২০১৩ ফিফা কনফেডারেশন কাপ ফাইনাল

২০১৩ ফিফা কনফেডারেশন কাপের ফাইনাল ম্যাচটি ছিল ২০১৩ ফিফা কনফেডারেশন কাপের বিজয়ী নির্ধারণের জন্য একটি ফুটবল ম্যাচ। ম্যাচটি ৩০ জুন ২০১৩ তে ব্রাজিলের রিও ডি জেনেরিওয়ের এস্তাদিও দো মারাকানায় অনুষ্ঠিত হয়, সেমিফাইনালের দুই বিজয়ী ব্রাজিল এবং স্পেন ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে।[২][৩] ফ্রেড এবং নেইমারের গোলে ব্রাজিল স্পেনকে ৩-০ গোলে উড়িয়ে দেয়, আর এর মাধ্যমে স্পেনের রেকর্ড ২৯ ম্যাচে অপরাজিত থাকার অবসান ঘটে।[৪]

২০১৩ ফিফা কনফেডারেশন কাপ ফাইনাল
ফাইনাল ম্যাচের মাঠ এস্তাদিও দো মারাকানা
প্রতিযোগিতা২০১৩ ফিফা কনফেডারেশন কাপ
তারিখ৩০ জুন ২০১৩
ম্যাচসেরানেইমার (ব্রাজিল)
রেফারিবর্ন কুইপার্স (নেদারল্যান্ড)
দর্শক সংখ্যা৭৩,৫৩১
আবহাওয়াসুন্দর জোৎস্না রাত
২৩ °সে (৭৩ °ফা)
81% humidity[১]

এটি ছিল ফাইনালে ব্রাজিলের পঞ্চম উপস্থিতি (আগের চারটি ছিল ১৯৯৭, ১৯৯৯, ২০০৫ এবং ২০০৯)। স্পেন এই প্রথম বার কনফেডারেশন কাপের ফাইনালে পৌঁছে। এই জয়ের ফলে ব্রাজিল পরপর তৃতীয় বার কনফেডারেশন কাপ জিতল। [৫]

পটভূমি সম্পাদনা

ফাইনালের পথে সম্পাদনা

ব্রাজিল রাউন্ড স্পেন
প্রতিপক্ষ ফল গ্রুপ পর্ব প্রতিপক্ষ ফল
  জাপান ৩–০ প্রথম ম্যাচ   উরুগুয়ে ২–১
  মেক্সিকো ২–০ দ্বিতীয় ম্যাচ   তাহিতি ১০–০
  ইতালি ৪–২ তৃতীয় ম্যাচ   নাইজেরিয়া ৩–০
গ্রুপ এ জয়ি

২০১৩ ফিফা কনফেডারেশন কাপ গ্রুপ এ

Source: [citation needed]
চূড়ান্ত অবস্থান গ্রুপ বি জয়ি

২০১৩ ফিফা কনফেডারেশন কাপ গ্রুপ বি

Source: [citation needed]
প্রতিপক্ষ ফল নক-আউট পর্ব প্রতিপক্ষ ফল
  উরুগুয়ে ২–১ সেমি-ফাইনাল   ইতালি ০–০ (অ.স.প.) (৭–৬ পেনা.)

প্রাক ম্যাচ সম্পাদনা

ভেন্যু সম্পাদনা

ম্যাচের বল সম্পাদনা

কর্মকর্তারা সম্পাদনা

 
বর্ন কুইপার্স (ফাইনালের ছবি) ২০০৬ সাল থেকে আন্তর্জাতিক খেলায় রেফারি করছেন।

ম্যাচ সম্পাদনা

সারাংশ সম্পাদনা

বিস্তারিত সম্পাদনা

ব্রাজিল  ৩–০  স্পেন
ফ্রেড   ২'৪৮'
নেইমার   ৪৪'
Report
 
 
 
 
 
 
 
 
 
 
ব্রাজিল[৬]
 
 
 
 
 
 
 
 
 
