২০১৫–১৬ স্কটল্যান্ড ক্রিকেট দলের হংকং সফর

স্কটল্যান্ড জাতীয় ক্রিকেট দল প্রথম-শ্রেণীর ক্রিকেট, দুইটি একদিনের আন্তর্জাতিক এবং দুইটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলার জন্য হংকং সফর করে, যা জানুয়ারি ২০১৬-এ অনুষ্ঠিত হয়।

২০১৫-১৬ স্কটল্যান্ড ক্রিকেট দলের হংকং সফর
 
  হংকং স্কটল্যান্ড
তারিখ ২১ জানুয়ারি ২০১৬ – ৩১ জানুয়ারি ২০১৬
অধিনায়ক Tanwir Afzal Preston Mommsen
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজ ১–১ ব্যবধানে ড্র হয়
সর্বাধিক রান Tanwir Afzal (৫৬) Kyle Coetzer (৭০)
সর্বাধিক উইকেট Haseeb Amjad (৪)
Nadeem Ahmed (৪)
Richie Berrington (৩)
Safyaan Sharif (৩)
Bradley Wheal (৩)

দলীয় সদস্য সম্পাদনা

  হংকং   স্কটল্যান্ড

আন্তর্মহাদেশীয় কাপ সম্পাদনা

ওডিআই সিরিজ সম্পাদনা

টি২০আই সিরিজ সম্পাদনা

১ম টি২০আই সম্পাদনা

৩০ জানুয়ারি ২০১৬
স্কটল্যান্ড  
৬৬/৭ (১০ ওভার)
  হংকং
৭২/১ (৬.২ ওভার)
জর্জ মানসে ১৭ (১০)
হাসিব আমজাদ ১/৮ (২ ওভার)
বাবর হায়াত ২৬* (১৪)
সাফিয়ান শরীফ ১/১৫ (১ ওভার)
  • হংকং টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ভিজে আউটফিল্ডের কারণে ম্যাচ প্রতি পাশের দিকে ১০ ওভারে হ্রাস পাওয়ায় খেলতে বিলম্ব হয়েছিল।
  • ব্র্যাড হুইল (স্কটল্যান্ড) তার ওডিআই অভিষেক হয়।

২য় টি২০আই সম্পাদনা

৩১ জানুয়ারি ২০১৬
স্কটল্যান্ড  
১৬১/৯ (২০ ওভার)
  হংকং
১২৪ (১৮.৪ ওভার)
তানভীর আফজাল ৫৬ (২২)
ব্র্যাড হুইল ৩/২০ (৪ ওভার)
  • হংকং টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা