২০২২–২৩ নামিবিয়া পুরুষ ক্রিকেট দলের সংযুক্ত আরব আমিরাত সফর

নামিবিয়া পুরুষ ক্রিকেট দল ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে দুটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচ খেলার জন্য সংযুক্ত আরব আমিরাত সফর করে।[১] সিরিজের ম্যাচগুলো ২০১৯–২০২৩ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ টুর্নামেন্টের অংশ হিসেবে খেলা হয়।[২] এর পূর্বে টুর্নামেন্টটির ৮ম পর্বে সংযুক্ত আরব আমিরাত ও নামিবিয়ার মধ্যে স্থগিত হয়ে যাওয়া ম্যাচগুলো পুনঃসূচিত করা হয় এ সিরিজের অংশ হিসেবে।[৩] আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ টুর্নামেন্টটি ছিল ২০২৩ পুরুষ ক্রিকেট বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের একটি ধাপ।[৪]

২০২২–২৩ নামিবিয়া পুরুষ ক্রিকেট দলের সংযুক্ত আরব আমিরাত সফর
 
  সংযুক্ত আরব আমিরাত নামিবিয়া
তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২৩ – ২৫ ফেব্রুয়ারি ২০২৩
অধিনায়ক চুণ্টঙ্গপোয়িল রিজওয়ান খেরহার্ট এরাসমাস
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজ ১–১ ব্যবধানে ড্র হয়
সর্বাধিক রান চুণ্টঙ্গপোয়িল রিজওয়ান (৭১) মাইকেল ফন লিংএন (৮৬)
সর্বাধিক উইকেট জহুর খান (৪) তাংগেনি লুংগামেনি (৬)

সিরিজটি ১–১ সমতায় শেষ হয়।

দলীয় সদস্য সম্পাদনা

  সংযুক্ত আরব আমিরাত[৫]   নামিবিয়া[৬]

ওডিআই সিরিজ সম্পাদনা

১ম ওডিআই সম্পাদনা

২৩ ফেব্রুয়ারি ২০২৩
১০:০০
স্কোরকার্ড
নামিবিয়া  
৯১ (৩১.১ ওভার)
  সংযুক্ত আরব আমিরাত
৯৫/৯ (৩৩ ওভার)
রুবেন ট্রুম্পেলমান ৩০ (৪১)
কার্তিক মেইয়াপ্পান ৩/১৬ (৩.১ ওভার)
আয়ান আফজাল খান ৩৫* (৫৪)
তাংগেনি লুংগামেনি ৪/২০ (১০ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ১ উইকেটে জয়ী
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই
আম্পায়ার: আকবর আলি (সংযুক্ত আরব আমিরাত) ও বিসমিল্লাহ জান শিনওয়ারি (আফগানিস্তান)
ম্যাচ সেরা খেলোয়াড়: আয়ান আফজাল খান (সংযুক্ত আরব আমিরাত)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২য় ওডিআই সম্পাদনা

২৫ ফেব্রুয়ারি ২০২৩
১০:০০
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত  
১৬৬/৯ (৫০ ওভার)
  নামিবিয়া
১৬৭/৩ (২৮.২ ওভার)
মাইকেল ফন লিংএন ৭১* (৫৩)
জহুর খান ১/২৯ (৭ ওভার)
নামিবিয়া ৭ উইকেটে জয়ী
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই
আম্পায়ার: বিসমিল্লাহ জান শিনওয়ারি (আফগানিস্তান) ও লিন্ডন হ্যানিবাল (শ্রীলঙ্কা)
ম্যাচ সেরা খেলোয়াড়: মাইকেল ফন লিংএন (নামিবিয়া)
  • নামিবিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "🚨SQUAD ANNOUNCEMENT🚨"ক্রিকেট নামিবিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে। 
  2. "Nepal Cricket to host Scotland and Namibia for CWC League 2 ODI Tri-series in February 2023"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২৩ 
  3. "UAE cricket team hope for swift return from Namibia due to Omicron restrictions"দ্য ন্যাশনাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০২১ 
  4. "Associates pathway to 2023 World Cup undergoes major revamp"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৮ 
  5. "Emirates Cricket Board announce team to compete in ICC Men's Cricket World Cup League 2 against Namibia"আমিরাত ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২৩ 
  6. "Richelieu Eagles Off to Conclude ODI Cycle"ক্রিকেট নামিবিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২৩ 

বহিঃসংযোগ সম্পাদনা