২০২২–২৩ পাকিস্তান নারী ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর

পাকিস্তান নারী ক্রিকেট দল ২০২৩ সালের জানুয়ারি মাসে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য অস্ট্রেলিয়া সফর করে।[১] ওডিআই সিরিজটি ২০২২–২০২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের একটি অংশ হিসেবে খেলা হয়।[২] টি২০আই সিরিজটি উভয় দলের জন্য ২০২৩ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে গণ্য হয়।[৩]

২০২২–২৩ পাকিস্তান নারী ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর
 
  অস্ট্রেলিয়া পাকিস্তান
তারিখ ১৬ জানুয়ারি ২০২৩ – ২৯ জানুয়ারি ২০২৩
অধিনায়ক মেগ ল্যানিং বিসমাহ মারুফ
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ৩–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান বেথ মুনি (১৯১) নিদা দার (১১২)
সর্বাধিক উইকেট ডার্সি ব্রাউন (৫)
অ্যাশলি গার্ডনার (৫)
ডায়ানা বেগ (৩)
ফাতিমা সানা (৩)
সিরিজ সেরা খেলোয়াড় বেথ মুনি (অস্ট্রেলিয়া)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ২–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান এলিস পেরি (৫৭) মুনিবা আলি (৪১)
সর্বাধিক উইকেট মেগান শুট (৫) নিদা দার (৩)
সিরিজ সেরা খেলোয়াড় আলানা কিং (অস্ট্রেলিয়া)

ওডিআই সিরিজে অস্ট্রেলিয়া ৩–০ ব্যবধানে জয়লাভ করে।[৪] টি২০আই সিরিজে অস্ট্রেলিয়া ২–০ ব্যবধানে জয়ী হয়।[৫]

দলীয় সদস্য সম্পাদনা

  অস্ট্রেলিয়া   পাকিস্তান
ওডিআই[৬] টি২০আই[৭] ওডিআই[৮] টি২০আই[৯]

প্রাথমিকভাবে আইমান আনোয়ার, জাভেরিয়া খানতুবা হাসানকে পাকিস্তানের ওডিআই দলে এবং কাইনাত ইমতিয়াজ, গুলাম ফাতিমা ও সাদাফ শামাসকে পাকিস্তানের টি২০আই দলে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[১০] চোটের কারণে সিরিজ শুরু হওয়ার আগে অ্যালিসা হিলি অস্ট্রেলিয়ার টি২০আই দল থেকে ছিটকে যান।[১১] গুলাম ফাতিমা পরবর্তীতে সফর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলে তুবা হাসানকে পাকিস্তানের মূল ওডিআই দলে যোগ করা হয়।[১২] ওডিআই সিরিজ শেষ হওয়ার পর ডায়ানা বেগ চোটের কারণে সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেলে সাদাফ শামাসকে পাকিস্তানের মূল টি২০আই দলে যোগ করা হয়।[১৩]

প্রস্তুতিমূলক ম্যাচ সম্পাদনা

সিরিজ শুরু হওয়ার আগে পাকিস্তান দল গভর্নর-জেনারেল একাদশের বিপক্ষে একটি ৫০ ওভারের প্রস্তুতিমূলক ম্যাচ খেলে।[১৪]

১৩ জানুয়ারি ২০২৩
১০:০৫
স্কোরকার্ড
গভর্নর-জেনারেল একাদশ  
২৩৫ (৪৯.৩ ওভার)
  পাকিস্তান
১৮২ (৪৪.৪ ওভার)
এরিন বার্নস ৭৪ (৯২)
নিদা দার ৪/৪৬ (১০ ওভার)
বিসমাহ মারুফ ৭৪ (১০৩)
অ্যামান্ডা-জেড ওয়েলিংটন ৪/৩৩ (১০ ওভার)
গভর্নর-জেনারেল একাদশ ৫৩ রানে জয়ী
অ্যালান বর্ডার মাঠ, ব্রিসবেন
আম্পায়ার: এলোইস শেরিডান (অস্ট্রেলিয়া) ও ক্লেয়ার পোলোসাক (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: এরিন বার্নস (গভর্নর-জেনারেল একাদশ)
  • পাকিস্তান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

ওডিআই সিরিজ সম্পাদনা

১ম ওডিআই সম্পাদনা

১৬ জানুয়ারি ২০২৩
১০:০৫
স্কোরকার্ড
পাকিস্তান  
১৬০/৮ (৪০ ওভার)
  অস্ট্রেলিয়া
১৫৮/২ (২৮.৫ ওভার)
নিদা দার ৫৯ (৮৮)
ডার্সি ব্রাউন ২/২১ (৪ ওভার)
ফিবি লিচফিল্ড ৭৮* (৯২)
ডায়ানা বেগ ১/২১ (৬ ওভার)
অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী (ডিএলএস পদ্ধতি)
অ্যালান বর্ডার মাঠ, ব্রিসবেন
আম্পায়ার: এলোইস শেরিডান (অস্ট্রেলিয়া) ও ক্লেয়ার পোলোসাক (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: ফিবি লিচফিল্ড (অস্ট্রেলিয়া)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ৪০ ওভারে খেলা হয়।
  • বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার লক্ষ্য ৪০ ওভারে ১৫৮ নির্ধারণ করা হয়।
  • ফিবি লিচফিল্ড (অস্ট্রেলিয়া)-এর ওডিআই অভিষেক হয়।
  • নারী চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: অস্ট্রেলিয়া ২, পাকিস্তান ০।

