২০০৩ টাঙ্গাইল বোমা হামলা

২০০৩ টাঙ্গাইল বোমা হামলা ছিলো ২০০৩ সালের ১৭ জানুয়ারি টাঙ্গাইলের স্থানীয় ফৈল্যা পাগলার মেলায় একটি মাজারে সংগঠিত বোমা হামলা যা মাজারটিকে কেন্দ্র করে আওয়ামীলীগকে লক্ষ্য করেই সংগঠিত হয়েছিল বলেও মনে করা হয়। এতে ৭ জন ব্যক্তি মারা গিয়েছিল।[১][২]

২০০৩ টাঙ্গাইল বোমা হামলা
স্থানটাঙ্গাইল, বাংলাদেশ
তারিখ১৭ জানুয়ারি, ২০০৩ (UTC+06:00)
লক্ষ্যবাংলাদেশ আওয়ামীলীগ
হামলার ধরনগণহত্যা; বোমা হামলা; সন্ত্রাসবাদ
নিহত
আহত২০
হামলাকারী দলজামায়াত-উল-মুজাহিদীন

আক্রমণ সম্পাদনা

ফৈল্যা পাগলার মেলা বৃহত্তর ময়মনসিংহ এলাকার বৃহত্তম মেলা। প্রত্যন্ত দরিয়াপুর গ্রামে প্রতিবছর এই মেলার আসর বসে। ১৭ ই জানুয়ারি ২০০৩, দুটি বোমা একটি অপরটির কয়েক মিনিটের মধ্যে বিস্ফোরিত হয়। তিন দিনব্যাপী এই মেলায় ১০ হাজার জন উপস্থিতি ছিলো। সুরক্ষা দলসহ মেলায় কয়েকশো পুলিশ উপস্থিত ছিলেন। এই বিস্ফোরণে ৭ জন নিহত এবং ২০ জন আহত হয়েছিলো।[৩][৪]

প্রতিক্রিয়া সম্পাদনা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী এই বিস্ফোরণের জন্য বিরোধী দলগুলোকে দায়ী করেছিলেন। কিছু স্থানীয় লোক মাজার নিয়ে জমির বিরোধের জেরে এই হামলাটি হয়েছিলো বলে মনে করে।[৩] তবে তদন্ত অনুসারে এই বিস্ফোরণে জামায়াত-উল-মুজাহিদীনের জড়িত থাকার বিষয়টি পাওয়া গেছে।[৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Ahsan, Shamim। "The Blame Game Goes on"Star Magazine। The Daily Star। ১২ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৭ 
  2. Bammi, Y. M. (২০১০)। India Bangladesh Relations: The Way Ahead। Vij Books India Pvt Ltd। পৃষ্ঠা 228। আইএসবিএন 9789382573203 
  3. "Tangail fair blast toll rises to 7"The Daily Star। ১৬ জানুয়ারি ২০০৩। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৭ 
  4. "7 killed in BD bomb blasts"Dawn। ১৯ জানুয়ারি ২০০৩। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৭ 
  5. "Trail of terror attacks"The Daily Star। ১২ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৭