২০২১–২২ ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের পাকিস্তান সফর
ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দল ২০২১ সালের নভেম্বর মাসে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচ খেলার জন্য পাকিস্তান সফর করে।[১][২] সিরিজের ম্যাচগুলো উভয় দলের জন্য জিম্বাবুয়েতে অনুষ্ঠিত ২০২১ নারী ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে গণ্য হয়।[৩] ২০২১ সালের ৩ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজ দল পাকিস্তানে পৌঁছায়, যেখানে দলের সদস্যদের নিরাপত্তার জন্য ৬০০-এর অধিক নিরাপত্তা কর্মী নিয়োগ করা হয়।[৪]
২০২১–২২ ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের পাকিস্তান সফর | |||
---|---|---|---|
পাকিস্তান | ওয়েস্ট ইন্ডিজ | ||
তারিখ | ৮ নভেম্বর ২০২১ – ১৪ নভেম্বর ২০২১ | ||
অধিনায়ক | জাভেরিয়া খান | স্তাফানি টেলর | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ৩–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | মুনিবা আলি (১০৩) | ডিয়ান্ড্রা ডটিন (১৭০) | |
সর্বাধিক উইকেট | আনাম আমিন (৯) | হেইলি ম্যাথিউস (৭) | |
সিরিজ সেরা খেলোয়াড় | হেইলি ম্যাথিউস (ওয়েস্ট ইন্ডিজ) |
সিরিজ শুরু হওয়ার আগে পাকিস্তান দলের ছয় জন খেলোয়াড়ের দেহে কোভিড-১৯ ধরা পড়ে,[৫] কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রথম ম্যাচের জন্য একটি দল গড়া সম্ভব হবে বলে নিশ্চিত করে।[৬] অধিনায়ক জাভেরিয়া খান ও ডায়ানা বেগ প্রথম ম্যাচের দল থেকে ছিটকে যান, যে কারণে সিদরা নওয়াজকে প্রথম ম্যাচের জন্য পাকিস্তানের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়।[৭][৮]
দলীয় সদস্য
সম্পাদনাপাকিস্তান[১১] | ওয়েস্ট ইন্ডিজ[১২] |
---|---|
|
কারিশমা রামহরক, চেরি-অ্যান ফ্রেজার ও শাবিকা গজনবিকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে ওয়েস্ট ইন্ডিজ দলে রাখা হয়।[১৩]
ওডিআই সিরিজ
সম্পাদনা১ম ওডিআই
সম্পাদনাব
|
||
- পাকিস্তান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- আনাম আমিন (পাকিস্তান) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।
২য় ওডিআই
সম্পাদনাব
|
||
- পাকিস্তান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
৩য় ওডিআই
সম্পাদনাব
|
||
মুনিবা আলি ৫৮ (৮৮)
শাকিরা সেলমান ২/৪০ (১০ ওভার) |
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "West Indies women set for short tour to Pakistan, ahead of ICC World Cup Qualifiers"। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০২১।
- ↑ "West Indies to tour Pakistan for three ODIs from November 8; Javeria Khan to lead the hosts"। উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০২১।
- ↑ "West Indies Women to tour Pakistan for three ODIs ahead of World Cup Qualifiers"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০২১।
- ↑ "Over 800 security personnel to safe guard West Indies cricketers in Karachi"। উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০২১।
- ↑ "Three more Pakistan players test positive for Covid-19"। উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২১।
- ↑ "Six Pakistan Women players test positive for Covid-19, but likely to be ready for West Indies ODIs"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২১।
- ↑ "Pakistan and West Indies women lock horns at National Stadium from Monday"। পাকিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২১।
- ↑ "Javeria Khan, Diana Baig ruled out of first ODI; Sidra Nawaz to lead Pakistan"। উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২১।
- ↑ "Record-breaking Taylor seals series sweep for West Indies"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২১।
- ↑ "5000 runs for terrific Taylor as she takes West Indies to clean sweep"। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২১।
- ↑ "West Indies Women to play three ODIs in Karachi"। পাকিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০২১।
- ↑ "Campbelle, Taylor return to West Indies Women squad for Pakistan ODIs, World Cup Qualifier"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২১।
- ↑ "West Indies name women's squad for Pakistan tour and ICC Women's Cricket World Cup Qualfier [sic] 2021"। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২১।