২০২১–২২ নেপাল নারী ক্রিকেট দলের কাতার সফর
আন্তর্জাতিক ক্রিকেট সফর
নেপাল নারী ক্রিকেট দল ২০২১ সালের নভেম্বর মাসে তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য কাতার সফর করে।[১][২] ম্যাচগুলো দোহার ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা হয়। এ ম্যাচগুলো ২০২১ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ এশিয়া বাছাইপর্ব টুর্নামেন্টের জন্য নেপাল দলের প্রস্তুতি হিসেবে গণ্য হয়।[৩] সিরিজে নেপাল ৩–০ ব্যবধানে জয়ী হয়।[৪]
দলীয় সদস্য
সম্পাদনাকাতার[৫] | নেপাল[৬] |
---|---|
টি২০আই সিরিজ
সম্পাদনা১ম টি২০আই
সম্পাদনাব
|
||
ইন্দু বর্মা ৫৫* (৪৭)
অ্যাঞ্জেলিন মারে ১/১৮ (২ ওভার) |
অ্যাঞ্জেলিন মারে ৮ (১৩)
রুবিনা ক্ষেত্রী ৩/১ (১.৫ ওভার) |
- কাতার টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- কেরি পুনসেট, রিজফা বানু, সাবিজা আদিয়েরি পনায়ন, হিরল আগরওয়াল (কাতার), কবিতা জোশি ও সঙ্গীতা রায় (নেপাল)-এর টি২০আই অভিষেক হয়।
২য় টি২০আই
সম্পাদনাব
|
||
রুবিনা ক্ষেত্রী ৫০ (৪৮)
অ্যাঞ্জেলিন মারে ২/২৮ (৪ ওভার) |
আয়েশা মোহাম্মদ ২৪ (৩২)
সরস্বতী চৌধুরী কুমারী ৪/৮ (৪ ওভার) |
- নেপাল টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- জ্যোতি পান্ডে ও শবনম রায় (নেপাল)-এর টি২০আই অভিষেক হয়।
৩য় টি২০আই
সম্পাদনাব
|
||
সীতা রানা মগর ৮২* (৭২)
আয়েশা মোহাম্মদ ১/২৪ (৩ ওভার) |
আলিনা খান ১৯ (৩৩)
শবনম রায় ১/২ (৩ ওভার) |
- নেপাল টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- রিভা শাহ ও শ্রুতিবেন কমলেশভাই রানা (কাতার)-এর টি২০আই অভিষেক হয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Qatar Cricket to host Nepal Women team for T20I series in November 2021"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২১।
- ↑ "National women's cricket team leaves for Qatar"। দ্য হিমালয়ান টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২১।
- ↑ "Nepal to tour Qatar for three-match T20I series in November 2021"। উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২১।
- ↑ "Nepal whitewash Qatar 3-0 with huge win in final T20I"। উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২১।
- ↑ "Nepal women's team to visit Qatar for 3 T20Is"। দ্য পেনিনসুলা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২১।
- ↑ "Nepal and Qatar women's cricket team to play 3 match T20I series from 16th November"। ফিমেল ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২১।