২০২২–২৩ বিসিএল ওয়ানডে
লিস্ট এ ক্রিকেট টুর্নামেন্ট
২০২২–২৩ বাংলাদেশ ক্রিকেট লিগ ওয়ানডে বা ২২–২৩ বিসিএল ওয়ানডে, হলো লিস্ট এ ক্রিকেট টুর্নামেন্ট এবং বিসিএল ওয়ানডে-এর ২য় আসর। গতবারের ন্যায় এবারো বাংলাদেশে আয়োজন করা হয়, ২০ নভেম্বর ২০২২ শুরু হয় ২৭ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হয় এই টুর্নামেন্ট।[১][২] মধ্যাঞ্চল ২০২১–২২ বিসিএল ওয়ানডে-এর বিজয়ী দল, তারা ফাইনালে দক্ষিণাঞ্চলকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয়।[৩]
তারিখ | ২০ – ২৭ নভেম্বর ২০২২ |
---|---|
তত্ত্বাবধায়ক | বাংলাদেশ ক্রিকেট বোর্ড |
ক্রিকেটের ধরন | লিস্ট এ ক্রিকেট |
প্রতিযোগিতার ধরন | রাউন্ড রবিন এবং ফাইনাল |
আয়োজক | ![]() |
বিজয়ী | উত্তরাঞ্চল (১ম শিরোপা) |
রানার-আপ | দক্ষিণাঞ্চল |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৪ |
খেলার সংখ্যা | ৭ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | মোহাম্মদ নাইম |
সর্বাধিক রান সংগ্রহকারী | মোহাম্মদ নাইম (২১০) |
সর্বাধিক উইকেটধারী | মেহেদি মিরাজ (১০) |
ফাইনালে দক্ষিণাঞ্চলকে ৩ রানে হারিয়ে উত্তরাঞ্চল এই আসরের চ্যাম্পিয়ন হয়।[৪]
পয়েন্ট টেবিল
সম্পাদনাদল[৫] | খেলা | জয় | হার | ফহ | পয়েন্ট | এনআরআর |
---|---|---|---|---|---|---|
দক্ষিণাঞ্চল | ৩ | ৩ | ০ | ০ | ৬ | ০.৮১০ |
উত্তরাঞ্চল | ৩ | ২ | ১ | ০ | ৪ | ০.০১১ |
পূর্বাঞ্চল | ৩ | ১ | ২ | ০ | ২ | ০.২২৬ |
মধ্যাঞ্চল | ৩ | ০ | ৩ | ০ | ০ | -১.০৪৪ |
- Advance to the final
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Bangladesh Cricket League One-Day 2022/23"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩।
- ↑ "দিবা রাত্রির বিসিএল ফাইনাল ২৭ নভেম্বর"। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩।
- ↑ "BCL One-Day: Central Zone complete domestic double after win over South Zone"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২২।
- ↑ "দক্ষিণকে হারিয়ে চ্যাম্পিয়ন উত্তরাঞ্চল"। Jugantor.com। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩।
- ↑ "Bangladesh Cricket League One-Day Table - 2022-23"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩।
এক্সট্রা লিংক
সম্পাদনা
ক্রিকেট প্রতিযোগিতা বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |