২০১৭–১৮ শ্রীলঙ্কা মহিলা ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর

আন্তর্জাতিক ক্রিকেট সফর

শ্রীলঙ্কা জাতীয় মহিলা ক্রিকেট দল অক্টোবর ২০১৭-তে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় মহিলা ক্রিকেট দলের সাথে ক্রিকেট খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফর করে।[] সফরসূচীতে অন্তর্ভুক্ত ছিল তিনটি মহিলাদের একদিনের আন্তর্জাতিক (মহিলা ওডিআই) এবং তিনটি মহিলাদের টুয়েন্টি২০ আন্তর্জাতিক (মহিলা টি২০আই)। মহিলা ওডিআই খেলাগুলো হচ্ছে ২০১৭-২০ আইসিসি মহিলা চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতার অংশ।[][][] ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল মহিলা ওডিআই এবং মহিলা টি২০আই উভয় সিরিজ ৩-০তে জয় লাভ করে।[][]

 
  ওয়েস্ট ইন্ডিজ মহিলা শ্রীলঙ্কা মহিলা
তারিখ ১১ – ২২ অক্টোবর ২০১৭
অধিনায়ক স্তাফানি টেলর ইনোকা রাণাবীরা
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ মহিলা ৩–০ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান স্তাফানি টেলর (১১৭) দিলানী মানোদারা (৯৬)
সর্বাধিক উইকেট স্তাফানি টেলর (৮) ইনোকা রাণাবীরা (৫)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ মহিলা ৩–০ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান ডিন্দ্রা ডটিন (১৫৪) রেবেকা ভানডর্ট (৭৩)
সর্বাধিক উইকেট হেইলি ম্যাথিউজ (৭) ইনোকা রাণাবীরা (৪)
সিরিজ সেরা খেলোয়াড় ডিন্দ্রা ডটিন (ওয়েস্ট ইন্ডিজ)

দলীয় সদস্য

সম্পাদনা
  ওয়েস্ট ইন্ডিজ[][]   শ্রীলঙ্কা[]

ডব্লিউওডিআই সিরিজ

সম্পাদনা

১ম ডব্লিউওডিআই

সম্পাদনা
মহিলা চ্যাম্পিয়নশীপ
১১ অক্টোবর ২০১৭
০৯:০০
Scorecard
শ্রীলঙ্কা  
১৩৬ (৪৯.৪ ওভার)
  ওয়েস্ট ইন্ডিজ
১৩৮/৪ (৩৯ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল ৬ উইকেটে জয়ী
ব্রায়ান লারা ক্রিকেট একাডেমি, ত্রিনিদাদ
আম্পায়ার: জাহিদ বাসারাত (ওয়েস্ট ইন্ডিজ) ও ডেইটন বাটলার (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: হেইলি ম্যাথিউজ (ওয়েস্ট ইন্ডিজ)
  • শ্রীলঙ্কা মহিলা দল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • পয়েন্ট: ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল ২, শ্রীলঙ্কা মহিলা দল ০।

২য় ডব্লিউওডিআই

সম্পাদনা
মহিলা চ্যাম্পিয়নশীপ
১৩ অক্টোবর ২০১৭
১৪:০০ (দিন/রাত)
Scorecard
শ্রীলঙ্কা  
১৬২ (৪৬.৩ ওভার)
  ওয়েস্ট ইন্ডিজ
১৬৩/৩ (৩৯.৪ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল ৭ উইকেটে জয়ী
ব্রায়ান লারা ক্রিকেট একাডেমি, ত্রিনিদাদ
আম্পায়ার: জাহিদ বাসারাত (ওয়েস্ট ইন্ডিজ) and ডেইটন বাটলার (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: স্তাফানি টেলর (ওয়েস্ট ইন্ডিজ)
  • ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়.
  • বৃষ্টির কারণে উভয় দলের জন্য ৪৭ ওভারের খেলা নির্ধারণ করা হয়।
  • পয়েন্ট: ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল ২, শ্রীলঙ্কা মহিলা দল ০।

৩য় ডব্লিউওডিআই

সম্পাদনা
মহিলা চ্যাম্পিয়নশীপ
১৫ অক্টোবর ২০১৭
০৯:০০
Scorecard
ওয়েস্ট ইন্ডিজ  
১৮২/৮ (৪৫ ওভার)
  শ্রীলঙ্কা
১৪২ (৪০.৪ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল ৪০ রানে জয়ী
ব্রায়ান লারা ক্রিকেট একাডেমি, ত্রিনিদাদ
আম্পায়ার: জাহিদ বাসারাত (ওয়েস্ট ইন্ডিজ) ও ডেইটন বাটলার (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: স্তাফানি টেলর (ওয়েস্ট ইন্ডিজ)
  • শ্রীলঙ্কা মহিলা দল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়.
  • বৃষ্টির কারণে উভয় দলের জন্য খেলাকে ৪৫ ওভারে কমিয়ে আনা হয়।
  • পয়েন্ট: ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল ২, শ্রীলঙ্কা মহিলা দল ০।

ডব্লিউটি২০আই সিরিজ

সম্পাদনা

১ম ডব্লিউটি২০আই

সম্পাদনা
১৯ অক্টোবর ২০১৭
১৮:৩০ (দিন/রাত)
Scorecard
ওয়েস্ট ইন্ডিজ  
১৪০/৪ (২০ ওভার)
  শ্রীলঙ্কা
৬৯/৭ (২০ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল ৭১ রানে বিজয়ী
কুলিডজ ক্রিকেট গ্রাউন্ড, অ্যান্টিগুয়া
আম্পায়ার: কার্ল টাকেট (ওয়েস্ট ইন্ডিজ) ও জ্যাকলিন উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ)
  • শ্রীলঙ্কা মহিলা দল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • আকেইরা পিটার্স (ওয়েস্ট ইন্ডিজ) তার ডব্লিউটি২০আই অভিষেক হয়।

২য় ডব্লিউটি২০আই

সম্পাদনা
২১ অক্টোবর ২০১৭
১৮:৩০ (দিন/রাত)
Scorecard
ওয়েস্ট ইন্ডিজ  
১৫৪/৬ (২০ ওভার)
  শ্রীলঙ্কা
১০৭ (১৯.৪ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল ৪৭ রানে বিজয়ী
কুলিডজ ক্রিকেট গ্রাউন্ড, অ্যান্টিগুয়া
আম্পায়ার: কার্ল টাকেট (ওয়েস্ট ইন্ডিজ) ও জ্যাকলিন উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: অ্যাফি ফ্লেচার (ওয়েস্ট ইন্ডিজ)
  • ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • অ্যাফি ফ্লেচার ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলের হয়ে মহিলা টি২০ আন্তর্জাতিকে দ্বিতীয় যৌথ সেরা সংগ্রহ।[১০]

৩য় ডব্লিউটি২০আই

সম্পাদনা
২২ অক্টোবর ২০১৭
১৮:৩০ (দিন/রাত)
Scorecard
ওয়েস্ট ইন্ডিজ  
১৫৯/৬ (২০ ওভার)
  শ্রীলঙ্কা
১২৮/৫ (২০ ওভার)
ডিন্দ্রা ডটিন ১১২ (৬৭)
আমা কাঞ্চানা ২/২৪ (২ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল ৩১ রানে বিজয়ী
কুলিডজ ক্রিকেট গ্রাউন্ড, অ্যান্টিগুয়া
আম্পায়ার: কার্ল টাকেট (ওয়েস্ট ইন্ডিজ) ও জ্যাকলিন উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: ডিন্দ্রা ডটিন (ওয়েস্ট ইন্ডিজ)
  • ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ডিন্দ্রা ডটিন (ওয়েস্ট ইন্ডিজ) মহিলা টি২০ আন্তর্জাতিকে ২টি শতরানের অধিকারী প্রথম কোন মহিলা ক্রিকেটার।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ICC Women's Championship gets underway with series between Windies and Sri Lanka"International Cricket Council। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৭ 
  2. "Windies Women open 2021 World Cup bid against Sri Lanka"Loop News Barbados। ৯ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৭ 
  3. "Windies Women launch fresh World Cup bid"Jamaica Gleaner। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৭ 
  4. "WI Women to face Sri Lanka at Lara Academy next month"ত্রিনিদাদ Express। ৯ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৭ 
  5. "Taylor stars as Windies Women win 3-0"International Cricket Council। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৭ 
  6. "Dottin ton, Matthews four-for lead WI to series sweep"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০১৭ 
  7. "Selman, Connell return to West Indies women squad"ESPN Cricinfo। ৭ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৭ 
  8. "West Indies recall Cooper for Sri Lanka T20Is"ESPN Cricinfo। ১৮ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৭ 
  9. "Sri Lanka women bank on batting against West Indies"ESPN Cricinfo। ৫ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১৭ 
  10. "Fletcher five-for steamrolls Sri Lanka for 107"ESPN Cricinfo। ২২ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা