১৯৯৩ আর্তেমিও ফ্রাংকি কাপ

১৯৯৩ আর্তেমিও ফ্রাংকি কাপ ছিল আর্তেমিও ফ্রাংকি কাপের দ্বিতীয় সংস্করণ, এটি পূর্ববর্তী দক্ষিণ আমেরিকান এবং ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের বিজয়ীদের মধ্যে একটি ফুটবল ম্যাচ। এই ম্যাচে আর্জেন্টিনা, ১৯৯১ কোপা আমেরিকার বিজয়ী এবং ডেনমার্ক, উয়েফা ইউরো ১৯৯২ এর বিজয়ী ছিল। এটি ১৯৯৩ সালের ২৪ ফেব্রুয়ারি আর্জেন্টিনার মার দেল প্লাতার এস্তাদিও জোসে মারিয়া মিনেল্লাতে খেলা হয়েছিল।

১৯৯৩ আর্তেমিও ফ্রাংকি কাপ
প্রতিযোগিতাআর্তেমিও ফ্রাংকি কাপ
আর্জেন্টিনা পেনাল্টি শুট-আউটে ৫–৪ ফলাফলে জয়ী
তারিখ২৪ ফেব্রুয়ারি ১৯৯৩ (1993-02-24)
রেফারিসন্দোর পুল (হাঙ্গেরি)
দর্শক সংখ্যা৩৪,৬৮৩

আর্জেন্টিনা অতিরিক্ত সময়ের পরে ১-১ গোলে ড্র করার পর পেনাল্টিতে ম্যাচটি ৫-৪ গোলে জিতে। এটিই ছিল আর্জেন্টিনার হয়ে ডিয়েগো ম্যারাডোনার জয় করা শেষ ট্রফি। []

বিস্তারিত

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা