২০২২–২৩ নামিবিয়া পুরুষ ক্রিকেট দলের সংযুক্ত আরব আমিরাত সফর
নামিবিয়া পুরুষ ক্রিকেট দল ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে দুটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচ খেলার জন্য সংযুক্ত আরব আমিরাত সফর করে।[১] সিরিজের ম্যাচগুলো ২০১৯–২০২৩ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ টুর্নামেন্টের অংশ হিসেবে খেলা হয়।[২] এর পূর্বে টুর্নামেন্টটির ৮ম পর্বে সংযুক্ত আরব আমিরাত ও নামিবিয়ার মধ্যে স্থগিত হয়ে যাওয়া ম্যাচগুলো পুনঃসূচিত করা হয় এ সিরিজের অংশ হিসেবে।[৩] আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ টুর্নামেন্টটি ছিল ২০২৩ পুরুষ ক্রিকেট বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের একটি ধাপ।[৪]
২০২২–২৩ নামিবিয়া পুরুষ ক্রিকেট দলের সংযুক্ত আরব আমিরাত সফর | |||
---|---|---|---|
![]() |
![]() | ||
সংযুক্ত আরব আমিরাত | নামিবিয়া | ||
তারিখ | ২৩ ফেব্রুয়ারি ২০২৩ – ২৫ ফেব্রুয়ারি ২০২৩ | ||
অধিনায়ক | চুণ্টঙ্গপোয়িল রিজওয়ান | খেরহার্ট এরাসমাস | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ২ ম্যাচের সিরিজ ১–১ ব্যবধানে ড্র | ||
সর্বাধিক রান | চুণ্টঙ্গপোয়িল রিজওয়ান (৭১) | মাইকেল ফন লিংএন (৮৬) | |
সর্বাধিক উইকেট | জহুর খান (৪) | তাংগেনি লুংগামেনি (৬) |
সিরিজটি ১–১ সমতায় শেষ হয়।
দলীয় সদস্য
সম্পাদনাসংযুক্ত আরব আমিরাত[৫] | নামিবিয়া[৬] |
---|---|
|
|
ওডিআই সিরিজ
সম্পাদনা১ম ওডিআই
সম্পাদনাব
|
||
রুবেন ট্রুম্পেলমান ৩০ (৪১)
কার্তিক মেইয়াপ্পান ৩/১৬ (৩.১ ওভার) |
আয়ান আফজাল খান ৩৫* (৫৪)
তাংগেনি লুংগামেনি ৪/২০ (১০ ওভার) |
- সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
২য় ওডিআই
সম্পাদনাব
|
||
- নামিবিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "🚨SQUAD ANNOUNCEMENT🚨"। ক্রিকেট নামিবিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২৩ – ফেসবুক-এর মাধ্যমে।
- ↑ "Nepal Cricket to host Scotland and Namibia for CWC League 2 ODI Tri-series in February 2023"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ "UAE cricket team hope for swift return from Namibia due to Omicron restrictions"। দ্য ন্যাশনাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০২১।
- ↑ "Associates pathway to 2023 World Cup undergoes major revamp"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৮।
- ↑ "Emirates Cricket Board announce team to compete in ICC Men's Cricket World Cup League 2 against Namibia"। আমিরাত ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ "Richelieu Eagles Off to Conclude ODI Cycle"। ক্রিকেট নামিবিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২৩।