২০২১–২২ কাতারে আফগানিস্তান ক্রিকেট দল বনাম নেদারল্যান্ডস
নেদারল্যান্ডস পুরুষ ক্রিকেট দল ২০২২ সালের জানুয়ারি মাসে আফগানিস্তানের বিরুদ্ধে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচ খেলার জন্য কাতার সফর করে।[১][২] সিরিজটি ২০২০–২০২৩ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের একটি অংশ হিসেবে খেলা হয়।[৩][৪] সিরিজের ম্যাচগুলো দোহার ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা হয়।[৫][৬] সিরিজের পূর্বে হাশমতউল্লাহ শাহিদিকে আফগানিস্তানের ওডিআই দলের অধিনায়ক হিসেবে নিয়োগ দেয়া হয়।[৭] সিরিজে আফগানিস্তান ৩-০ ব্যবধানে জয়লাভ করে।[৮]
২০২১–২২ কাতারে আফগানিস্তান পুরুষ ক্রিকেট দল বনাম নেদারল্যান্ডস | |||
---|---|---|---|
আফগানিস্তান | নেদারল্যান্ডস | ||
তারিখ | ২১ জানুয়ারি ২০২২ – ২৫ জানুয়ারি ২০২২ | ||
অধিনায়ক | হাশমতউল্লাহ শাহিদি | পিটার সেলার | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে আফগানিস্তান ৩–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | হাশমতউল্লাহ শাহিদি (১৫৫) | স্কট এডওয়ার্ডস (২০৮) | |
সর্বাধিক উইকেট | মুজিব উর রহমান (৭) |
ফ্রেড ক্লাসেন (৪) ব্র্যান্ডন গ্লোভার (৪) | |
সিরিজ সেরা খেলোয়াড় | স্কট এডওয়ার্ডস (নেদারল্যান্ডস) |
দলীয় সদস্য
সম্পাদনাআফগানিস্তান[৯] | নেদারল্যান্ডস[১০] |
---|---|
|
|
২০২২ সালের ১২ জানুয়ারি নেদারল্যান্ডস দলে ম্যাক্স ও'ডাউডের পরিবর্তে মুসা আহমেদকে নেয়া হয়।[১১] উঠতি খেলোয়াড়দের দলে খেলার সুযোগ দেয়ার জন্য মোহাম্মদ নবি আফগানিস্তানের দল থেকে সরে দাঁড়ান।[১২]
ওডিআই সিরিজ
সম্পাদনা১ম ওডিআই
সম্পাদনাব
|
||
- নেদারল্যান্ডস টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- শাহিদউল্লাহ কামাল (আফগানিস্তান) ও বোরিস গোরলে (নেদারল্যান্ডস)-এর ওডিআই অভিষেক হয়।
- বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: আফগানিস্তান ১০, নেদারল্যান্ডস ০।
২য় ওডিআই
সম্পাদনাব
|
||
রহমানউল্লাহ গুরবাজ ১০৩ (১২৭)
ফিলিপ বোয়াসেভ্যাঁ ২/৩৯ (৮ ওভার) |
- আফগানিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- রায়ান ক্লাইন (নেদারল্যান্ডস)-এর ওডিআই অভিষেক হয়।
- বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: আফগানিস্তান ১০, নেদারল্যান্ডস ০।
৩য় ওডিআই
সম্পাদনাব
|
||
নাজিবুল্লাহ জাদরান ৭১ (৫৯)
সাকিব জুলফিকার ১/১৩ (৩ ওভার) |
কলিন আকেরমান ৮১ (৯৬)
কায়েস আহমেদ ৩/৩২ (৭.৪ ওভার) |
- আফগানিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- কায়েস আহমেদ, ফজলুল হক ফারুকি, রিয়াজ হাসান (আফগানিস্তান) ও ক্লেটন ফ্লয়েড (নেদারল্যান্ডস)-এর ওডিআই অভিষেক হয়।
- বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: আফগানিস্তান ১০, নেদারল্যান্ডস ০।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Afghanistan to host Netherlands in three-match CWCSL ODI series"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২১।
- ↑ "Afghanistan to host the Netherlands in three-match ODI series in January"। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২১।
- ↑ "Schedule for inaugural World Test Championship announced"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৯।
- ↑ "Men's Future Tours Programme" (পিডিএফ)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। ১১ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৯।
- ↑ "Afghanistan to host Netherlands for 3 ODIs in January"। হিন্দুস্তান টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২১।
- ↑ "Afghanistan to host Netherlands for three ODIs in Qatar"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২১।
- ↑ "National team leaves to Qatar for the Netherlands ODIs"। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২২।
- ↑ "The Netherlands with empty hands after third loss against Afghanistan"। রাজকীয় ওলন্দাজ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২২।
- ↑ "ACB name squad for the Netherlands series"। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২২।
- ↑ "Dutch squad for CWC Super League Series against Afghanistan announced"। রাজকীয় ওলন্দাজ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২২।
- ↑ "UPDATE: Dutch squad for CWC Super League Series against Afghanistan"। রাজকীয় ওলন্দাজ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২২।
- ↑ "Nabi rules himself out of Netherlands ODIs"। ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২২।