২০১০ কমনওয়েলথ গেমসে ভারত
ক্রীড়া প্রতিযোগিতায় প্রেরিত জাতীয় দল
ভারত ২০১০ কমনওয়েলথ গেমস আয়োজন করে, যা ২০১০ সালের ৩ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত দিল্লিতে অনুষ্ঠিত হয়। ভারত ৩৮ টি স্বর্ণপদক সহ মোট ১০১ টি পদক জয় করে এবং গেমসে অস্ট্রেলিয়ার পরে দ্বিতীয় স্থানে অর্জনে সক্ষম হয়। গেমসের ইতিহাসে প্রথমবারের মত ভারত মোট ১০০টিরও বেশি পদক জয় করে। গেমসের ইতিহাসে প্রথমবারের মতো ভারত জিমন্যাস্টিক্সে পদক জয় করে; আশিস কুমার একটি রৌপ্য পদক ও একটি ব্রোঞ্জ পদক জয়ী হন। কৃষ্ণা পুনিয়া মহিলাদের ডিসকাস থ্রোতে সোনা জয় করেন, ফলে ভারত ৫২ বছরের ব্যবধানের পর অ্যাথলেটিক্সে স্বর্ণপদক জয়ী হয় এবং যখন গীতা ফোগাট মহিলাদের কুস্তিতে ভারতের প্রথম স্বর্ণপদক জয়ী হয়।
২০১০ কমনওয়েলথ গেমসে ভারত | |
---|---|
সিজিএফ কোড | IND |
সিজিএ | ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন |
ওয়েবসাইট | olympic |
দিল্লি, ভারত | |
প্রতিযোগী | ৬১৯ জন |
পতাকা বাহক | উদ্বোধন: অভিনব বিন্দ্রা[১] সমাপ্তি: গগন নারং |
পদক ২য় স্থান |
|
কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ | |
পদক সারাংশ
সম্পাদনা
|
|
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "CWG opening: Bindra to be flag bearer"। India Today। ২ অক্টোবর ২০১০। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১০।