২০২২–২৩ ভারত নারী ক্রিকেট দলের ইংল্যান্ড সফর

ভারত নারী ক্রিকেট দল ২০২২ সালের সেপ্টেম্বর মাসে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য ইংল্যান্ড সফর করে।[][] ওডিআই ম্যাচগুলো ২০২২–২০২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে খেলা হয়।[][]

২০২২–২৩ ভারত নারী ক্রিকেট দলের ইংল্যান্ড সফর
 
  ইংল্যান্ড ভারত
তারিখ ১০ সেপ্টেম্বর ২০২২ – ২৪ সেপ্টেম্বর ২০২২
অধিনায়ক অ্যামি জোনস হরমনপ্রীত কৌর
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে ভারত ৩–০ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান ড্যানিয়েল ওয়ায়াট (১১৬) হরমনপ্রীত কৌর (২২১)
সর্বাধিক উইকেট কেট ক্রস (৭) রেণুকা সিং (৮)
সিরিজ সেরা খেলোয়াড় হরমনপ্রীত কৌর (ভারত)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ২–১ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান সোফিয়া ডাংকলি (১১৫) স্মৃতি মন্ধনা (১১১)
সর্বাধিক উইকেট সারা গ্লেন (৬) স্নেহ রানা (৫)
সিরিজ সেরা খেলোয়াড় সোফিয়া ডাংকলি (ইংল্যান্ড)

২০২২ সালের ৮ সেপ্টেম্বর ইংল্যান্ডের অধিনায়ক নাতালি সিভার সিরিজে অংশ না নেয়ার ঘোষণা দেন।[] সে সূত্রে এ সিরিজের জন্য অ্যামি জোনসকে ইংল্যান্ড দলের অধিনায়ক নির্বাচিত করা হয়।[]

টি২০আই সিরিজে ইংল্যান্ড ২–১ ব্যবধানে জয়ী হয়।[] ওডিআই সিরিজে ভারত ৩–০ ব্যবধানে জয়লাভ করে।[]

দলীয় সদস্য

সম্পাদনা
  ইংল্যান্ড   ভারত
ওডিআই[] টি২০আই[১০] ওডিআই[১১] টি২০আই[১২]

২০২২ সালের ১২ সেপ্টেম্বর অ্যালিস ডেভিডসন-রিচার্ডসকে ইংল্যান্ডের টি২০আই দলে যোগ করা হয়।[১৩]

প্রস্তুতিমূলক ম্যাচ

সম্পাদনা
৬ সেপ্টেম্বর ২০২২
১১:০০
স্কোরকার্ড
ভারত  
১৪৯ (১৯.৫ ওভার)
  ইংল্যান্ড উন্নয়ন
১৫/১ (২ ওভার)
শভীনেণী মেঘনা ৪১ (৩০)
রায়ানা ম্যাকডোনাল্ড-গে ৬/১৮ (৩.৫ ওভার)
ফলাফল হয়নি
রিভারসাইড মাঠ, চেস্টার-লি-স্ট্রিট
আম্পায়ার: জেসমিন আরওয়েন (ইংল্যান্ড) ও জোয়ান ইবটসন (ইংল্যান্ড)
  • টস হয়নি।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।

টি২০আই সিরিজ

সম্পাদনা

১ম টি২০আই

সম্পাদনা
১০ সেপ্টেম্বর ২০২২
১৯:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ভারত  
১৩২/৭ (২০ ওভার)
  ইংল্যান্ড
১৩৪/১ (১৩ ওভার)
দীপ্তি শর্মা ২৯* (২৪)
সারা গ্লেন ৪/২৩ (৪ ওভার)
সোফিয়া ডাংকলি ৬১* (৪৪)
স্নেহ রানা ১/৩১ (৩ ওভার)
ইংল্যান্ড ৯ উইকেটে জয়ী
রিভারসাইড মাঠ, চেস্টার-লি-স্ট্রিট
আম্পায়ার: জেসমিন আরওয়েন (ইংল্যান্ড) ও পল পোলার্ড (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: সারা গ্লেন (ইংল্যান্ড)
  • ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • লরেন বেল (ইংল্যান্ড) ও কিরণ প্রভু নবগিরে (ভারত)-এর টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই

সম্পাদনা
১৩ সেপ্টেম্বর ২০২২
১৮:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ইংল্যান্ড  
১৪২/৬ (২০ ওভার)
  ভারত
১৪৬/২ (১৬.৪ ওভার)
ফ্রেয়া কেম্প ৫১* (৩৭)
স্নেহ রানা ৩/২৪ (৪ ওভার)
ভারত ৮ উইকেটে জয়ী
কাউন্টি ক্রিকেট মাঠ, ডার্বি
আম্পায়ার: পল পোলার্ড (ইংল্যান্ড) ও সু রেডফার্ন (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: স্মৃতি মন্ধনা (ভারত)
  • ইংল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় টি২০আই

