১৯৯৯ দক্ষিণ এশীয় গেমস

১৯৯৯ দক্ষিণ এশীয় গেমস বা ৮ম দক্ষিণ এশীয় গেমস যা ২৫ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ১৯৯৯ পর্যন্ত কাঠমান্ডু, নেপালে অনুষ্ঠিত হয়। রাজা বীরেন্দ্র বীর বিক্রম শাহ দেব এই গেমস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

৮ম দক্ষিণ এশীয় গেমস
স্বাগতিক শহরনেপাল কাঠমান্ডু, নেপাল
অংশগ্রহণকারী জাতিসমূহ
বিষয়সমূহ১২টি
উদ্বোধনী অনুষ্ঠান২৫ সেপ্টেম্বর
সমাপ্তি অনুষ্ঠান৪ অক্টোবর ১৯৯৯
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেননেপালের বীরেন্দ্র
প্রধান মিলনস্থনদশরথ রঙ্গশালা স্টেডিয়াম
১৯৯৫ ২০০৪  >

সার্কের সাতটি দেশ থেকে ১০৬৯ জন খেলোয়াড় বারোটি ক্রীড়ায় অংশগ্রহণ করেন। ৩২ স্বর্ণ পদক নিয়ে এই আসরে নেপাল তার দক্ষিণ এশীয় গেমস ইতিহাসের সেরা সাফল্য অর্জন করে।

অংশগ্রহণকারী দেশ

সম্পাদনা

১৯৯৯ দক্ষিণ এশীয় গেমসে ৭টি দেশ অংশগ্রহণ করে।

ক্রীড়া

সম্পাদনা

৮ম দক্ষিণ এশীয় গেমসে আনুষ্ঠানিকভাবে ১২টি ক্রীড়া ছিল। এই আসরে কারাতে এবং তায়কোয়ান্দো নতুন যোগ হয়।

পদক তালিকা

সম্পাদনা

  *   স্বাগতিক জাতি (নেপাল)

অবজাতিস্বর্ণরৌপ্যব্রোঞ্জমোট
  ভারত (IND)১০২৫৮৩৭১৯৭
  নেপাল (NEP)*৩২১০২৪৬৬
  শ্রীলঙ্কা (SRI)১৬৪২৬২১২০
  পাকিস্তান (PAK)১০৩৬৩০৭৬
  বাংলাদেশ (BAN)১০৩৫৪৭
  ভুটান (BHU)১৪
  মালদ্বীপ (MDV)
মোট (৭টি জাতি)১৬৩১৬২১৯৯৫২৪

তথ্যসূত্র

সম্পাদনা