২য় ওডিআই সম্পাদনা

১৮ জানুয়ারি ২০২৩
১০:০৫
স্কোরকার্ড
পাকিস্তান  
১২৫ (৪৩ ওভার)
  অস্ট্রেলিয়া
১২৯/০ (১৯.২ ওভার)
নিদা দার ২৪ (৩৮)
ডার্সি ব্রাউন ৩/৩২ (৮ ওভার)
ফিবি লিচফিল্ড ৬৭* (৬১)
অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয়ী
অ্যালান বর্ডার মাঠ, ব্রিসবেন
আম্পায়ার: এলোইস শেরিডান (অস্ট্রেলিয়া) ও শন ক্রেইগ (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: ডার্সি ব্রাউন (অস্ট্রেলিয়া)
  • পাকিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • নারী চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: অস্ট্রেলিয়া ২, পাকিস্তান ০।

৩য় ওডিআই সম্পাদনা

২১ জানুয়ারি ২০২৩
১১:০৫
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া  
৩৩৬/৯ (৫০ ওভার)
  পাকিস্তান
২৩৫/৭ (৫০ ওভার)
বেথ মুনি ১৩৩ (১০৫ ওভার)
ফাতিমা সানা ৩/৫৩ (১০ ওভার)
অস্ট্রেলিয়া ১০১ রানে জয়ী
নর্থ সিডনি ওভাল, সিডনি
আম্পায়ার: ক্লেয়ার পোলোসাক (অস্ট্রেলিয়া) ও মাইকেল গ্রাহাম-স্মিথ (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: বেথ মুনি (অস্ট্রেলিয়া)
  • পাকিস্তান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • তুবা হাসান (পাকিস্তান)-এর ওডিআই অভিষেক হয়।
  • নারী চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: অস্ট্রেলিয়া ২, পাকিস্তান ০।

টি২০আই সিরিজ সম্পাদনা

১ম টি২০আই সম্পাদনা

২৪ জানুয়ারি ২০২৩
১৩:৪৫
স্কোরকার্ড
পাকিস্তান  
১১৮ (২০ ওভার)
  অস্ট্রেলিয়া
১১৯/২ (১৩.৪ ওভার)
ওমাইমা সোহেল ৩০ (৩৬)
মেগান শুট ৫/১৫ (৪ ওভার)
এলিস পেরি ৫৭* (৪০)
নিদা দার ১/১৭ (২ ওভার)
অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী
নর্থ সিডনি ওভাল, সিডনি
আম্পায়ার: এলোইস শেরিডান (অস্ট্রেলিয়া) ও শন ক্রেইগ (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: মেগান শুট (অস্ট্রেলিয়া)
  • পাকিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • সাদাফ শামাস (পাকিস্তান)-এর টি২০আই অভিষেক হয়।
  • মেগান শুট (অস্ট্রেলিয়া) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[১৫]

২য় টি২০আই সম্পাদনা

২৬ জানুয়ারি ২০২২
১৯:০৫ (দিন/রাত)
স্কোরকার্ড
পাকিস্তান  
৯৬/৭ (২০ ওভার)
  অস্ট্রেলিয়া
১০০/২ (১২.৪ ওভার)
মুনিবা আলি ৩৩ (৪৩)
আলানা কিং ২/১০ (২ ওভার)
বেথ মুনি ৪৬ (২৯)
নিদা দার ২/২৭ (৪ ওভার)
অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী
বেলরিভ ওভাল, ক্ল্যারেন্স
আম্পায়ার: ক্লেয়ার পোলোসাক (অস্ট্রেলিয়া) ও মাইকেল গ্রাহাম-স্মিথ (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: বেথ মুনি (অস্ট্রেলিয়া)
  • পাকিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় টি২০আই সম্পাদনা

২৯ জানুয়ারি ২০২২
১৩:৪৫
স্কোরকার্ড
ম্যাচ পরিত্যক্ত
মানুকা ওভাল, ক্যানবেরা
আম্পায়ার: ক্লেয়ার পোলোসাক (অস্ট্রেলিয়া) ও শন ক্রেইগ (অস্ট্রেলিয়া)
  • টস হয়নি।
  • বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Pakistan women's series against Australia begins tomorrow"পাকিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৩ 
  2. "Sidra Amin confident of good show in her maiden Australia tour"পাকিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২৩ 
  3. "Litchfield and Lanning lead Australia to comfortable win"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২৩ 
  4. "Beth Mooney century wraps up ODI series clean sweep"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২৩ 
  5. "'We certainly aren't complacent' - Meg Lanning looks ahead to T20 World Cup bid"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২৩ 
  6. "Lanning returns to lead Aussies against Pakistan"ক্রিকেট অস্ট্রেলিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২২ 
  7. "Australia drop selection bombshell for T20 World Cup"ক্রিকেট অস্ট্রেলিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২৩ 
  8. "Diana Baig returns to the side for Australia series and ICC Women's T20 World Cup"পাকিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২২ 
  9. "Diana Baig returns as Pakistan name squads for women's T20 World Cup and Australia tour"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২২ 
  10. "Baig returns as Pakistan name squads for Australia and T20 World Cup"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২২ 
  11. "Healy ruled out of Pakistan T20s, all clear for Cup"ক্রিকেট অস্ট্রেলিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২৩ 
  12. "All you need to know for the #AUSvPAK series"ক্রিকেট অস্ট্রেলিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২৩ 
  13. "Diana Baig of Pakistan ruled out of T20 World Cup with fractured finger"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০২৩ 
  14. "Gardner named to lead Governor-General's XI"ক্রিকেট অস্ট্রেলিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৩ 
  15. "Schutt's career-best haul sets up thumping Australia victory"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২৩ 

বহিঃসংযোগ সম্পাদনা