সম্পাদনা
১৫ সেপ্টেম্বর ২০২২
১৮:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
ভারত  
১২২/৮ (২০ ওভার)
  ইংল্যান্ড
১২৬/৩ (১৮.২ ওভার)
রিচা ঘোষ ৩৩ (২২)
সোফি একলস্টোন ৩/২৫ (৪ ওভার)
সোফিয়া ডাংকলি ৪৯ (৪৪)
রাধা যাদব ১/১৪ (৪ ওভার)
ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী
ব্রিস্টল কাউন্টি মাঠ, ব্রিস্টল
আম্পায়ার: পল পোলার্ড (ইংল্যান্ড) ও সু রেডফার্ন (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: সোফি একলস্টোন (ইংল্যান্ড)
  • ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

ওডিআই সিরিজ

সম্পাদনা

১ম ওডিআই

সম্পাদনা
১৮ সেপ্টেম্বর ২০২২
১১:০০
স্কোরকার্ড
ইংল্যান্ড  
২২৭/৭ (৫০ ওভার)
  ভারত
২৩২/৩ (৪৪.২ ওভার)
অ্যালিস ডেভিডসন-রিচার্ডস ৫০* (৬১)
দীপ্তি শর্মা ২/৩৩ (১০ ওভার)
স্মৃতি মন্ধনা ৯১ (৯৯)
কেট ক্রস ২/৪৩ (১০ ওভার)
ভারত ৭ উইকেটে জয়ী
কাউন্টি ক্রিকেট মাঠ, হোভ
আম্পায়ার: অ্যানা হ্যারিস (ইংল্যান্ড) ও সু রেডফার্ন (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: স্মৃতি মন্ধনা (ভারত)
  • ভারত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অ্যালিস ক্যাপসি (ইংল্যান্ড)-এর ওডিআই অভিষেক হয়।
  • নারী চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: ভারত ২, ইংল্যান্ড ০।

২য় ওডিআই

সম্পাদনা
২১ সেপ্টেম্বর ২০২২
১৩:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ভারত  
৩৩৩/৫ (৫০ ওভার)
  ইংল্যান্ড
২৪৫ (৪৪.২ ওভার)
হরমনপ্রীত কৌর ১৪৩* (১১১)
শার্লট ডিন ১/৩৯ (১০ ওভার)
ড্যানিয়েল ওয়ায়াট ৬৫ (৫৮)
রেণুকা সিং ৪/৫৭ (১০ ওভার)
ভারত ৮৮ রানে জয়ী
সেন্ট লরেন্স মাঠ, ক্যান্টারবেরি
আম্পায়ার: অ্যানা হ্যারিস (ইংল্যান্ড) ও মাইকেল বার্নস (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: হরমনপ্রীত কৌর (ভারত)
  • ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ফ্রেয়া কেম্প (ইংল্যান্ড)-এর ওডিআই অভিষেক হয়।
  • নারী চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: ভারত ২, ইংল্যান্ড ০।

৩য় ওডিআই

সম্পাদনা
২৪ সেপ্টেম্বর ২০২২
১১:০০
স্কোরকার্ড
ভারত  
১৬৯ (৪৫.৪ ওভার)
  ইংল্যান্ড
১৫৩ (৪৩.৩ ওভার)
দীপ্তি শর্মা ৬৮* (১০৬)
কেট ক্রস ৪/২৬ (১০ ওভার)
শার্লট ডিন ৪৭ (৮০)
রেণুকা সিং ৪/২৯ (১০ ওভার)
ভারত ১৬ রানে জয়ী
লর্ড'স, লন্ডন
আম্পায়ার: অ্যানা হ্যারিস (ইংল্যান্ড) ও মার্টিন স্যাগারস (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: রেণুকা সিং (ভারত)
  • ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • নারী চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: ভারত ২, ইংল্যান্ড ০।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "England Women to host South Africa and India in 2022"ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২২ 
  2. "England women to host South Africa and India in 2022"ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২২ 
  3. "ICC reveal Women's Future Tours Program"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২২ 
  4. "Women's Future Tours Program" (পিডিএফ)আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। ১৩ এপ্রিল ২০২৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২২ 
  5. "Nat Sciver to miss India series"ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২২ 
  6. "Nat Sciver pulls out of India series to 'focus on mental health and wellbeing'"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২২ 
  7. "Alice Capsey seals 2-1 England series win after spinners derail India"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২২ 
  8. "India send Goswami off with a historic 3-0 series triumph"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২২ 
  9. "Alice Capsey, Freya Kemp named in England ODI squad to face India"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২২ 
  10. "Lauren Bell earns maiden England Women IT20 call-up"ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২২ 
  11. "Team India (Senior Women) squad for England tour announced"ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২২ 
  12. "Jhulan Goswami returns for India's ODI series in England"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২২ 
  13. "Davidson-Richards added to England IT20 squad"কেন্ট ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০২২ 

বহিঃসংযোগ

সম্পাদনা