্রুপ বি
সম্পাদনাঅব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | চীন (H) | ৫ | ৪ | ১ | ০ | ২৪ | ৯ | +১৫ | ১৩ | সেমি-ফাইনালে |
২ | দক্ষিণ কোরিয়া | ৫ | ৪ | ০ | ১ | ৪২ | ৮ | +৩৪ | ১২ | |
৩ | মালয়েশিয়া | ৫ | ৩ | ১ | ১ | ৩৬ | ১১ | +২৫ | ১০ | ৫ম স্থান নির্ধারণী ম্যাচ |
৪ | ওমান | ৫ | ২ | ০ | ৩ | ১৪ | ৩৫ | −২১ | ৬ | ৭ম স্থান নির্ধারণী ম্যাচ |
৫ | ইন্দোনেশিয়া | ৫ | ১ | ০ | ৪ | ৭ | ২৮ | −২১ | ৩ | ৯ম স্থান নির্ধারণী ম্যাচ |
৬ | থাইল্যান্ড | ৫ | ০ | ০ | ৫ | ৩ | ৩৫ | −৩২ | ০ | ১১তম স্থান নির্ধারণী ম্যাচ |
উৎস: এফআইএইচ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) ম্যাচ জয়; ৩) গোল পার্থক্য; ৪) জন্য গোল; ৫) হেড টু হেড ফলাফল; ৬) মাঠে করা গোল।[৪]
(H) স্বাগতিক।
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) ম্যাচ জয়; ৩) গোল পার্থক্য; ৪) জন্য গোল; ৫) হেড টু হেড ফলাফল; ৬) মাঠে করা গোল।[৪]
(H) স্বাগতিক।
পদক পর্ব
সম্পাদনাসেমি-ফাইনাল | ফাইনাল | |||||
৪ অক্টোবর | ||||||
ভারত | ৫ | |||||
৬ অক্টোবর | ||||||
দক্ষিণ কোরিয়া | ৩ | |||||
ভারত | ৫ | |||||
৪ অক্টোবর | ||||||
জাপান | ১ | |||||
চীন | ২ | |||||
জাপান | ৩ | |||||
তৃতীয় স্থান | ||||||
৬ অক্টোবর | ||||||
দক্ষিণ কোরিয়া | ২ | |||||
চীন | ১ |
মহিলাদের টুর্নামেন্ট
সম্পাদনাগ্রুপ পর্ব
সম্পাদনা১০টি মহিলা জাতীয় দল ২টি গ্রুপে বিভক্ত। গ্রুপ এ এবং বি প্রত্যেকে ৫টি করে দল নিয়ে গঠিত। নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জনের জন্য সেরা গ্রুপ বিজয়ী ২টি, গ্রুপ রানার্স-আপ ২টি দল।
গ্রুপ এ
সম্পাদনাঅব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ভারত | ৪ | ৩ | ১ | ০ | ৩৩ | ১ | +৩২ | ১০ | সেমি-ফাইনালে |
২ | দক্ষিণ কোরিয়া | ৪ | ৩ | ১ | ০ | ১৭ | ১ | +১৬ | ১০ | |
৩ | মালয়েশিয়া | ৪ | ২ | ০ | ২ | ১৬ | ১২ | +৪ | ৬ | ৫ম স্থান নির্ধারণী ম্যাচ |
৪ | সিঙ্গাপুর | ৪ | ১ | ০ | ৩ | ২ | ২৫ | −২৩ | ৩ | ৭ম স্থান নির্ধারণী ম্যাচ |
৫ | হংকং | ৪ | ০ | ০ | ৪ | ০ | ২৯ | −২৯ | ০ | ৯ম স্থান নির্ধারণী ম্যাচ |
উৎস: এফআইএইচ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) ম্যাচ জয়; ৩) গোল পার্থক্য; ৪) জন্য গোল; ৫) হেড টু হেড ফলাফল; ৬) জন্য মাঠের গোল।[৫]
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) ম্যাচ জয়; ৩) গোল পার্থক্য; ৪) জন্য গোল; ৫) হেড টু হেড ফলাফল; ৬) জন্য মাঠের গোল।[৫]
গ্রুপ বি
সম্পাদনাঅব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | জাপান | ৪ | ৪ | ০ | ০ | ৩১ | ০ | +৩১ | ১২ | সেমি-ফাইনালে |
২ | চীন (H) | ৪ | ৩ | ০ | ১ | ৪৩ | ২ | +৪১ | ৯ | |
৩ | থাইল্যান্ড | ৪ | ২ | ০ | ২ | ৭ | ২৬ | −১৯ | ৬ | ৫ম স্থান নির্ধারণী ম্যাচ |
৪ | কাজাখস্তান | ৪ | ১ | ০ | ৩ | ২ | ২৪ | −২২ | ৩ | ৭ম স্থান নির্ধারণী ম্যাচ |
৫ | ইন্দোনেশিয়া | ৪ | ০ | ০ | ৪ | ১ | ৩২ | −৩১ | ০ | ৯ম স্থান নির্ধারণী ম্যাচ |
উৎস: এফআইএইচ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) ম্যাচ জয়; ৩) গোল পার্থক্য; ৪) জন্য গোল; ৫) হেড টু হেড ফলাফল; ৬) জন্য মাঠের গোল।[৫]
(H) স্বাগতিক।
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) ম্যাচ জয়; ৩) গোল পার্থক্য; ৪) জন্য গোল; ৫) হেড টু হেড ফলাফল; ৬) জন্য মাঠের গোল।[৫]
(H) স্বাগতিক।
পদক পর্ব
সম্পাদনাসেমি-ফাইনাল | ফাইনাল | |||||
৫ অক্টোবর | ||||||
ভারত | ০ | |||||
৭ অক্টোবর | ||||||
চীন | ৪ | |||||
চীন | ২ | |||||
৫ অক্টোবর | ||||||
দক্ষিণ কোরিয়া | ০ | |||||
জাপান | ২ (২) | |||||
দক্ষিণ কোরিয়া | ২ (৩) | |||||
তৃতীয় স্থান | ||||||
৭ অক্টোবর | ||||||
ভারত | ২ | |||||
জাপান | ১ |
পদকজয়ী
সম্পাদনাপদক টেবিল
সম্পাদনা* স্বাগতিক জাতি (চীন)
অব | জাতি | স্বর্ণ | রৌপ্য | ব্রোঞ্জ | মোট |
---|---|---|---|---|---|
১ | ভারত | ১ | ০ | ১ | ২ |
২ | চীন* | ১ | ০ | ০ | ১ |
৩ | দক্ষিণ কোরিয়া | ০ | ১ | ১ | ২ |
৪ | জাপান | ০ | ১ | ০ | ১ |
মোট (৪টি জাতি) | ২ | ২ | ২ | ৬ |
পদকপ্রাপ্ত
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "পুরুষদের এশিয়ান গেমস বাছাই পর্বের ২০২২ এর ৬ মে থেকে ব্যাংককে শুরু হবে"। এশিয়ান হকি ফেডারেশন। ২৫ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ প্রেমলাল, সুশীল (২৬ জানুয়ারি ২০২৩)। "শ্রীলঙ্কা দলকে এশিয়ান গেমস থেকে হকি বাদ দেওয়া হয়েছে"। ডেইলি মিরর। কলম্বো, শ্রীলঙ্কা। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২৩।
- ↑ "এএইচএফ মহিলাদের ২০২২ এশিয়ান গেমস বাছাই পর্বের তারিখ ঘোষণা করেছে"। এশিয়ান হকি ফেডারেশন। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২২।
- ↑ ক খ "FIH General Tournament Regulations May 2022" (পিডিএফ)। International Hockey Federation। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ ক খ "FIH General Tournament Regulations May 2022" (পিডিএফ)। International Hockey Federation। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২৩।