 
স্পেন[৬]
গোলরক্ষক ১২ জুলিও সিজার
রাইট ব্যাক দানি আলভেস
সেন্টার ব্যাক থিয়াগো সিলভা (অধি.)
সেন্টার ব্যাক দাভিদ লুইজ
লেফট ব্যাক মার্সেলো
CM ১৮ পাউলিনহো   ৮৮'
CM ১৭ লুইজ গুস্তাভো
AM ১১ অস্কার
RW ১৯ হাল্ক   ৭৩'
LW ১০ নেইমার
CF ফ্রেড   ৮০'
বদলি খেলোয়াড়:
MF ২৩ জেডসন   ৭৩'
FW ২১ জো   ৮০'
MF হার্নেনেস   ৮৮'
ম্যানেজার:
লুইজ ফিলিপ স্কলারিও
 
গোলরক্ষক ইকার ক্যাসিয়াস (অধি.)
রাইট ব্যাক ১৭ আলভারো আরবেলোয়া   ১৫'   ৪৬'
সেন্টার ব্যাক ১৫ সার্জিও রামোস   ২৮'
সেন্টার ব্যাক জেরার্ড পিকে
লেফট ব্যাক ১৮ জর্দি আলবা
DM ১৬ সার্জিও বুস্কেয়েটস
CM জাভি
CM আন্দ্রেস ইনিয়েস্তা
RW ১১ পেদ্রো
LW ১৩ জুয়ান মাতা   ৫২'
CF ফের্নান্দো তোরেস   ৫৯'
বদলি খেলোয়াড়:
DF সিজার আজপিলিকুয়েটা   ৪৬'
MF ২২ জেসাস নাভাস   ৫২'
FW ডেভিড ভিয়া   ৫৯'
ম্যানেজার:
ভিসেন্তে দেল বস্ক
ম্যান অব দ্য ম্যাচ:

নেইমার (ব্রাজিল)[৭]

সহকারী রেফারি :
স্যান্ডার ভ্যান রোকেল (নেদারল্যান্ড)
Erwin Zeinstra (নেদারল্যান্ড) চতুর্থ কর্মকর্তা :
ফেলিক্স ব্রাইচ (জার্মানি) পঞ্চম কর্মকর্তা :
মার্ক বোর্স (জার্মানি)

পরিসংখ্যান সম্পাদনা

সামগ্রিকভাবে [৮]
ব্রাজিল স্পেন
গোল করেছেন
মোট শট ১৪ ১৫
গোলে শট
বল দখল ৪৭% ৫৩%
কর্নার
ফাউল ২৬ ১৬
অফসাইড
হলুদ কার্ড
লাল কার্ড

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Start list – Final – Brazil-Spain" (পিডিএফ)FIFA.com। Fédération Internationale de Football Association। ৩০ জুন ২০১৩। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৩ 
  2. Smith, Ben (২৬ জুন ২০১৩)। "Brazil 2–1 Uruguay"BBC Sport। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৩ 
  3. "Spain 0–0 Italy"BBC Sport। ২৭ জুন ২০১৩। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৩ 
  4. "Brazil beat Spain to win Confederations Cup"Al Jazeera। ১ জুলাই ২০১৩। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৩ 
  5. "Brazil 3–0 Spain"BBC Sport। British Broadcasting Corporation। ১ জুলাই ২০১৩। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৩ 
  6. "Tactical Line-up – Final – Brazil-Spain" (পিডিএফ)FIFA.com। Fédération Internationale de Football Association। ৩০ জুন ২০১৩। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৩ 
  7. "Brazil v Spain – Man of the Match"FIFA.com। Fédération Internationale de Football Association। ৩০ জুন ২০১৩। ৩ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৩ 
  8. "Match report – Final – Brazil-Spain" (পিডিএফ)FIFA.com। Fédération Internationale de Football Association। ৩০ জুন ২০১৩। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৩ 

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:2013 FIFA Confederations Cup টেমপ্লেট:Brazil national football team matches টেমপ্লেট:Spain national football team matches