২০২১–২২ নেপাল নারী ক্রিকেট দলের কাতার সফর

আন্তর্জাতিক ক্রিকেট সফর

নেপাল নারী ক্রিকেট দল ২০২১ সালের নভেম্বর মাসে তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য কাতার সফর করে।[][] ম্যাচগুলো দোহার ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা হয়। এ ম্যাচগুলো ২০২১ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ এশিয়া বাছাইপর্ব টুর্নামেন্টের জন্য নেপাল দলের প্রস্তুতি হিসেবে গণ্য হয়।[] সিরিজে নেপাল ৩–০ ব্যবধানে জয়ী হয়।[]

২০২১–২২ নেপাল নারী ক্রিকেট দলের কাতার সফর
 
  কাতার নেপাল
তারিখ ১৬ নভেম্বর ২০২১ – ১৮ নভেম্বর ২০২১
অধিনায়ক আয়েশা মোহাম্মদ রুবিনা ক্ষেত্রী
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে নেপাল ৩–০ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান আয়েশা মোহাম্মদ (৩৭) সীতা রানা মগর (১২১)
সর্বাধিক উইকেট অ্যাঞ্জেলিন মারে (৪) রুবিনা ক্ষেত্রী (৬)
সিরিজ সেরা খেলোয়াড় রুবিনা ক্ষেত্রী (নেপাল)

দলীয় সদস্য

সম্পাদনা
  কাতার[]     নেপাল[]
  • আয়েশা মোহাম্মদ (অধি.)
  • অ্যাঞ্জেলিন মারে
  • আয়েশা আবদুর রহমান
  • আলিনা খান
  • কেরি পুনসেট
  • খাদিজা আহমেদ ইমতিয়াজ
  • তৃপ্তি কালে (উই.)
  • রিজফা বানু (উই.)
  • রিভা শাহ
  • শাহরিননওয়াব বাহাদুর
  • শ্রুতিবেন কমলেশভাই রানা (উই.)
  • সাচি ধাড়ওয়াল
  • সাবিজা আদিয়েরি পনায়ন
  • স্নেহা চন্দনানি
  • হিরল আগরওয়াল
  • রুবিনা ক্ষেত্রী (অধি.)
  • অপ্সরী বেগম
  • ইন্দু বর্মা
  • কবিতা কুনওয়ার
  • কবিতা জোশি
  • করুণা ভণ্ডারি
  • কাজল শ্রেষ্ঠ (উই.)
  • জ্যোতি পান্ডে (উই.)
  • ডলি ভট্ট
  • শবনম রায়
  • সঙ্গীতা রায়
  • সরস্বতী চৌধুরী কুমারী
  • সরিতা মগর
  • সীতা রানা মগর

টি২০আই সিরিজ

সম্পাদনা

১ম টি২০আই

সম্পাদনা
১৬ নভেম্বর ২০২১
১৩:০০
স্কোরকার্ড
নেপাল    
১৪৬/৪ (২০ ওভার)
  কাতার
২৭ (১১.৫ ওভার)
ইন্দু বর্মা ৫৫* (৪৭)
অ্যাঞ্জেলিন মারে ১/১৮ (২ ওভার)
অ্যাঞ্জেলিন মারে ৮ (১৩)
রুবিনা ক্ষেত্রী ৩/১ (১.৫ ওভার)
নেপাল ১১৯ রানে জয়ী
ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দোহা
আম্পায়ার: প্রসন্ন হরণ (কাতার) ও মোহাম্মদ নাসিম (কাতার)
ম্যাচ সেরা খেলোয়াড়: ইন্দু বর্মা (নেপাল)
  • কাতার টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • কেরি পুনসেট, রিজফা বানু, সাবিজা আদিয়েরি পনায়ন, হিরল আগরওয়াল (কাতার), কবিতা জোশি ও সঙ্গীতা রায় (নেপাল)-এর টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই

সম্পাদনা
১৭ নভেম্বর ২০২১
১৩:০০
স্কোরকার্ড
নেপাল    
১২৯/৬ (২০ ওভার)
  কাতার
৬৮ (১৯.৩ ওভার)
রুবিনা ক্ষেত্রী ৫০ (৪৮)
অ্যাঞ্জেলিন মারে ২/২৮ (৪ ওভার)
আয়েশা মোহাম্মদ ২৪ (৩২)
সরস্বতী চৌধুরী কুমারী ৪/৮ (৪ ওভার)
নেপাল ৬১ রানে জয়ী
ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দোহা
আম্পায়ার: আব্দুল জব্বার (কাতার) ও রিয়াজ কুরূপকার (কাতার)
ম্যাচ সেরা খেলোয়াড়: রুবিনা ক্ষেত্রী (নেপাল)
  • নেপাল টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • জ্যোতি পান্ডে ও শবনম রায় (নেপাল)-এর টি২০আই অভিষেক হয়।

৩য় টি২০আই

সম্পাদনা
১৮ নভেম্বর ২০২১
১৩:০০
স্কোরকার্ড
নেপাল    
১৬৪/৩ (২০ ওভার)
  কাতার
৫৫/৭ (২০ ওভার)
সীতা রানা মগর ৮২* (৭২)
আয়েশা মোহাম্মদ ১/২৪ (৩ ওভার)
আলিনা খান ১৯ (৩৩)
শবনম রায় ১/২ (৩ ওভার)
নেপাল ১০৯ রানে জয়ী
ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দোহা
আম্পায়ার: আব্দুল জব্বার (কাতার) ও মুহাম্মদ উসমান (কাতার)
ম্যাচ সেরা খেলোয়াড়: সীতা রানা মগর (নেপাল)
  • নেপাল টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • রিভা শাহ ও শ্রুতিবেন কমলেশভাই রানা (কাতার)-এর টি২০আই অভিষেক হয়।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Qatar Cricket to host Nepal Women team for T20I series in November 2021"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২১ 
  2. "National women's cricket team leaves for Qatar"দ্য হিমালয়ান টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২১ 
  3. "Nepal to tour Qatar for three-match T20I series in November 2021"উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২১ 
  4. "Nepal whitewash Qatar 3-0 with huge win in final T20I"উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২১ 
  5. "Nepal women's team to visit Qatar for 3 T20Is"দ্য পেনিনসুলা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২১ 
  6. "Nepal and Qatar women's cricket team to play 3 match T20I series from 16th November"ফিমেল ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২১ 

বহিঃসংযোগ

সম্পাদনা